ETV Bharat / state

Suvendu Adhikari: ‘মনরেগা দুর্নীতি’-তে সিবিআই তদন্তের দাবিতে মোদির মন্ত্রীর কাছে যাচ্ছেন শুভেন্দু

Suvendu Adhikari Slams TMC: মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখান থেকে তিনি তৃণমূলের বিরুদ্ধে দিল্লি ধরনা নিয়ে কটাক্ষ করেন ৷ একই সঙ্গে তিনি দাবি করেন যে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তিনি মনরেগা দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি জানাবেন ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 2:05 PM IST

Updated : Oct 3, 2023, 2:34 PM IST

নয়াদিল্লি, 3 অক্টোবর: একশো দিনের কাজের প্রকল্পে বাংলায় দুর্নীতি ইস্যুতে সিবিআই তদন্তের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বসে এই দাবি তুলেছেন তিনি ৷ নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছেন, আজ বিকেলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করে তিনি এই দাবি করবেন ৷

উল্লেখ্য, গতকাল, সোমবার থেকে দিল্লিতে ধরনা-বিক্ষোভ প্রদর্শন করছে তৃণমূল কংগ্রেস ৷ গতকাল রাজঘাটে ধরনা করেছে তারা ৷ আজ, মঙ্গলবার তারা যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে ৷ তাদের দাবি, কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে বঞ্চনামূলক আচরণ করছে ৷ কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখছে ৷

এই নিয়ে এ দিনই নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী ৷ সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর দাবি, একশো দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে ৷ সেই কারণে এক কোটির বেশি জবকার্ড বাতিল হয়েছে ৷ দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি ভুয়ো জবকার্ড পাওয়া গিয়েছে ৷ 1 কোটি জবকার্ড অজ্ঞাত কারণে বাতিল হয়েছে ৷ আবাস যোজনাতেও দুর্নীতি হয়েছে ৷

  • #WATCH | West Bengal LoP & BJP MLA Suvendu Adhikari says, "The manner in which they (TMC) tried to behave with the people at the Raj Ghat yesterday on Gandhi Jayanti - without getting permission from Raj Ghat committee or Delhi Police. For 2.5-3 hours, they harassed people who… pic.twitter.com/v32tBQ101n

    — ANI (@ANI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেন্দু অধিকারী জানান, একশো দিনের কাজের প্রকল্প ও আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তিনি একাধিক কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন ৷ দুর্নীতির নথি দিয়েছেন ৷ তার পর তদন্ত হয়েছে ৷ সেই কারণেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে গিয়েছে বলে তাঁর দাবি ৷

আরও পড়ুন: সিবিআই তদন্তের হুমকি গিরিরাজের, স্বাগত জানিয়ে মন্ত্রীকে পালটা গ্রেফতারির দাবি অভিষেকের

সেই কারণেই এই দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি তুলেছেন তিনি ৷ এই দুর্নীতিকে তিনি স্বাধীনতার পর দেশে সবচেয়ে বড় দুর্নীতি বলে উল্লেখ করেছেন ৷ শুভেন্দু অধিকারীর দাবি, হাজার হাজার পঞ্চায়েত প্রধান, নির্মাণ সহায়ক ও বিডিও-রা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ৷

তাই নন্দীগ্রামের বিধায়কের দাবি, মিথ্যা ও অপপ্রচারমূলক রাজনৈতিক প্রচার তৃণমূলের ৷ লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে মানুষের হারানো ভরসা ফিরিয়ে আনতে তৃণমূল এই ধরনা দিচ্ছে ৷ সেই ধরনা দিতে গিয়ে সোমবার রাজঘাটে তৃণমূল বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু ৷

তিনি বলেন, ‘‘গতকাল গান্ধি জয়ন্তীতে রাজঘাটে যেভাবে তারা (টিএমসি) জনগণের সঙ্গে আচরণ করার চেষ্টা করেছিল - রাজঘাট কমিটি বা দিল্লি পুলিশের অনুমতি ছাড়াই । 2.5-3 ঘণ্টা ধরে, তারা গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে সারা দেশ থেকে আসা লোকদের হয়রানি করেছে...এটি গুন্ডাদের দল ।’’

  • #WATCH | On TMC's protest in Delhi, West Bengal LoP & BJP MLA Suvendu Adhikari says, "...Ahead of Lok Sabha elections, to bring back their slipping public support base in West Bengal, they are doing this political campaign. It is a false, fabricated political campaign by the… pic.twitter.com/qAg111sYZh

    — ANI (@ANI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর আরও দাবি, বাংলার জন্য কোনও উন্নয়নের কাজ না করে দুর্নীতি ঢাকতেই তৃণমূল পরিবারতন্ত্র, দুর্নীতি ও তোষণের ‘ইন্ডিয়া’ জোটের অংশ হয়েছে ৷ এই সূত্রে তিনি বাংলার কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধেও তোপ দেগেছেন ৷ বিরোধী দলনেতার বক্তব্য, 2011 সালের পর থেকে বিরোধী ছিল কংগ্রেস ও সিপিএম ৷ সেটা সেটিং বিরোধী ছিল, তাই এত দুর্নীতি হয়েছে ৷ কিন্তু এখন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করবে, সেখানেই বিজেপি লড়াই করবে ৷

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার দাবি করেছেন, কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বাংলায় দুর্নীতি হয়ে থাকলে, তা নিয়ে সিবিআই তদন্ত হোক ৷ এই নিয়ে এ দিন শুভেন্দু অধিকারীর কটাক্ষ, এই বিষয়টি সংবাদমাধ্যমের সামনে না বলে অভিষেকের উচিত আদালতের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্ত চাওয়া ৷

