ETV Bharat / state

সুলেখা কালির নতুন সংযোজন হাতেখড়ি

নানা কারণবশত 1988 সালে বন্ধ হয়ে যায় । অর্থনৈতিক পরিস্থিতি, ফাউন্টেন পেনের তুলনায় বল পেনের চাহিদা বৃদ্ধি ইত্যাদি নানা কারণে বন্ধ হয়ে যায় । তারপর 2006 সালে আবার নতুনভাবে বাজারে আসে সুলেখা কালি। এরপর তারা বাজারে নিয়ে আসে স্বদেশী ও স্বাধীন কালি । ধীরে ধীরে দেশে সুলেখা কালির চাহিদা বাড়তে শুরু করেছে । বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি, হায়দরাবাদ, চেন্নাইয়ে এই কালির জনপ্রিয়তা বেড়েছে । এবার তাদের নতুন সংযোজন হাতেখড়ি ।

Sulekha ink
সুলেখা কালির নতুন সংযোজন হাতেখড়ি
author img

By

Published : Feb 17, 2021, 10:11 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : ছোটোদের মধ্যে ফাউন্টেন পেনের ব্যবহার ছড়িয়ে দিতে এবার সুলেখা কালি নিয়ে এল সরস্বতী রেঞ্জের হাতেখড়ি । সুলেখা কালির গৌরবান্বিত ইতিহাসকে আবার মনে করিয়ে দিতে এবং সাধারণ মানুষের মধ্যে কালির কলমের ব্যবহার বাড়াতে নতুন রূপে ফিরছে সুলেখা ।

যদিও নতুন প্রজন্ম সুলেখা কালি-র সঙ্গে হয়ত খুব একটা পরিচিত নয় । মহাত্মা গান্ধির ইচ্ছেনাসুরে 1964-এ বাংলাদেশের রাজশাহী থেকে পথ চলা শুরু হয় সুলেখা কালির । তারপর তা চলে আসে এপার বাংলায় । নানা কারণবশত 1988 সালে বন্ধ হয়ে যায় । অর্থনৈতিক পরিস্থিতি, ফাউন্টেন পেনের তুলনায় বল পেনের চাহিদা বৃদ্ধি ইত্যাদি নানা কারণে বন্ধ হয়ে যায় । তারপর 2006 সালে আবার নতুনভাবে বাজারে আসে সুলেখা কালি। এরপর তারা বাজারে নিয়ে আসে স্বদেশি ও স্বাধীন কালি । ধীরে ধীরে দেশে সুলেখা কালির চাহিদা বাড়তে শুরু করেছে । বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি, হায়দরাবাদ, চেন্নাইয়ে এই কালির জনপ্রিয়তা বেড়েছে ।

সংস্থার বর্তমান মালিক কৌশিক মৈত্র জানাচ্ছেন, সুলেখা কালির গৌরবান্বিত ইতিহাসকে আবার মনে করিয়ে দিতে এবং সাধারণ মানুষের মধ্যে কালির কলমের ব্যবহার বাড়াতে নতুন রূপে ফিরছে তারা । বলেন, " মাঝে বল পেন বা জেল পেনের দাপটে একেবারেই হারিয়ে গিয়েছিল কালি কলমের ব্যবহার । তবে ধীরে ধীরে মানুষের মধ্যে কালি কলমের ব্যবহার আবার দেখা যাচ্ছে । সেই বিষয়টিকে মাথায় রেখেই আমরা বিভিন্ন চিন্তাভাবনা থেকে কালি কলমের বিভিন্ন রেঞ্জ বাজারে নিয়ে আসছি । কালীপুজোর দিন 'স্বদেশী' বলে একটি কালি আনা হয়েছে । "

সুলেখা কালির নতুন সংযোজন হাতেখড়ি

আরও পড়ুন, মায়ের রান্নাঘরে অর্ধেক ডিম ! কটাক্ষ লকেটের

তিনি আরও বলেন, ডট পেন বা জেল পেন কিংবা ইউজ় অ্যান্ড থ্রো পেন ব্যবহার করা হচ্ছে । ফলে বাড়ছে প্লাস্টিক দূষণ । তাই সম্প্রতি সরস্বতী রেঞ্জের হাতেখড়ি নিয়ে আসা হয়েছে বাজারে । এতে রয়েছে একটি কালির কলম । 60 মিলিমিটারের একটি কালির বোতল ও বঙ্গলিপি নামে একটি খাতা । আমরা যে বার্তাটা দিতে চাইছি সেটা হল একটি শিশুর যখন হাতেখড়ি হচ্ছে তখন থেকেই তাকে কালির কলমের সঙ্গে পরিচিত করা হোক । " তিনি আরও জানিয়েছেন, 21 ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মান জানিয়ে বিশেষ রঙের কালির বিশেষ প্যাকেজিংয়ে বাংলাদেশের রাজশাহীতে পাঠানো হবে।

