ETV Bharat / state

Suvendu Adhikari at DA Agitation: লড়াই চালিয়ে যান, আপনাদের জয় হবেই ! ডিএ মঞ্চে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

বৃহস্পতিবার সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনস্থলে এলেন শুভেন্দু অধিকারী ৷ দিলেন আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা ৷ চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর দল ও সরকারকে ৷

suvendhu adhikari at da dharna moncho
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 30, 2023, 7:20 PM IST

Updated : Mar 30, 2023, 8:35 PM IST

শুভেন্দুর তোপ

কলকাতা, 30 মার্চ: "বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে আপনারা যে লড়াই শুরু করেছেন, তাতে আপনাদের জয় হবেই ! আপানাদের প্রাপ্য টাকা সরকারকে দিতেই হবে ৷" বৃহস্পতিবার ধর্মতলা চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ ধরনায় উপস্থিত হয়ে একথা বললেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একইসঙ্গে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করলেন রাজ্যের সরকার ও শাসকদলকে ৷

উল্লেখ্য, সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, সরকারি প্রতিষ্ঠানগুলিতে পড়ে থাকা শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ-সহ একগুচ্ছ দাবিতে এদিন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে রাজ্য সরকারি কর্মক্ষেত্রে গণছুটির ডাক দেওয়া হয় ৷ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিতে সংগ্রামী যৌথ মঞ্চে উপস্থিত হন শুভেন্দু ৷ একইসঙ্গে, তৃণমূল কংগ্রেসকে কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "(তৃণমূলের) সময় হয়ে এসেছে ৷ আর বেশি সময় লাগবে না !"

আন্দোলনকারীদের উদ্দেশে জ্বালাময়ী ভাষণও দেন শুভেন্দু ৷ বলেন, এই আন্দোলনকারীরা ইতিহাস তৈরি করছেন ! শুভেন্দুর কথায়, "আপনাদের মেরুদণ্ড যে বিক্রি হয় না, তা আপনারা প্রমাণ করে দিয়েছেন ৷ এই আন্দোলন সফল হবেই ৷ আপনাদের সঙ্গে যোগাযোগ হওয়ার অনেক আগেই বিধানসভায় 2021-22 অর্থবর্ষে আমরা কর্মচারীদের মহার্ঘ্য ভাতা নিয়ে আওয়াজ তুলেছিলাম ৷"

এরপর সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু ৷ বলেন "এই সরকারের যিনি মালিক, আমি তাঁর সঙ্গে অনেক দিন কাজ করেছি ! 2016 সালে আমাকে সাংসদ পদ থেকে জোর করে পদত্যাগ করিয়ে নিয়ে এসেছিলেন ৷ আমি অবাক হয়ে গিয়েছিলাম ৷ অমিত মিত্রর পরামর্শে 6 লক্ষ স্থায়ী পদের অবলুপ্তি ঘটিয়েছেন তিনি ! অফিসগুলো কীভাবে চলবে, তা নিয়ে কারও কোনও ভাবনা ছিল না ! এরপর অস্থায়ীভাবে 60 হাজারের কাছাকাছি পার্টি ক্যাডার নিয়োগ করা হয় ! থার্ড পার্টির মাধ্যমে মাত্র 6 মাসের জন্য তাঁদের নিয়োগ করা হয়েছিল ৷ বাংলার পুরো প্রশাসনিক ব্যবস্থাপনাকেই সিভিকে পরিবর্তন করে দিয়েছেন তিনি ! সিভিক অধ্যাপক পর্যন্ত নিয়োগ করা হচ্ছে !"

আন্দোলনকারীদের মনোবল বাড়াতে শুভেন্দু আরও বলেন, "সুপ্রিম কোর্টে যে লড়াই হচ্ছে, তাতে আমি নিশ্চিত ওখানেও আপনাদেরই জয় হবে ৷ সুপ্রিম কোর্টে আমরা বড় বড় আইনজীবীদের এই মামলা লড়ার জন্য নিযুক্ত করেছি ৷ আপনারা এভাবেই মাটি কামড়ে পথে থাকুন ৷ কারণ, পথই পথ দেখাবে ৷ আপনাদের কখনও চোর বলা হয়েছে, কখনও কুকুর বলা হয়েছে ! অথচ, চোরেদের মহারানি ওখানে বসে আছেন ! সারদায় তিনিই সবথেকে বেশি লাভবান হয়েছেন ছবি বিক্রি করে ! সুদীপ্ত রায় আর গৌতম কুণ্ডুর সঙ্গে বসে বৈঠক করেছেন ! আমাদের এখানে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই ৷ আমরা চাই একটি গণতান্ত্রিক সরকার ৷"

আরও পড়ুন: ডিএ আন্দোলনকারীদের বেশিরভাগেরই চিরকুটে চাকরি, অভিযোগ মমতার

ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, ভোট মরশুমে ফসল ঘরে তুলতেই শুভেন্দুর এই তৎপরতা ৷ সামনেই পঞ্চায়েত ভোট ৷ আর ডিএ আন্দোলনকারীদের মধ্যে গ্রামের মানুষও আছেন ৷ তার থেকেও বড় কথা হল, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন ৷ সেই ভোটে (এবং পঞ্চায়েত নির্বাচনেও) রাজ্য সরকারি কর্মীদের নিজের দিকে টানতে চাইছে গেরুয়াশিবির ৷ সেই কারণেই ডিএ আন্দোলনের মঞ্চে গিয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু ৷

শুভেন্দুর তোপ

কলকাতা, 30 মার্চ: "বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে আপনারা যে লড়াই শুরু করেছেন, তাতে আপনাদের জয় হবেই ! আপানাদের প্রাপ্য টাকা সরকারকে দিতেই হবে ৷" বৃহস্পতিবার ধর্মতলা চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ ধরনায় উপস্থিত হয়ে একথা বললেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একইসঙ্গে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করলেন রাজ্যের সরকার ও শাসকদলকে ৷

উল্লেখ্য, সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, সরকারি প্রতিষ্ঠানগুলিতে পড়ে থাকা শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ-সহ একগুচ্ছ দাবিতে এদিন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে রাজ্য সরকারি কর্মক্ষেত্রে গণছুটির ডাক দেওয়া হয় ৷ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিতে সংগ্রামী যৌথ মঞ্চে উপস্থিত হন শুভেন্দু ৷ একইসঙ্গে, তৃণমূল কংগ্রেসকে কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "(তৃণমূলের) সময় হয়ে এসেছে ৷ আর বেশি সময় লাগবে না !"

আন্দোলনকারীদের উদ্দেশে জ্বালাময়ী ভাষণও দেন শুভেন্দু ৷ বলেন, এই আন্দোলনকারীরা ইতিহাস তৈরি করছেন ! শুভেন্দুর কথায়, "আপনাদের মেরুদণ্ড যে বিক্রি হয় না, তা আপনারা প্রমাণ করে দিয়েছেন ৷ এই আন্দোলন সফল হবেই ৷ আপনাদের সঙ্গে যোগাযোগ হওয়ার অনেক আগেই বিধানসভায় 2021-22 অর্থবর্ষে আমরা কর্মচারীদের মহার্ঘ্য ভাতা নিয়ে আওয়াজ তুলেছিলাম ৷"

এরপর সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু ৷ বলেন "এই সরকারের যিনি মালিক, আমি তাঁর সঙ্গে অনেক দিন কাজ করেছি ! 2016 সালে আমাকে সাংসদ পদ থেকে জোর করে পদত্যাগ করিয়ে নিয়ে এসেছিলেন ৷ আমি অবাক হয়ে গিয়েছিলাম ৷ অমিত মিত্রর পরামর্শে 6 লক্ষ স্থায়ী পদের অবলুপ্তি ঘটিয়েছেন তিনি ! অফিসগুলো কীভাবে চলবে, তা নিয়ে কারও কোনও ভাবনা ছিল না ! এরপর অস্থায়ীভাবে 60 হাজারের কাছাকাছি পার্টি ক্যাডার নিয়োগ করা হয় ! থার্ড পার্টির মাধ্যমে মাত্র 6 মাসের জন্য তাঁদের নিয়োগ করা হয়েছিল ৷ বাংলার পুরো প্রশাসনিক ব্যবস্থাপনাকেই সিভিকে পরিবর্তন করে দিয়েছেন তিনি ! সিভিক অধ্যাপক পর্যন্ত নিয়োগ করা হচ্ছে !"

আন্দোলনকারীদের মনোবল বাড়াতে শুভেন্দু আরও বলেন, "সুপ্রিম কোর্টে যে লড়াই হচ্ছে, তাতে আমি নিশ্চিত ওখানেও আপনাদেরই জয় হবে ৷ সুপ্রিম কোর্টে আমরা বড় বড় আইনজীবীদের এই মামলা লড়ার জন্য নিযুক্ত করেছি ৷ আপনারা এভাবেই মাটি কামড়ে পথে থাকুন ৷ কারণ, পথই পথ দেখাবে ৷ আপনাদের কখনও চোর বলা হয়েছে, কখনও কুকুর বলা হয়েছে ! অথচ, চোরেদের মহারানি ওখানে বসে আছেন ! সারদায় তিনিই সবথেকে বেশি লাভবান হয়েছেন ছবি বিক্রি করে ! সুদীপ্ত রায় আর গৌতম কুণ্ডুর সঙ্গে বসে বৈঠক করেছেন ! আমাদের এখানে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই ৷ আমরা চাই একটি গণতান্ত্রিক সরকার ৷"

আরও পড়ুন: ডিএ আন্দোলনকারীদের বেশিরভাগেরই চিরকুটে চাকরি, অভিযোগ মমতার

ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, ভোট মরশুমে ফসল ঘরে তুলতেই শুভেন্দুর এই তৎপরতা ৷ সামনেই পঞ্চায়েত ভোট ৷ আর ডিএ আন্দোলনকারীদের মধ্যে গ্রামের মানুষও আছেন ৷ তার থেকেও বড় কথা হল, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন ৷ সেই ভোটে (এবং পঞ্চায়েত নির্বাচনেও) রাজ্য সরকারি কর্মীদের নিজের দিকে টানতে চাইছে গেরুয়াশিবির ৷ সেই কারণেই ডিএ আন্দোলনের মঞ্চে গিয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু ৷

Last Updated : Mar 30, 2023, 8:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.