ETV Bharat / state

Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর - তোলাবাজি

মুম্বইয়ের (Mumbai) এক ব্যবসায়ীর কাছ থেকে জোর টাকা আদায় করেছেন সিআইডির (CID) কয়েকজন আধিকারিক ৷ শুক্রবার এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এই নিয়ে মুম্বইয়ে অভিযোগও দায়ের হয়েছে বলে দাবি নন্দীগ্রামের বিধায়কের ৷

Suvendu Adhikari claims FIR filed against CID officers for Extortion from Mumbai Based Businessman
Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর
author img

By

Published : Nov 18, 2022, 4:04 PM IST

কলকাতা, 18 নভেম্বর: পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) বিরুদ্ধে প্রায়ই শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হয়ে কাজ করার অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এবার তাঁর নিশানায় পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ শুক্রবার দুপুরে একাধিক টুইট করে তিনি সিআইডির (CID) কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ‘তোলাবাজি’র (Extortion) অভিযোগ করেছেন ৷ তবে তাঁর দাবি, সংবাদমাধ্যম থেকেই তিনি বিষয়টি জেনেছেন ৷

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে নন্দীগ্রামের বিধায়ক দাবি করেছেন, পশ্চিমবঙ্গ সিআইডির অফিসার রাজর্ষি বন্দ্যোপাধ্য়ায় ও একাধিক আধিকারিকের বিরুদ্ধে মুম্বইতে জোর করে অর্থ আদায় করেছেন ৷ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে ৷

Suvendu Adhikari claims FIR filed against CID officers for Extortion from Mumbai Based Businessman
Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর

তাঁর আরও দাবি, মুম্বইয়ের (Mumbai) এক ব্যবসায়ী এই অভিযোগ করেছেন ৷ ওই ব্যবসায়ীর নাম জিতেন্দ্র নভলানি ৷ তিনি (জিতেন্দ্র) মুম্বইয়ের ওরলি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ ওই ব্যবসায়ীর অভিযোগে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের তিন পুলিশ আধিকারিক তাঁর (জিতেন্দ্র) থেকে জোর করে টাকা আদায় করেছেন ৷ টুইটে শুভেন্দু জানিয়েছেন যে ওই ব্যবসায়ী অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ও এডিজির পদমর্যাদার আধিকারিকরা জড়িত বলেও উল্লেখ করেছেন ৷

Suvendu Adhikari claims FIR filed against CID officers for Extortion from Mumbai Based Businessman
Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর

শুভেন্দুর দাবি, অভিযোগে ওই ব্যবসায়ী জানিয়েছেন যে গত 24 জুলাই তাঁর স্ত্রী ভূমিকা দুবাই থেকে ফিরছিলেন ৷ সেই সময় তাঁর স্ত্রীকে মুম্বই বিমানবন্দরে আটকানো হয় কলকাতা পুলিশের তরফে জারি করা লুক আউট নোটিশের ভিত্তিতে ৷ পরেরদিন মুম্বই পৌঁছান সিআইডি অফিসার রাজর্ষি বন্দ্যোপাধ্যায় ৷ তিনি (রাজর্ষি) ওই মহিলাকে শহর থানায় ৷

Suvendu Adhikari claims FIR filed against CID officers for Extortion from Mumbai Based Businessman
Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর

শুভেন্দুর টুইট অনুযায়ী, ওই ব্যবসায়ী নভলানির অভিযোগ, ওই সিআইডি অফিসার 10 কোটি টাকা দাবি করেন ৷ না দিলে কলকাতা নিয়ে গিয়ে গ্রেফতার করার হুঁশিয়ারি দেন ৷ ফোনে পশ্চিমবঙ্গ পুলিশের এক সিনিয়র আধিকারিকের সঙ্গেও তাঁর কথা হয় ৷ তিনিও 10 কোটি টাকা দাবি করেন ৷

Suvendu Adhikari claims FIR filed against CID officers for Extortion from Mumbai Based Businessman
Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর

পরে ওরলির একটি হোটেলে দেখা করে রাজর্ষি ওই ব্যবসায়ীর বন্ধু গৌরব সেহগলকে জানান জানান যে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ও এডিজির পদমর্যাদার আধিকারিকদের নির্দেশেই তিনি এই কাজ করছেন ৷

Suvendu Adhikari claims FIR filed against CID officers for Extortion from Mumbai Based Businessman
Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর

সিআইডি আধিকারিকদের এমন গুরুতর অভিযোগ ওঠায় হইচই পড়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে সরকারি তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