কলকাতা, 17 ফেব্রুয়ারি : ছোটোদের মধ্যে ফাউন্টেন পেনের ব্যবহার ছড়িয়ে দিতে এবার সুলেখা কালি নিয়ে এল সরস্বতী রেঞ্জের হাতেখড়ি । সুলেখা কালির গৌরবান্বিত ইতিহাসকে আবার মনে করিয়ে দিতে এবং সাধারণ মানুষের মধ্যে কালির কলমের ব্যবহার বাড়াতে নতুন রূপে ফিরছে সুলেখা ।

যদিও নতুন প্রজন্ম সুলেখা কালি-র সঙ্গে হয়ত খুব একটা পরিচিত নয় । মহাত্মা গান্ধির ইচ্ছেনাসুরে 1964-এ বাংলাদেশের রাজশাহী থেকে পথ চলা শুরু হয় সুলেখা কালির । তারপর তা চলে আসে এপার বাংলায় । নানা কারণবশত 1988 সালে বন্ধ হয়ে যায় । অর্থনৈতিক পরিস্থিতি, ফাউন্টেন পেনের তুলনায় বল পেনের চাহিদা বৃদ্ধি ইত্যাদি নানা কারণে বন্ধ হয়ে যায় । তারপর 2006 সালে আবার নতুনভাবে বাজারে আসে সুলেখা কালি। এরপর তারা বাজারে নিয়ে আসে স্বদেশি ও স্বাধীন কালি । ধীরে ধীরে দেশে সুলেখা কালির চাহিদা বাড়তে শুরু করেছে । বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি, হায়দরাবাদ, চেন্নাইয়ে এই কালির জনপ্রিয়তা বেড়েছে ।

সংস্থার বর্তমান মালিক কৌশিক মৈত্র জানাচ্ছেন, সুলেখা কালির গৌরবান্বিত ইতিহাসকে আবার মনে করিয়ে দিতে এবং সাধারণ মানুষের মধ্যে কালির কলমের ব্যবহার বাড়াতে নতুন রূপে ফিরছে তারা । বলেন, " মাঝে বল পেন বা জেল পেনের দাপটে একেবারেই হারিয়ে গিয়েছিল কালি কলমের ব্যবহার । তবে ধীরে ধীরে মানুষের মধ্যে কালি কলমের ব্যবহার আবার দেখা যাচ্ছে । সেই বিষয়টিকে মাথায় রেখেই আমরা বিভিন্ন চিন্তাভাবনা থেকে কালি কলমের বিভিন্ন রেঞ্জ বাজারে নিয়ে আসছি । কালীপুজোর দিন 'স্বদেশী' বলে একটি কালি আনা হয়েছে । "

সুলেখা কালির নতুন সংযোজন হাতেখড়ি

আরও পড়ুন, মায়ের রান্নাঘরে অর্ধেক ডিম ! কটাক্ষ লকেটের

তিনি আরও বলেন, ডট পেন বা জেল পেন কিংবা ইউজ় অ্যান্ড থ্রো পেন ব্যবহার করা হচ্ছে । ফলে বাড়ছে প্লাস্টিক দূষণ । তাই সম্প্রতি সরস্বতী রেঞ্জের হাতেখড়ি নিয়ে আসা হয়েছে বাজারে । এতে রয়েছে একটি কালির কলম । 60 মিলিমিটারের একটি কালির বোতল ও বঙ্গলিপি নামে একটি খাতা । আমরা যে বার্তাটা দিতে চাইছি সেটা হল একটি শিশুর যখন হাতেখড়ি হচ্ছে তখন থেকেই তাকে কালির কলমের সঙ্গে পরিচিত করা হোক । " তিনি আরও জানিয়েছেন, 21 ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মান জানিয়ে বিশেষ রঙের কালির বিশেষ প্যাকেজিংয়ে বাংলাদেশের রাজশাহীতে পাঠানো হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.