ETV Bharat / state

Tala Pratyay : অতিমারির আবহে নতুন জীবন শুরুর বার্তা টালা প্রত্যয়ের এবারের পুজোয় - টালা প্রত্যয়

করোনা অতিমারিতে দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসার দুর্বার চেষ্টা এবার তাদের মণ্ডপের শিল্প ভাবনায় ফুটে উঠেছে । শিল্পী সুশান্ত পাল প্রতিমার অবয়ব থেকে মণ্ডপ সজ্জায় নতুনভাবে জীবন শুরু করার বার্তা দিয়েছেন ।

Tala Pratyay
অতিমারির আবহে নতুন জীবন শুরুর বার্তা টালা প্রত্যয়ের এবারের পুজোয়
author img

By

Published : Oct 6, 2021, 9:15 PM IST

কলকাতা, 6 অক্টোবর : শরৎ-এর আকাশে দেবীপক্ষের ছোঁয়া লাগতেই পুজোর ঢাকে কাঠি ফেলল টালা প্রত্যয় । সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পাড়ার পুজোর এবারের ভাবনা 'নির্বাধ' । করোনা অতিমারিতে দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসার দুর্বার চেষ্টা এবার তাদের মণ্ডপের শিল্প ভাবনায় ফুটে উঠেছে । শিল্পী সুশান্ত পাল প্রতিমার অবয়ব থেকে মণ্ডপ সজ্জায় নতুন ভাবে জীবন শুরু করার বার্তা দিয়েছেন । মণ্ডপের বাইরের কাঠামো খুলে পাশে রাখা হচ্ছে, যাতে শৃঙ্খল মুক্তির রূপক ফোটানো যায় ।

মহালয়া মানেই মায়ের চক্ষুদান পর্ব । টালা প্রত্যয় তিথি মেনে দেবীর চক্ষুদান পর্ব সম্পন্ন করেছে । পাশাপাশি, দেবীপক্ষের সূচনা লগ্নে বুধবার সকালে এখানে আয়োজন করা হয় সুর-তাল-ছন্দের এক দুরন্ত উপস্থাপনার ৷ মনে হচ্ছিল একটি কনসার্ট হচ্ছে পুজো মণ্ডপ চত্বরে ।

আরও পড়ুন : Mahalaya : বীরেনবাবু দেরিতে পৌঁছনোয় মহালয়ার দায়িত্ব সামলেছিলেন নাজির আহমেদ

আয়োজকদের তরফে পুজোর সহ-সম্পাদক চিরঞ্জিত চট্টোপাধ্যায় জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের কয়েকটি হৃদয়বিদারক ঘটনার কারণে পুজো বড় করে আয়োজন না করার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন তাঁরা । কিন্তু কিছু মানুষের আর্তি এবং আবেদনে সিদ্ধান্ত বদল করেন । কারণ পুজো শুধু আরাধনা নয়, জীবন-জীবিকার অঙ্গও বটে । তাই কল্পলোকের পরে এবার 'নির্বাধ' টালা প্রত্যয়ের পুজোকে বিশ্বের দরবারে মেলে ধরবে । এই পুজোকে এবার ডিজিটাল মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে ।

কলকাতা, 6 অক্টোবর : শরৎ-এর আকাশে দেবীপক্ষের ছোঁয়া লাগতেই পুজোর ঢাকে কাঠি ফেলল টালা প্রত্যয় । সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পাড়ার পুজোর এবারের ভাবনা 'নির্বাধ' । করোনা অতিমারিতে দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসার দুর্বার চেষ্টা এবার তাদের মণ্ডপের শিল্প ভাবনায় ফুটে উঠেছে । শিল্পী সুশান্ত পাল প্রতিমার অবয়ব থেকে মণ্ডপ সজ্জায় নতুন ভাবে জীবন শুরু করার বার্তা দিয়েছেন । মণ্ডপের বাইরের কাঠামো খুলে পাশে রাখা হচ্ছে, যাতে শৃঙ্খল মুক্তির রূপক ফোটানো যায় ।

মহালয়া মানেই মায়ের চক্ষুদান পর্ব । টালা প্রত্যয় তিথি মেনে দেবীর চক্ষুদান পর্ব সম্পন্ন করেছে । পাশাপাশি, দেবীপক্ষের সূচনা লগ্নে বুধবার সকালে এখানে আয়োজন করা হয় সুর-তাল-ছন্দের এক দুরন্ত উপস্থাপনার ৷ মনে হচ্ছিল একটি কনসার্ট হচ্ছে পুজো মণ্ডপ চত্বরে ।

আরও পড়ুন : Mahalaya : বীরেনবাবু দেরিতে পৌঁছনোয় মহালয়ার দায়িত্ব সামলেছিলেন নাজির আহমেদ

আয়োজকদের তরফে পুজোর সহ-সম্পাদক চিরঞ্জিত চট্টোপাধ্যায় জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের কয়েকটি হৃদয়বিদারক ঘটনার কারণে পুজো বড় করে আয়োজন না করার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন তাঁরা । কিন্তু কিছু মানুষের আর্তি এবং আবেদনে সিদ্ধান্ত বদল করেন । কারণ পুজো শুধু আরাধনা নয়, জীবন-জীবিকার অঙ্গও বটে । তাই কল্পলোকের পরে এবার 'নির্বাধ' টালা প্রত্যয়ের পুজোকে বিশ্বের দরবারে মেলে ধরবে । এই পুজোকে এবার ডিজিটাল মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.