আরও পড়ুন: মনরেগায় গরিবদের অর্থ লুট করেছে মমতার সরকার, অভিযোগ গিরিরাজের

নয়াদিল্লি, 3 অক্টোবর: একশো দিনের কাজের প্রকল্পে বাংলায় দুর্নীতি ইস্যুতে সিবিআই তদন্তের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে বসে এই দাবি তুলেছেন তিনি ৷ নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছেন, আজ বিকেলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করে তিনি এই দাবি করবেন ৷

উল্লেখ্য, গতকাল, সোমবার থেকে দিল্লিতে ধরনা-বিক্ষোভ প্রদর্শন করছে তৃণমূল কংগ্রেস ৷ গতকাল রাজঘাটে ধরনা করেছে তারা ৷ আজ, মঙ্গলবার তারা যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে ৷ তাদের দাবি, কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে বঞ্চনামূলক আচরণ করছে ৷ কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখছে ৷

এই নিয়ে এ দিনই নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী ৷ সেই সাংবাদিক বৈঠক থেকে তিনি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর দাবি, একশো দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে ৷ সেই কারণে এক কোটির বেশি জবকার্ড বাতিল হয়েছে ৷ দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি ভুয়ো জবকার্ড পাওয়া গিয়েছে ৷ 1 কোটি জবকার্ড অজ্ঞাত কারণে বাতিল হয়েছে ৷ আবাস যোজনাতেও দুর্নীতি হয়েছে ৷

  • #WATCH | West Bengal LoP & BJP MLA Suvendu Adhikari says, "The manner in which they (TMC) tried to behave with the people at the Raj Ghat yesterday on Gandhi Jayanti - without getting permission from Raj Ghat committee or Delhi Police. For 2.5-3 hours, they harassed people who… pic.twitter.com/v32tBQ101n

    — ANI (@ANI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেন্দু অধিকারী জানান, একশো দিনের কাজের প্রকল্প ও আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তিনি একাধিক কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন ৷ দুর্নীতির নথি দিয়েছেন ৷ তার পর তদন্ত হয়েছে ৷ সেই কারণেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে গিয়েছে বলে তাঁর দাবি ৷

আরও পড়ুন: সিবিআই তদন্তের হুমকি গিরিরাজের, স্বাগত জানিয়ে মন্ত্রীকে পালটা গ্রেফতারির দাবি অভিষেকের

সেই কারণেই এই দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি তুলেছেন তিনি ৷ এই দুর্নীতিকে তিনি স্বাধীনতার পর দেশে সবচেয়ে বড় দুর্নীতি বলে উল্লেখ করেছেন ৷ শুভেন্দু অধিকারীর দাবি, হাজার হাজার পঞ্চায়েত প্রধান, নির্মাণ সহায়ক ও বিডিও-রা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ৷

তাই নন্দীগ্রামের বিধায়কের দাবি, মিথ্যা ও অপপ্রচারমূলক রাজনৈতিক প্রচার তৃণমূলের ৷ লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে মানুষের হারানো ভরসা ফিরিয়ে আনতে তৃণমূল এই ধরনা দিচ্ছে ৷ সেই ধরনা দিতে গিয়ে সোমবার রাজঘাটে তৃণমূল বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু ৷

তিনি বলেন, ‘‘গতকাল গান্ধি জয়ন্তীতে রাজঘাটে যেভাবে তারা (টিএমসি) জনগণের সঙ্গে আচরণ করার চেষ্টা করেছিল - রাজঘাট কমিটি বা দিল্লি পুলিশের অনুমতি ছাড়াই । 2.5-3 ঘণ্টা ধরে, তারা গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে সারা দেশ থেকে আসা লোকদের হয়রানি করেছে...এটি গুন্ডাদের দল ।’’

  • #WATCH | On TMC's protest in Delhi, West Bengal LoP & BJP MLA Suvendu Adhikari says, "...Ahead of Lok Sabha elections, to bring back their slipping public support base in West Bengal, they are doing this political campaign. It is a false, fabricated political campaign by the… pic.twitter.com/qAg111sYZh

    — ANI (@ANI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর আরও দাবি, বাংলার জন্য কোনও উন্নয়নের কাজ না করে দুর্নীতি ঢাকতেই তৃণমূল পরিবারতন্ত্র, দুর্নীতি ও তোষণের ‘ইন্ডিয়া’ জোটের অংশ হয়েছে ৷ এই সূত্রে তিনি বাংলার কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধেও তোপ দেগেছেন ৷ বিরোধী দলনেতার বক্তব্য, 2011 সালের পর থেকে বিরোধী ছিল কংগ্রেস ও সিপিএম ৷ সেটা সেটিং বিরোধী ছিল, তাই এত দুর্নীতি হয়েছে ৷ কিন্তু এখন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করবে, সেখানেই বিজেপি লড়াই করবে ৷

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার দাবি করেছেন, কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বাংলায় দুর্নীতি হয়ে থাকলে, তা নিয়ে সিবিআই তদন্ত হোক ৷ এই নিয়ে এ দিন শুভেন্দু অধিকারীর কটাক্ষ, এই বিষয়টি সংবাদমাধ্যমের সামনে না বলে অভিষেকের উচিত আদালতের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্ত চাওয়া ৷

আরও পড়ুন: মনরেগায় গরিবদের অর্থ লুট করেছে মমতার সরকার, অভিযোগ গিরিরাজের

Last Updated : Oct 3, 2023, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.