কলকাতা, 27 ডিসেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের বাইরে থাকতে সাহায্য করেছেন রাজীব কুমার ৷ তা না-হলে আজ সুদীপ্ত সেনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলের মধ্যে থাকতেন ৷ তাই মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে রাজ্যের নয়া ডিজি নিযুক্ত করে রিটার্ন গিফট দিয়েছেন ৷ বুধবার বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
নয়া ডিজি রাজীব কুমার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অভিযোগ করে বলেন, "সুদীপ্ত সেনের সল্টলেকের অফিসের সমস্ত সিসিটিভি ফুটেজ এবং তার সব ডিভাইস সব নষ্ট করেছেন রাজীব কুমার ৷ ওই সব ফোন রেকর্ড, ইলেকট্রনিকস প্রমাণ সিবিআই পেলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সুদীপ্ত সেনের সঙ্গে জেলে থাকতেন ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবচেয়ে বড় সুবিধেবাদী, এটা সবাই জানে ৷"
তাই নতুন বছরে এটা রাজীব কুমারকে মুখ্যমন্ত্রীর 'রিটার্ন গিফট' বলে উল্লেখ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷ রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দু'বছর ধরে পড়ে রয়েছে ৷ ভারত সরকারের কাছে বিজেপির আবেদন, অবিলম্বে যেন সেই মামলা পুনর্বিচারের জন্য তোলা হয় ৷ এছাড়াও নির্বাচন কমিশনের নিয়মে লেখা রয়েছে, নির্বাচন কমিশনের আগের ভোটে যে কমিশনারকে সরানো হয়েছিল, দ্বিতীয়বার তাঁকে দ্বায়িত্ব না দিতে ৷ তাই আদর্শ আচরণ বিধি চালু হলে এই ডিজি আর থাকতে পারবেন না বলে জানালেন বিরোধী দলনেতা ৷
এছাড়া বিদায়ী মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্পর্কে শুভেন্দু বলেন, "রাজ্যের মুখ্যসচিব একজন বড় ডাকাত ৷ উনি একজন এই দুর্নীতিগ্রস্ত মানুষ ৷ তিনি তিনটি সরকারি ফ্ল্যাট বা বাংলো ব্যবহার করে 16 লক্ষ টাকা ভাড়া তুলেছেন ৷ তাই আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাব, কারণ তারা এই ক্ষেত্রে এক্সটেনশন দেয়নি ৷"
সদ্য নিযুক্ত মুখ্যসচিব বিপি গোপালিকার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন, "পরিবহণ দফতরে তাঁর সঙ্গে আমি বেশ কিছুদিন কাজ করেছি ৷ এত বড় দুর্নীতিগ্রস্ত আধিকারিক খুঁজে পাওয়া যাবে না ৷ তাঁর পরিবারের এক সদস্য বেআইনিভাবে রাজ্য সড়ক ও হাইওয়ে দফতরের বিশেষ সুবিধা ভোগ করে চলেছেন ৷ সময়মতো সব তথ্য প্রমাণ দেব ৷" বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে 31 ডিসেম্বর ৷ আর তাঁর পর মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেবেন বিপি গোপালিকা ৷ তিনি বর্তমান স্বরাষ্ট্রসচিব ৷ তাই তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়ে চিন্তাভাবনা চলছে ৷
আরও পড়ুন: