কলকাতা, 5 অক্টোবর : 15 ডিসেম্বর পর্যন্ত কলকাতা পৌরনিগমের প্রশাসক বোর্ডের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট । এর আগে প্রশাসক বোর্ডের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করে BJP । হাইকোর্ট রায় দিয়েছিল, যতদিন না নির্বাচন করা সম্ভব হচ্ছে ততদিন এই বোর্ড দায়িত্বভার সামলাবে। সেই রায়তেই সহমত প্রকাশ করে আজ শীর্ষ আদালত মেয়াদ বৃদ্ধি করেছে ।
ফিরহাদ হাকিমের নেতৃত্বে কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেয়াদ 15 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়েছে এই কোরোনা পরিস্থিতিতে বর্তমান কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলী কার্যনির্বাহন করবে । এবং পৌর পরিষেবা চালিয়ে যাবে বর্তমান তৃণমূল পরিচালিত বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর । যেহেতু এই কঠিন পরিস্থিতির মধ্যে নির্বাচন করা সম্ভব নয় তাই যতদিন না নির্বাচন করা সম্ভব হচ্ছে ততদিন পৌর পরিষেবা চালিয়ে যাবে কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ।
কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর জানিয়েছে, তৃণমূল নির্বাচনের জন্য প্রস্তুত । যেই মুহূর্তে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য ঘোষণা করবে সেই দিনই নির্বাচনে যাবে তৃণমূল । ফিরহাদ হাকিম জানিয়েছেন কোরোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা চান না মানুষের পরিষেবা ব্যাহত হোক । যদিও BJP চায় মানুষকে সমস্যায় ফেলতে তাই বারবার পৌর পরিষেবা বন্ধ করতে কোর্টে মামলা করছে।
8 জুন তৃণমূল পরিচালিত পৌরবোর্ডের মেয়াদ শেষ হয় । কোরোনা পরিস্থিতির জন্য সেই সময় নির্বাচন করা সম্ভব হয়নি । রাজ্য সরকার কলকাতা পৌরনিগমের পরিষেবা অব্যাহত রাখতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠন করেন । এরই বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে BJP ।