কলকাতা, 19 এপ্রিল: দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার কিছুক্ষণ পর পালটা টুইট করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা ৷ লিখলেন, ‘‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা !’’
মমতা ও শুভেন্দুর মধ্যে এই রাজনৈতিক বাকযুদ্ধের পটভূমি তৈরি হয়েছিল মঙ্গলবার ৷ ওইদিন বিরোধী দলনেতা দাবি করেন, জাতীয় দলের তকমা বাঁচাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চারবার ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার সকালে এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি শুভেন্দুর দাবিকে ডাহা মিথ্যে বলে পালটা দাবি করেন ৷
তার পর নবান্নে সাংবাদিক বৈঠকে এই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে শুভেন্দুকে কিম্ভুত কিমাকার বলেও কটাক্ষ করেন মমতা ৷ পাশাপাশি চ্যালেঞ্জ করেন যে এই নিয়ে অমিত শাহকে যে তিনি ফোন করেছেন, তা প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন ৷ স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে হইচই পড়ে রাজ্য রাজনীতিতে ৷
কিছুক্ষণ পরই পালটা টুইট করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি লিখেছেন, ‘‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা !’’ একই সঙ্গে তাঁকে নাম না করে ‘কিম্ভুত কিমাকার’ বলার বিষয়টি লজ্জাজনকও বলেছেন শুভেন্দু ৷ তাঁর দাবি, এই ধরনের মন্তব্য এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কেও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি তিনি দাবি করেছেন, দিল্লিতে একটি ল্যান্ডলাইন ফোন থেকে ফোন করা হয়েছিল ৷ সেই ফোনের নম্বরও তিনি সময় এলে প্রকাশ করবেন ৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, আগামিকাল এর জবাব দেবেন তিনি ৷ সেই পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন ৷
-
Yeh Darr Mujhe Achha Laga !
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Shameful that you used the same demeaning words "Kimbhut Kimakar" in my reference as you had earlier used in regards to Hon'ble PM.
For making the call to Delhi, you used a landline. I'd expose you in due time.
Wait for my befitting reply tomorrow.
">Yeh Darr Mujhe Achha Laga !
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 19, 2023
Shameful that you used the same demeaning words "Kimbhut Kimakar" in my reference as you had earlier used in regards to Hon'ble PM.
For making the call to Delhi, you used a landline. I'd expose you in due time.
Wait for my befitting reply tomorrow.Yeh Darr Mujhe Achha Laga !
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 19, 2023
Shameful that you used the same demeaning words "Kimbhut Kimakar" in my reference as you had earlier used in regards to Hon'ble PM.
For making the call to Delhi, you used a landline. I'd expose you in due time.
Wait for my befitting reply tomorrow.
যদিও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এই নিয়ে শুভেন্দু অধিকারী ও অমিত শাহকে মানহানির চিঠি পাঠিয়েছে ৷ এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে ৷ সেই চিঠি টুইট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘‘আদালতে দেখা হবে ৷’’
-
.@AmitShah & @SuvenduWB, SEE YOU IN COURT! https://t.co/NgGcvJq0Pa pic.twitter.com/YKsHyVVme4
— All India Trinamool Congress (@AITCofficial) April 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@AmitShah & @SuvenduWB, SEE YOU IN COURT! https://t.co/NgGcvJq0Pa pic.twitter.com/YKsHyVVme4
— All India Trinamool Congress (@AITCofficial) April 19, 2023.@AmitShah & @SuvenduWB, SEE YOU IN COURT! https://t.co/NgGcvJq0Pa pic.twitter.com/YKsHyVVme4
— All India Trinamool Congress (@AITCofficial) April 19, 2023
আরও পড়ুন: শাহকে ফোনের প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের চ্যালেঞ্জ মমতার