ETV Bharat / state

Duttapukur Blast: দত্তপুকুর বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari files PIL in Calcutta High Court on Duttapukur Blast: গতকাল, রবিবার উত্তর 24 পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ অন্তত 8 জনের মৃত্যু হয় ৷ সেই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আগামিকাল, মঙ্গলবার শুনানি হতে পারে এই মামলার ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 12:33 PM IST

কলকাতা, 28 অগস্ট: দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় আদালতের দারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর বক্তব্য, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে । বিস্ফোরণে মৃত্যু হয়েছে অনেকের ৷ তাই এই ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে তাঁর তরফে । জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছেন আইনজীবী ।

আদালতে করা আবেদনে শুভেন্দু অধিকারীর তরফে জানানো হয়েছে যে বহু ক্ষেত্রে এনআইএ-র হাতে তদন্তভার গেলেও রাজ্যের তরফ থেকে অসহোযোগিতা করা হয়েছে ৷ তাই আদালতের নজরদারিতে তদন্ত হোক ৷ আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার ।

পাশাপাশি, দত্তপুকুরে কারখানায় বিস্ফোরণের ঘটনায় জনস্বার্থ মামলা করেছেন বিজেপির আরেক নেতা রাজর্ষি লাহিড়ি । মামলার আবেদনে তাঁর দাবি, রাজ্যের মদতেই এই ধরনের বেআইনি বাজি কারখানা গজিয়ে উঠছে । রবিবারের ঘটনার কেন্দ্রীয় সংস্থা দ্বারা নিরপেক্ষ তদন্ত প্রয়োজন ৷ তাছাড়া বাজি কারখানার লাইসেন্স কে বা কারা দেয়, তাও সামনে আসা জরুরি ৷

উল্লেখ্য, রবিবার সকাল 10টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যায় উত্তর 24 পরগনার বারাসতের নীলগঞ্জ এলাকায় ৷ সেখানে খুদে নামের এক বাজি ব্যবসায়ীর কারখানায় এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে ৷ উড়ে যায় তাঁর কারখানার ছাদ৷ চতুর্দিকে ছড়িয়ে যায় বারুদ-সহ বাজি বানানোর অন্যান্য সরঞ্জাম ৷ এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে বলে খবর । এত জোরে বিস্ফোরণ হয় যে মৃতদেহ পাশের বাড়ির ছাদে উঠে যায় । কারখানার পাশে বেশ কয়েকটি বাড়িতে শিশুরাও ছিল বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুন: দত্তপুকুরের বিস্ফোরণে শাহকে চিঠি সুকান্ত'র, এনআইএ চাইলেন শুভেন্দু

এর আগে এগরাতেও বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল । কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হলে প্রধান বিচারপতি বিস্ফোরণের তীব্রতা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন ।

কলকাতা, 28 অগস্ট: দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় আদালতের দারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তাঁর বক্তব্য, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে । বিস্ফোরণে মৃত্যু হয়েছে অনেকের ৷ তাই এই ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে তাঁর তরফে । জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছেন আইনজীবী ।

আদালতে করা আবেদনে শুভেন্দু অধিকারীর তরফে জানানো হয়েছে যে বহু ক্ষেত্রে এনআইএ-র হাতে তদন্তভার গেলেও রাজ্যের তরফ থেকে অসহোযোগিতা করা হয়েছে ৷ তাই আদালতের নজরদারিতে তদন্ত হোক ৷ আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার ।

পাশাপাশি, দত্তপুকুরে কারখানায় বিস্ফোরণের ঘটনায় জনস্বার্থ মামলা করেছেন বিজেপির আরেক নেতা রাজর্ষি লাহিড়ি । মামলার আবেদনে তাঁর দাবি, রাজ্যের মদতেই এই ধরনের বেআইনি বাজি কারখানা গজিয়ে উঠছে । রবিবারের ঘটনার কেন্দ্রীয় সংস্থা দ্বারা নিরপেক্ষ তদন্ত প্রয়োজন ৷ তাছাড়া বাজি কারখানার লাইসেন্স কে বা কারা দেয়, তাও সামনে আসা জরুরি ৷

উল্লেখ্য, রবিবার সকাল 10টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যায় উত্তর 24 পরগনার বারাসতের নীলগঞ্জ এলাকায় ৷ সেখানে খুদে নামের এক বাজি ব্যবসায়ীর কারখানায় এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে ৷ উড়ে যায় তাঁর কারখানার ছাদ৷ চতুর্দিকে ছড়িয়ে যায় বারুদ-সহ বাজি বানানোর অন্যান্য সরঞ্জাম ৷ এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে বলে খবর । এত জোরে বিস্ফোরণ হয় যে মৃতদেহ পাশের বাড়ির ছাদে উঠে যায় । কারখানার পাশে বেশ কয়েকটি বাড়িতে শিশুরাও ছিল বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুন: দত্তপুকুরের বিস্ফোরণে শাহকে চিঠি সুকান্ত'র, এনআইএ চাইলেন শুভেন্দু

এর আগে এগরাতেও বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল । কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হলে প্রধান বিচারপতি বিস্ফোরণের তীব্রতা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.