কলকাতা, 14 ফেব্রুয়ারি : আজ ভালবাসার দিন ৷ আর এই দিনে শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল, চন্দননগরে জয়ী ঘাসফুল ৷ কিন্তু সবুজের এই জয়কে 'গণতন্ত্রের প্রহসন' আখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari tweets mockery of democracy in West Bengal) ৷ 12 ফেব্রুয়ারি ভোটের পরদিনই বাম এবং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল ৷ নির্বাচন কমিশনের কাছে কয়েকটি জায়গায় পুনর্নির্বাচনের দাবিও জানায় দুই বিরোধী দল ৷
একটি টুইট করে তাতে সংবাদমাধ্যমের একটি ভিডিয়ো পোস্ট করেন শুভেন্দু ৷ ভিডিয়োর শুরুতে লেখা 'পৌরনিগম নির্বাচনের তিনটি উল্লেখযোগ্য খেলা, লুকোচুরি' ৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে একজন সাংবাদিক, ক্যামেরাম্যান এক ব্যক্তির পিছনে পিছনে ছুটছেন ৷ সেই ব্যক্তি শৌচাগারে গেলেও সেখানে বাইরে দাঁড়িয়ে রয়েছেন সাংবাদিক, ক্যামেরাম্যান ৷
আরও পড়ুন : BMC Election Result 2022 : জয়ের পরই মমতা-অভিষেকের বাড়িতে সব্যসাচী
-
Mockery of Democracy in West Bengal !!!
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Results prove that Election process for 4 Municipal Corporations was a farce. pic.twitter.com/KOnG2490M1
">Mockery of Democracy in West Bengal !!!
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 14, 2022
Results prove that Election process for 4 Municipal Corporations was a farce. pic.twitter.com/KOnG2490M1Mockery of Democracy in West Bengal !!!
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 14, 2022
Results prove that Election process for 4 Municipal Corporations was a farce. pic.twitter.com/KOnG2490M1
ওই ভিডিয়োর দ্বিতীয় অংশের শুরুতে লেখা '100 মিটার দৌড়' ৷ এক ব্যক্তি ছুটে পালাচ্ছেন ৷ তার পিছনেও ধাওয়া করছেন সাংবাদিক ৷ এই ভিডিয়োটি শেষ হলে লেখা 'রেসলিং' ৷ সেখানে একটি ভোটকেন্দ্রে কয়েকজনের মধ্যে রীতিমতো বচসা চলছে এবং তা হাতাহাতিতে পৌঁছেছে ৷ শাসকদল শনিবারে চারটি পৌরনিগম নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হয়েছে জানালেও বেশ কিছু জায়গায় ছাপ্পাভোট, রিগিংয়ের অভিযোগ উঠেছিল ৷ প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও ৷
একুশের বিধানসভা নির্বাচনে 77টি আসন দখল করেছিল গেরুয়া শিবির ৷ 12 ফেব্রুয়ারি চারটি পৌরনিগম নির্বাচনে ফলাফলে ধরাশায়ী পদ্মফুল ৷ ফলাফল ঘোষণা বাকি ৷ বোঝাই যাচ্ছে, রাজ্যে একুশের থেকেও খারাপ অবস্থায় পৌঁছেছে পদ্মফুল ৷ এই শোচনীয় পরাজয়ে দলের নেতা-কর্মীদের মনোবল ধরে রাখতে বিরোধী দলনেতার এই টুইট বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন : TMC Wins in Siliguri : শিলিগুড়ি পৌরনিগম তৃণমূলের দখলে