ETV Bharat / state

'নতুন বছরে রাজীব কুমারকে মুখ্যমন্ত্রীর রিটার্ন গিফট', ডিজি নিয়োগ নিয়ে কটাক্ষ শুভেন্দুর - Mamata Banerjee

Suvendu Adhikari slams Mamata Banerjee: সারদা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাননি ৷ তাঁকে বাঁচিয়েছেন সদ্য নিযুক্ত ডিজি রাজীব কুমার ৷ তাই নতুন বছরে রাজীব কুমারকে এই উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী ৷

ETV Bharat
রাজীব কুমার ও শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 9:48 PM IST

রাজীব কুমার ও বিপি গোপালিকা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, 27 ডিসেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের বাইরে থাকতে সাহায্য করেছেন রাজীব কুমার ৷ তা না-হলে আজ সুদীপ্ত সেনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলের মধ্যে থাকতেন ৷ তাই মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে রাজ্যের নয়া ডিজি নিযুক্ত করে রিটার্ন গিফট দিয়েছেন ৷ বুধবার বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

নয়া ডিজি রাজীব কুমার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অভিযোগ করে বলেন, "সুদীপ্ত সেনের সল্টলেকের অফিসের সমস্ত সিসিটিভি ফুটেজ এবং তার সব ডিভাইস সব নষ্ট করেছেন রাজীব কুমার ৷ ওই সব ফোন রেকর্ড, ইলেকট্রনিকস প্রমাণ সিবিআই পেলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সুদীপ্ত সেনের সঙ্গে জেলে থাকতেন ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবচেয়ে বড় সুবিধেবাদী, এটা সবাই জানে ৷"

তাই নতুন বছরে এটা রাজীব কুমারকে মুখ্যমন্ত্রীর 'রিটার্ন গিফট' বলে উল্লেখ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷ রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দু'বছর ধরে পড়ে রয়েছে ৷ ভারত সরকারের কাছে বিজেপির আবেদন, অবিলম্বে যেন সেই মামলা পুনর্বিচারের জন্য তোলা হয় ৷ এছাড়াও নির্বাচন কমিশনের নিয়মে লেখা রয়েছে, নির্বাচন কমিশনের আগের ভোটে যে কমিশনারকে সরানো হয়েছিল, দ্বিতীয়বার তাঁকে দ্বায়িত্ব না দিতে ৷ তাই আদর্শ আচরণ বিধি চালু হলে এই ডিজি আর থাকতে পারবেন না বলে জানালেন বিরোধী দলনেতা ৷

এছাড়া বিদায়ী মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্পর্কে শুভেন্দু বলেন, "রাজ্যের মুখ্যসচিব একজন বড় ডাকাত ৷ উনি একজন এই দুর্নীতিগ্রস্ত মানুষ ৷ তিনি তিনটি সরকারি ফ্ল্যাট বা বাংলো ব্যবহার করে 16 লক্ষ টাকা ভাড়া তুলেছেন ৷ তাই আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাব, কারণ তারা এই ক্ষেত্রে এক্সটেনশন দেয়নি ৷"

সদ্য নিযুক্ত মুখ্যসচিব বিপি গোপালিকার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন, "পরিবহণ দফতরে তাঁর সঙ্গে আমি বেশ কিছুদিন কাজ করেছি ৷ এত বড় দুর্নীতিগ্রস্ত আধিকারিক খুঁজে পাওয়া যাবে না ৷ তাঁর পরিবারের এক সদস্য বেআইনিভাবে রাজ্য সড়ক ও হাইওয়ে দফতরের বিশেষ সুবিধা ভোগ করে চলেছেন ৷ সময়মতো সব তথ্য প্রমাণ দেব ৷" বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে 31 ডিসেম্বর ৷ আর তাঁর পর মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেবেন বিপি গোপালিকা ৷ তিনি বর্তমান স্বরাষ্ট্রসচিব ৷ তাই তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়ে চিন্তাভাবনা চলছে ৷

আরও পড়ুন:

