কলকাতা, 20 ফেব্রুয়ারি : শুভেন্দুও বেশিদিন বিজেপিতে থাকবেন না ৷ কলকাতার মেয়র তথা তৃণমূলের সমন্বায়ক ফিরহাদ হাকিমের এই মন্তব্য নতুন জল্পনা (Suvendu Adhikari will not be in BJP for long says Firhad Hakim) ৷ এদিন কলকাতা পৌরনিগমে সাংবাদিক বৈঠকে শুভেন্দুর কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানোর প্রসঙ্গে এ কথা বলেন ফিরহাদ ৷ তবে, শুভেন্দুকে তৃণমূল ফেরাবে না বলেও জানিয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় শাসকদলের সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ায় এ বার তাঁর নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ যা নিয়ে এদিন ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয় ৷ যার জবাবে ফিহাদ বলেন, বিজেপিতে একমাত্র শুভেন্দুকেই রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে ৷ বাকিরা সবাই ঘরে ঢুকে বসে আছে ৷ তাই কেন্দ্র ওঁর নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে ৷’’ কার্যত কটাক্ষের সুরেই সেই কথা বলেন ফিরহাদ ৷
কিন্তু, এর পরেই আসে তাঁর সেই মন্তব্য ৷ যেখানে ফিরহাদ বলেন, ‘‘যা শুনলাম, শুভেন্দুও বিজেপিতে কতদিন থাকবেন কে জানে ?’’ ফিরহাদের আচমকা এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষণিকের জন্য হলেও, শান্ত হয়ে যায় কনফারেন্স রুম ৷ এর পরেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন তবে, কি তৃণমূলে ফিরছে শুভেন্দু ? জবাবে ফিরহাদ বলেন, ‘‘না, তৃণমূল নেবে না ৷’’ কিন্তু, হঠাৎ এমন মন্তব্য কেন করতে গেলেন ফিরহাদ (Controversial Statement by Firhad Hakim on Suvendu Adhikari) ! যার কোনও সঠিক উত্তর কারও কাছেই নেই ৷
আরও পড়ুন : Bengal BJP New Committee : ক্ষোভ থামাতে 'বিদ্রোহী' নেতাদের কার্যকরী কমিটিতে জায়গা দিচ্ছে বঙ্গ বিজেপি
যদিও এনিয়ে পাল্টা ফিরহাদকে জবাব দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ৷ তিনি বলেন, বিজেপির কোনও নেতাই ঘরে বসে যাননি ৷ দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার সবাই প্রতিদিন রাজ্যের কোনও না কোনও জায়গায় ঘুরছেন ৷ শমীক ভট্টাচার্য পাল্টা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পৌরনিগমের কাজ ঠিক মতো না করার অভিযোগ এনেছেন ৷ তিনি বলেন, উনি পৌরনিগমের কাজ ঠিক মতো করতে পারেন না ৷ তাই অযথা চাঞ্চল্য তৈরি করতে শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করছেন ৷ এভাবে বিজেপি বা শুভেন্দুকে চাপে রাখা যাবে না বলে জানিয়েছেন শমীক ৷