কলকাতা, 10 নভেম্বর: রাজ্যে বিডিও নিয়োগ নিয়েও এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই রাজ্য সরকারের কাছে তথ্যের অধিকার আইনে যে আবেদন করেছিলেন তিনি, তার সদুত্তর না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু ৷ শুক্রবার এই নিয়ে এক্স হ্যান্ডেলে (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) একটি পোস্ট করেন বিরোধী দলনেতা ৷ সেই পোস্টেই তিনি এই কথা জানিয়েছেন ৷
ওই পোস্টে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গত 28 জুলাই তথ্যের অধিকার আইনে তিনি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে একটি আবেদন পাঠান ৷ ওই আবেদনে তিনি গত 5 থেকে 7 বছরে এই রাজ্যে বিডিও-দের নিয়োগের বিষয়ে তথ্য জানতে চান ৷
-
On the 28th of July, 2023, I sent an Application to The State Public Information Officer; West Bengal Public Service Commission, under Section 6 of the Right to Information Act, 2005 seeking details regarding the recruitment process of the BDOs in the last 5-7 years.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Though a… https://t.co/B4R0C1BpxH pic.twitter.com/lVLw0jT2yl
">On the 28th of July, 2023, I sent an Application to The State Public Information Officer; West Bengal Public Service Commission, under Section 6 of the Right to Information Act, 2005 seeking details regarding the recruitment process of the BDOs in the last 5-7 years.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 10, 2023
Though a… https://t.co/B4R0C1BpxH pic.twitter.com/lVLw0jT2ylOn the 28th of July, 2023, I sent an Application to The State Public Information Officer; West Bengal Public Service Commission, under Section 6 of the Right to Information Act, 2005 seeking details regarding the recruitment process of the BDOs in the last 5-7 years.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 10, 2023
Though a… https://t.co/B4R0C1BpxH pic.twitter.com/lVLw0jT2yl
বিরোধী দলনেতা ওই পোস্টে আরও জানিয়েছেন, তাঁকে রাজ্য সরকারের তরফে উত্তর দেওয়া হয় ৷ কিন্তু তিনি যা যা জানতে চেয়েছিলেন, সেই বিষয়ে পুরো উত্তর দেওয়া হয়নি ৷ পরে এই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানানো হয় ৷ তার পর দু’মাস কেটে গিয়েছে ৷ তার পরও কোনও উত্তর আসেনি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পাবলিক ইনফরমেশন অফিসারের কাছ থেকে ৷
তাই এই নিয়ে তিনি আবার চিঠি পাঠিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৷ সেখানে তিনি মনে করিয়ে দিয়েছেন যে তাঁকে যে তথ্য দেওয়ার কথা ছিল, তা আসেনি ৷ এবারও উত্তর না পেলে আদালতে যাবেন বিরোধী দলনেতা জানিয়েছেন ৷ ওই পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘এর পরেও যদি কাঙ্খিত সাড়া না পাওয়া যায়, তাহলে আদালতের শরণাপন্ন হওয়া ছাড়া আমার আর কোনও উপায় থাকবে না ।’’
আরও পড়ুন: