কলকাতা, 20 ডিসেম্বর: আগামী 24 ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি জানান, অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে থাকা সাধু-সন্তদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ থাকার জন্য 24 ডিসেম্বরের গীতাপাঠের অনুষ্ঠানে থাকতে পারছেন না প্রধানমন্ত্রী ৷ এরপর শুভেন্দু এও জানান, এই খবর তিনি সাধু-সন্তদের কাছ থেকেই জানতে পেরেছেন ৷ সরাসরি কোনও কিছুই তাঁর জানা ছিল না ৷
এমনিতেই 24 ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান নিয়ে আগে থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছিল ৷ এছাড়াও আগামী বছরের শুরুতেই রাম মন্দির উদ্বোধন রয়েছে। যদিও আয়োজকদের দাবি, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন ৷ প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার খবর প্রকাশ্যে আসার পর অনুষ্ঠান ঘিরে জল্পনা আরও বড় আকার নেয়। রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, এই কর্মসূচিটি যদি ধর্মীয় হয় তবে তাতে প্রধানমন্ত্রীর থাকার কথা হচ্ছে কেন? পাশপাাশি রাজনৈতিক দল হিসেবে এই সভায় বিজেপির ভূমিকা কী হবে তা নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। তবে নন্দীগ্রামের বিধায়কের বক্তব্য সেই জল্পনায় ইতি টেনেছে।
এনিয়ে অবশ্য শুভেন্দু অধিকারী বলেন, "আমরা সনাতন ধর্মে বিশ্বাসী ৷ আমি যদি সেদিন অনুষ্ঠানে যাই তাহলে হয় স্বেচ্ছাসেবকের কাজ করব নয়তো মঞ্চের নীচে বসে গীতাপাঠে অংশ নেব ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বিশেষ কাজ থাকার জন্য তিনি আসতে পারছেন না ৷ এই খবর আমি সাধু-সন্তদের কাছ থেকেই জানতে পেরেছি ৷ আমি বা সুকান্তবাবু (রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার) এ নিয়ে সরাসরি কিছুই জানি না ৷ প্রধানমন্ত্রী চান অনুষ্ঠানে কোনও খামতি যেন না-হয় ৷ গীতাপাঠ ভালোভাবেই হবে, আনন্দের সঙ্গে হবে ৷ লক্ষ মানুষের উপস্থিতিতেই হবে ৷"
উল্লেখ্য, 24 ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করেছে একাধিক সংগঠন ৷ গীতাপাঠের আয়োজনে রয়েছে অখিল ভারতীয় সংসকৃত পরিষদ, সংস্কৃত সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম-সহ একাধিক সংগঠন। গীতা জয়ন্তী উপলক্ষে, গত বছর মায়াপুরের ইসকনে 5 হাজার মানুষকে নিয়ে গীতাপাঠের অনুষ্ঠান হয়েছিল। সেখানেই জানানো হয়েছিল 2023 সালের 24 ডিসেম্বর গীতাপাঠ অনুষ্ঠানের কথা ৷ লোকসভা ভোটের আগে এবার সেই অনুষ্ঠানই হচ্ছে ব্রিগেডে।
আরও পড়ুন: