কলকাতা, 10 অগস্ট: সম্পত্তি বৃদ্ধি নিয়ে যে 19 জন তৃণমূল মন্ত্রীদের নামের যে তালিকা প্রকাশ্যে এসেছে তা নিয়ে বুধবার সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য বসু এবং ফিরহাদ হাকিম। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যাঁরাই তৃণমূল করেন তাঁরাই কি চোর ? ব্যক্তিগতভাবে চক্রান্ত করা হচ্ছে। তৃণমূল নেতাদের এই মন্তব্যের পর পালটা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Says TMC on Assets Case in a Press Conference) ৷
তিনি বলেন, "আদালতের নির্দেশে সম্পত্তি বৃদ্ধি নিয়ে ইডির তদন্তের কথা শুনে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা ভয় পেয়েছেন। 2016 সাল থেকে 2021 পর্যন্ত শুধু 11 জন নেতা-মন্ত্রী নয়, স্থানীয় পঞ্চায়েত স্তরের নেতা-কর্মীদের সম্পত্তিও বেড়েছে। আয়করের সঙ্গে আসল সম্পত্তির কোনও মিল নেই।"
আরও পড়ুন: সম্পত্তি বৃদ্ধি মামলায় একতরফাভাবে তৃণমূলকে জড়িয়ে দেওয়া হচ্ছে, দাবি ফিরহাদ-ব্রাত্যদের
তিনি আরও বলেন, "এসএসসি দুর্নীতি কাণ্ডে দালাল চক্র রয়েছে। মুখ্যমন্ত্রী আর ভাইপোর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তিনি শুধু তাঁর ভাইপোকে বাঁচাতে চান। এর জন্য তিনি দলের যে কাউকে বলি দিতে পারেন। পার্থ চট্টোপাধ্যায় তাঁর আত্মসহায়ক এবং আরও অনেকেই নানা রকম অনিয়ম তথা এসএসসি দুর্নীতিতে যুক্ত। প্রায় 3000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিপুল অঙ্কের অর্থের লেনদেনের বিনিময় চাকরি বিক্রি হয়েছে।"