  1. রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার এর আগে সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব
  2. পরবর্তী ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা
  3. চন্দ্রকোনা থেকে শুভেন্দুর কটাক্ষ 'ট্যাগ লাইন চোর মমতা', কুণালকে বললেন 'নর্দমার কীট'

রাজীব কুমার ও বিপি গোপালিকা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, 27 ডিসেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের বাইরে থাকতে সাহায্য করেছেন রাজীব কুমার ৷ তা না-হলে আজ সুদীপ্ত সেনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলের মধ্যে থাকতেন ৷ তাই মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে রাজ্যের নয়া ডিজি নিযুক্ত করে রিটার্ন গিফট দিয়েছেন ৷ বুধবার বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

নয়া ডিজি রাজীব কুমার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অভিযোগ করে বলেন, "সুদীপ্ত সেনের সল্টলেকের অফিসের সমস্ত সিসিটিভি ফুটেজ এবং তার সব ডিভাইস সব নষ্ট করেছেন রাজীব কুমার ৷ ওই সব ফোন রেকর্ড, ইলেকট্রনিকস প্রমাণ সিবিআই পেলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সুদীপ্ত সেনের সঙ্গে জেলে থাকতেন ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবচেয়ে বড় সুবিধেবাদী, এটা সবাই জানে ৷"

তাই নতুন বছরে এটা রাজীব কুমারকে মুখ্যমন্ত্রীর 'রিটার্ন গিফট' বলে উল্লেখ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷ রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দু'বছর ধরে পড়ে রয়েছে ৷ ভারত সরকারের কাছে বিজেপির আবেদন, অবিলম্বে যেন সেই মামলা পুনর্বিচারের জন্য তোলা হয় ৷ এছাড়াও নির্বাচন কমিশনের নিয়মে লেখা রয়েছে, নির্বাচন কমিশনের আগের ভোটে যে কমিশনারকে সরানো হয়েছিল, দ্বিতীয়বার তাঁকে দ্বায়িত্ব না দিতে ৷ তাই আদর্শ আচরণ বিধি চালু হলে এই ডিজি আর থাকতে পারবেন না বলে জানালেন বিরোধী দলনেতা ৷

এছাড়া বিদায়ী মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্পর্কে শুভেন্দু বলেন, "রাজ্যের মুখ্যসচিব একজন বড় ডাকাত ৷ উনি একজন এই দুর্নীতিগ্রস্ত মানুষ ৷ তিনি তিনটি সরকারি ফ্ল্যাট বা বাংলো ব্যবহার করে 16 লক্ষ টাকা ভাড়া তুলেছেন ৷ তাই আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাব, কারণ তারা এই ক্ষেত্রে এক্সটেনশন দেয়নি ৷"

সদ্য নিযুক্ত মুখ্যসচিব বিপি গোপালিকার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন, "পরিবহণ দফতরে তাঁর সঙ্গে আমি বেশ কিছুদিন কাজ করেছি ৷ এত বড় দুর্নীতিগ্রস্ত আধিকারিক খুঁজে পাওয়া যাবে না ৷ তাঁর পরিবারের এক সদস্য বেআইনিভাবে রাজ্য সড়ক ও হাইওয়ে দফতরের বিশেষ সুবিধা ভোগ করে চলেছেন ৷ সময়মতো সব তথ্য প্রমাণ দেব ৷" বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে 31 ডিসেম্বর ৷ আর তাঁর পর মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেবেন বিপি গোপালিকা ৷ তিনি বর্তমান স্বরাষ্ট্রসচিব ৷ তাই তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়ে চিন্তাভাবনা চলছে ৷

আরও পড়ুন:

  1. রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার এর আগে সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব
  2. পরবর্তী ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব হচ্ছেন ভগবতী প্রসাদ গোপালিকা
  3. চন্দ্রকোনা থেকে শুভেন্দুর কটাক্ষ 'ট্যাগ লাইন চোর মমতা', কুণালকে বললেন 'নর্দমার কীট'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.