কলকাতা, 31 মে: কোচবিহার থেকে কাকদ্বীপ, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই কর্মসূচিতে অভিষেকের নিরাপত্তায় নিযুক্ত পুলিশ কর্মীর সংখ্যা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী ৷ কেন এত পুলিশ কর্মী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিরাপত্তার জন্য নিযুক্ত করা হবে, সেই প্রশ্ন তুলে বুধবার টুইট করেছেন বিরোধী দলনেতা ৷
টুইটের শুরুতে তিনি উল্লেখ করেছেন এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের কথা ৷ এসপিজি দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় ৷ শুভেন্দু লিখেছেন, ‘‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ভারতের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয় । দেশের কোনও ব্যক্তির জন্য বরাদ্দ সর্বোচ্চ স্তরের নিরাপত্তা কভার এটাই । ঠিক তো ? ভুল ৷’’
এর পরই বিজেপির এই নেতা অভিষেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ অভিষেকের জন্য যাঁরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাঁদের কটাক্ষ করে ‘ভাইপো প্রোটেকশন গ্রুপ’ হিসেবে উল্লেখ করেছেন ৷ তার পর টুইটে তিনি দাবি করেছেন, অভিষেকের নিরাপত্তার জন্য একদিনে 2245 জন পুলিশ কর্মীকে নিযুক্ত করা হয়েছে ৷ বিরোধী দলনেতার কটাক্ষ, ‘‘বিশ্বের রাষ্ট্রপ্রধানদের জন্য করা নিরাপত্তা ব্যবস্থা এর তুলনায় ফ্যাকাশে দেখাবে ।’’
-
The Special Protection Group (SPG) provides security to the PM of India.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Must be the highest level of Security Cover allocated to any person in the country. Right?
WRONG.
Check out the Bhaipo Protection Group.
2245 Police Personnel deployed in a single day (today) to protect… pic.twitter.com/n5DEHgb3tE
">The Special Protection Group (SPG) provides security to the PM of India.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 31, 2023
Must be the highest level of Security Cover allocated to any person in the country. Right?
WRONG.
Check out the Bhaipo Protection Group.
2245 Police Personnel deployed in a single day (today) to protect… pic.twitter.com/n5DEHgb3tEThe Special Protection Group (SPG) provides security to the PM of India.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 31, 2023
Must be the highest level of Security Cover allocated to any person in the country. Right?
WRONG.
Check out the Bhaipo Protection Group.
2245 Police Personnel deployed in a single day (today) to protect… pic.twitter.com/n5DEHgb3tE
তবে কোথাও শুভেন্দু অভিষেকের নাম উল্লেখ করেননি ৷ কিন্তু তাঁর নিশানা যে তৃণমূল কংগ্রেসের এই তরুণ তুর্কির দিকে, তা বোঝাতে টুইটে মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো বলে উল্লেখ করেছেন ৷ আর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন ৷ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার স্বরাষ্ট্র তথা পুলিশ মন্ত্রী ৷
আরও পড়ুন: ইটাহারে জাতীয় সড়কে সভা, অভিষেকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা শুভেন্দুর
এখানেই থামেননি বিরোধী দলনেতা ৷ একাধিক বাজি কারখানায় বাজি কারখানায় বিস্ফোরণ ও তাতে মৃত্যুর কথা উল্লেখ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে । নারী নির্যাতন বেড়েছে ৷ তার পরও দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় ফাঁকা করে পুলিশ কর্মীরা একজন ব্যক্তির পাহারার দায়িত্বে রয়েছেন, যিনি রাজনৈতিক সফরে বেরিয়েছেন ।
এর পর এই নিয়ে স্বরাষ্ট্র তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধী দলনেতা ৷ তাঁর অভিযোগ, স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের জন্য মাথা ঘামায় না । তাদের অগ্রাধিকার মাত্র একজন ব্যক্তি । সাধারণ মানুষ কোনোরকম নিরাপত্তা ছাড়া খারাপ কিছু ঘটার আশঙ্কায় দিন কাটাচ্ছেন ৷
টুইটের সঙ্গে কিছু নথির ছবি দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে অভিষেকের নিরাপত্তায় নিযুক্ত পুলিশ কর্মীর সংখ্যা রয়েছে ৷ কিছু সরকারি নথি রয়েছে ৷ সরকারি আধিকারিকদের জন্য করণীয় কী কী, তার নির্দেশিকার নথিও তিনি দিয়েছেন টুইটের সঙ্গে ৷ সবমিলিয়ে শুভেন্দুর অভিযোগ, সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে তৃণমূলের এই রাজনৈতিক কর্মসূচি করছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের অভিষেকের রাজনৈতিক কাজে ব্যবহার করছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর
এদিকে এই নিয়ে পালটা শুভেন্দু অধিকারীর সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "ন্যায্য কারণে নিরাপত্তা পান অভিষেক । অতিরিক্ত মানুষ যেখানে, সেখানে নিরাপত্তা বেশি থাকবে এটাই স্বাভাবিক । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষ দেখতে যাচ্ছেন । তাই সাধারণ মানুষের নিরাপত্তা দিতে বাধ্য পুলিশ । আপনাদের কেউ দেখতে যায় না । তাই হিংসায় জ্বলে পুড়ে এইসব কথা বলছেন শুভেন্দু অধিকারী । অবান্তর কথা বলছেন শুভেন্দু অধিকারী । থানায় ফোর্স রয়েছে ।"