আরও পড়ুন: হোয়াটস অ্যাপে কুরুচিকর মন্তব্য, পুলিশে অভিযোগ শুভেন্দুর

কলকাতা, 18 নভেম্বর: পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) বিরুদ্ধে প্রায়ই শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হয়ে কাজ করার অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এবার তাঁর নিশানায় পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ শুক্রবার দুপুরে একাধিক টুইট করে তিনি সিআইডির (CID) কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ‘তোলাবাজি’র (Extortion) অভিযোগ করেছেন ৷ তবে তাঁর দাবি, সংবাদমাধ্যম থেকেই তিনি বিষয়টি জেনেছেন ৷

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে নন্দীগ্রামের বিধায়ক দাবি করেছেন, পশ্চিমবঙ্গ সিআইডির অফিসার রাজর্ষি বন্দ্যোপাধ্য়ায় ও একাধিক আধিকারিকের বিরুদ্ধে মুম্বইতে জোর করে অর্থ আদায় করেছেন ৷ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে ৷

Suvendu Adhikari claims FIR filed against CID officers for Extortion from Mumbai Based Businessman
Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর

তাঁর আরও দাবি, মুম্বইয়ের (Mumbai) এক ব্যবসায়ী এই অভিযোগ করেছেন ৷ ওই ব্যবসায়ীর নাম জিতেন্দ্র নভলানি ৷ তিনি (জিতেন্দ্র) মুম্বইয়ের ওরলি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ ওই ব্যবসায়ীর অভিযোগে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের তিন পুলিশ আধিকারিক তাঁর (জিতেন্দ্র) থেকে জোর করে টাকা আদায় করেছেন ৷ টুইটে শুভেন্দু জানিয়েছেন যে ওই ব্যবসায়ী অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ও এডিজির পদমর্যাদার আধিকারিকরা জড়িত বলেও উল্লেখ করেছেন ৷

Suvendu Adhikari claims FIR filed against CID officers for Extortion from Mumbai Based Businessman
Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর

শুভেন্দুর দাবি, অভিযোগে ওই ব্যবসায়ী জানিয়েছেন যে গত 24 জুলাই তাঁর স্ত্রী ভূমিকা দুবাই থেকে ফিরছিলেন ৷ সেই সময় তাঁর স্ত্রীকে মুম্বই বিমানবন্দরে আটকানো হয় কলকাতা পুলিশের তরফে জারি করা লুক আউট নোটিশের ভিত্তিতে ৷ পরেরদিন মুম্বই পৌঁছান সিআইডি অফিসার রাজর্ষি বন্দ্যোপাধ্যায় ৷ তিনি (রাজর্ষি) ওই মহিলাকে শহর থানায় ৷

Suvendu Adhikari claims FIR filed against CID officers for Extortion from Mumbai Based Businessman
Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর

শুভেন্দুর টুইট অনুযায়ী, ওই ব্যবসায়ী নভলানির অভিযোগ, ওই সিআইডি অফিসার 10 কোটি টাকা দাবি করেন ৷ না দিলে কলকাতা নিয়ে গিয়ে গ্রেফতার করার হুঁশিয়ারি দেন ৷ ফোনে পশ্চিমবঙ্গ পুলিশের এক সিনিয়র আধিকারিকের সঙ্গেও তাঁর কথা হয় ৷ তিনিও 10 কোটি টাকা দাবি করেন ৷

Suvendu Adhikari claims FIR filed against CID officers for Extortion from Mumbai Based Businessman
Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর

পরে ওরলির একটি হোটেলে দেখা করে রাজর্ষি ওই ব্যবসায়ীর বন্ধু গৌরব সেহগলকে জানান জানান যে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ও এডিজির পদমর্যাদার আধিকারিকদের নির্দেশেই তিনি এই কাজ করছেন ৷

Suvendu Adhikari claims FIR filed against CID officers for Extortion from Mumbai Based Businessman
Suvendu Adhikari: জোর করে অর্থ আদায়ে সিআইডি আধিকারিকদের বিরুদ্ধে মুম্বইয়ে এফআইআর, অভিযোগ শুভেন্দুর

সিআইডি আধিকারিকদের এমন গুরুতর অভিযোগ ওঠায় হইচই পড়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে সরকারি তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

আরও পড়ুন: হোয়াটস অ্যাপে কুরুচিকর মন্তব্য, পুলিশে অভিযোগ শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.