কলকাতা, 19 ডিসেম্বর : শুভেন্দু অধিকারী, আট বিধায়ক, এক সাংসদ সহ প্রায় 50 হাজার তৃণমূল কর্মীর বিজেপি যোগ দিচ্ছেন ৷ আজ মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহর সভা থেকেই বিজেপিতে যোগদান করছে তাঁরা । শুভেন্দু অধিকারির হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেবেন অমিত শাহ ৷ বাকি বিধায়ক, সাংসদ ও তৃণমূলের কর্মীদের বিজেপিতে যোগদান করাবেন কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষেরা ।
বিজেপি সূত্রে খবর, কাল দিল্লি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন তিনি । অমিত শাহের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে তাঁর । ওই বৈঠকেই চুড়ান্ত হয় শুভেন্দুর যোগদানের পর্ব। একাধিক বিষয় নিয়েও আলোচনা হয় দুই জনের মধ্যে । আজ মেদিনীপুর কলেজ মাঠে তার যোগদান শুধু সময়ের অপেক্ষা ।
আরও পড়ুন : শাহ-র আতিথেয়তায় প্রস্তুত কৃষক পরিবার, দুপুরে পাতে ভাত-ডাল-রুটি
আজ মেদিনীপুর কলেজ মাঠে কোন কোন বিধায়কের বিজেপিতে যোগদানের সম্ভবনা ?
বিজেপিতে যোগদানের তালিকার প্রথম সারিতে নাম রয়েছে উওর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল , ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত, তৃণমূল বিধায়ক শ্যামাপদ মণ্ডল, তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস, তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত-সহ একাধিক পৌরসভার তৃণমূল চেয়ারম্যান-সহ দুই মেদিনীপুরের প্রায় 50 হাজার তৃণমূল কর্মী। শুভেন্দু যে আজ বিজেপিতে যোগদান করে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন কৈলাস ৷
আরও পড়ুন : দু'দিনের সফরে রাজ্য শাহ, রয়েছে একাধিক কর্মসূচি
শুভেন্দুর বিজেপিতে যোগদান প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "শুভেন্দু অধিকারি বিজেপিতে আজ যোগদান করছেন । শুধু শুভেন্দু অধিকারী নন প্রায় 50 হাজার তৃণমূল কর্মী আজ শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগদান করছেন।"