কলকাতা, 8 ফেব্রুয়ারি: ত্রিপুরায় নির্বাচনী প্রচারে গিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সেই নিয়েই মমতার বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মমতার সব কথাই মিথ্যে বলে তিনি দাবি করেছেন ৷ বুধবার এই নিয়ে টুইটও করেন শুভেন্দু ৷ কটাক্ষ করে লেখেন যে মিথ্যাশ্রীর কথা বলতে ভুলে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি মমতাকে মিথ্যাশ্রীর প্রথম প্রাপক হিসেবে উল্লেখ করেছেন ৷
ত্রিপুরায় আগামী 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ সেই ভোটে বিজেপির (BJP) অন্যতম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ৷ তাই গত সোমবার আগরতলায় যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার একটি পদযাত্রা করেন ৷ তার পর নির্বাচনী জনসভা করেন ৷ সেই সভা থেকে তিনি সিপিএম ও বিজেপিকে আক্রমণ করেন ৷ তাঁর সমালোচনা থেকে বাদ যায়নি কংগ্রেসও ৷ ত্রিপুরায় সিপিএম, কংগ্রেস ও বিজেপির সরকার মানুষ দেখেছে ৷ কিন্তু তৃণমূল এবারই প্রথম লড়াইয়ে ৷ তাই মমতাকে তাঁর দলকে একবার সুযোগ দেওয়ার আবেদন করেন ত্রিপুরাবাসীর কাছে ৷
ত্রিপুরার মানুষ তৃণমূলকে জিতিয়ে সরকারে আনলে কী লাভ হবে, সেই ব্যাখ্যাও দেন ঘাসফুলের চেয়ারপার্সন ৷ তখনই তিনি বাংলায় তাঁর সরকারের করা বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন ৷ বাংলার জন্য তাঁর সরকার কী কী উন্নয়ন করেছেন, সেই খতিয়ানও দেন ৷ তিনি দাবি করেন, ত্রিপুরায় তৃণমূলের সরকার হলে বাংলার মতোই উন্নয়ন হবে ৷
-
While blowing her trumpet @MamataOfficial forgot to mention - "Mithya Shree" Award.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A special honour conferred on a reserved category of people - The Tolamulis.
Being the 1st recipient she does justice to the honour she bestowed upon herself, especially during election campaigns. pic.twitter.com/vHh21GFScP
">While blowing her trumpet @MamataOfficial forgot to mention - "Mithya Shree" Award.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 8, 2023
A special honour conferred on a reserved category of people - The Tolamulis.
Being the 1st recipient she does justice to the honour she bestowed upon herself, especially during election campaigns. pic.twitter.com/vHh21GFScPWhile blowing her trumpet @MamataOfficial forgot to mention - "Mithya Shree" Award.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 8, 2023
A special honour conferred on a reserved category of people - The Tolamulis.
Being the 1st recipient she does justice to the honour she bestowed upon herself, especially during election campaigns. pic.twitter.com/vHh21GFScP
মমতার এই বক্তব্যকেই হাতিয়ার করেছেন শুভেন্দু অধিকারী ৷ বুধবার তিনি বক্তব্যের ওই অংশের একটি ভিডিয়ো টুইট করেন ৷ আর সঙ্গে লেখেন, প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাশ্রী প্রকল্পের কথা উল্লেখ করতে ভুলে গিয়েছেন ৷ মিথ্যাশ্রী আবার শুধু তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের দেওয়া হয় বলেও কটাক্ষ করেছে নন্দীগ্রামের বিধায়ক ৷ ইদানীং বিভিন্ন সভা-সমাবেশে তৃণমূলকে ‘তোলামুল’ বলে কটাক্ষ করেন শুভেন্দু ৷ এই টুইটেও তৃণমূল না লিখে ওই শব্দটি লিখেছেন তিনি ৷
একই সঙ্গে মমতাকে কটাক্ষ করে শুভেন্দু মমতাকে মিথ্যাশ্রীর প্রথম প্রাপক বলে উল্লেখ করেছেন ৷ আর নির্বাচনী প্রচারে মমতা সেই পুরস্কারের মর্যাদা রেখেছেন বলেও দাবি করেছেন ৷ অর্থাৎ শুভেন্দু বলতে চেয়েছেন, ত্রিপুরায় নির্বাচনী প্রচারে মমতা যা বলেছেন, সবই অসত্য ৷
আরও পড়ুন: বিজেপি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, সিপিএম কংগ্রেসের বি টিম, ত্রিপুরায় অভিযোগ মমতার