ETV Bharat / state

Sukanta Majumdar: ডোমকলে তৃণমূল নেতার কোমর থেকে উদ্ধার পিস্তল, টুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্তর - থেকেই রক্ত ঝড়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়

রাজ্যের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয়দিনও রক্ত ঝড়ল রাজ্যে ৷ এরই সঙ্গে এবার প্রকাশ্য রাস্তা থেকে তৃণমূল নেতার কোমর থেকে পিস্তল উদ্ধার পুলিশের ৷

Etv Bharat
তৃণমূল নেতার কোমড় থেকে উদ্ধার পিস্তল
author img

By

Published : Jun 10, 2023, 5:36 PM IST

Updated : Jun 10, 2023, 5:46 PM IST

তৃণমূল নেতার কোমড় থেকে উদ্ধার পিস্তল

কলকাতা, 10 জুন: একদিন আগে খড়গ্রামে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন কংগ্রেস নেতা ফুলচাঁদ শেখ ৷ সেই রেশ কাটতে না-কাটতেই এবার মনোনয়নের দ্বিতীয়দিনেও শিরোনামে সেই মুর্শিদাবাদ ৷ এবার খোদ তৃণমূল অঞ্চল সভাপতির কোমর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেন পুলিশ কর্মীরা ৷ যার জেরে ফের একবার প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে রাজ্যের আইন-শৃঙ্খলা ৷ কীভাবে প্রকাশ্যে কোমরে পিস্তল গুঁজে রাস্তায় ঘুরছিলেন ওই তৃণমূল নেতা, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷

এদিন ছিল রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয়দিন ৷ যদিও শুরুর দিন থেকেই রক্ত ঝরেছে রাজ্যের বিভিন্ন এলাকায় ৷ তা অব্যাহত থাকল দ্বিতীয়দিনেও ৷ জানা গিয়েছে, এদিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ডোমকলে অশান্তিতে জড়ায় বাম-তৃণমূল ৷ আর সেই উত্তেজক পরিস্থিতির মধ্য থেকেই সাহারাণপুরের তৃণমূল অঞ্চল সভাপতি বশির মোল্লার কোমর থেকে পিস্তল উদ্ধার করে পুলিশ ৷ এক পুলিশ কর্মীকে তৃণমূল নেতার কোমর থেকে সেই আগ্নেয়াস্ত্র বের করে নিয়ে যেতেও দেখা যায় সোশাল মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় ৷ বিষয়টি নিয়ে টুইটে তীব্র আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণের নিশানা করে টুইটে লিখেছেন, "মনোনয়ন পর্বেই এমন ভয়াবহ ঘটনা ঘটলে, নির্বাচনের দিনে কী ঘটতে চলেছে ! ব্যর্থ মুখ্যমন্ত্রী ৷ মুর্শিদাবাদে পকেটে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল নেতা। এরপরও আপনি আর আপনার আজ্ঞাবহ নির্বাচন কমিশনার বলবেন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই ?"

মনোনয়নের প্রথমদিনই শিরোনামে উঠে আসে মুর্শিদাবাদ ৷ খড়গ্রামে বাড়ির সামনেই খুন হন কংগ্রেস নেতা ফুলচাঁদ শেখ ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ সেই রেশ কাটেনি এখনও ৷ তার মাঝেই এবার প্রকাশ্য রাস্তা থেকে তৃণমূল নেতার কোমর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস ৷ যার জেরে স্বাভাবিকভাবেই রাজ্য সরকার এবং শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা ৷ একই সঙ্গে, বিরোধীদের অভিযোগ, রাজ্যে আইন-শৃঙ্খলা যে তলানিতে ঠেকেছে তা আগে থেকেই বলছে তারা ৷ কিন্তু সেই কথায় কর্ণপাত না-করে রাজ্য পুলিশের উপরই ভরসা করে পঞ্চায়েত ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ আর তার মাঝেই মিলছে একের পর এক বোমা, গুলি, পিস্তল এবং খুনের ঘটনার খবর ৷

তৃণমূল নেতার কোমড় থেকে উদ্ধার পিস্তল

কলকাতা, 10 জুন: একদিন আগে খড়গ্রামে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন কংগ্রেস নেতা ফুলচাঁদ শেখ ৷ সেই রেশ কাটতে না-কাটতেই এবার মনোনয়নের দ্বিতীয়দিনেও শিরোনামে সেই মুর্শিদাবাদ ৷ এবার খোদ তৃণমূল অঞ্চল সভাপতির কোমর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেন পুলিশ কর্মীরা ৷ যার জেরে ফের একবার প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে রাজ্যের আইন-শৃঙ্খলা ৷ কীভাবে প্রকাশ্যে কোমরে পিস্তল গুঁজে রাস্তায় ঘুরছিলেন ওই তৃণমূল নেতা, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷

এদিন ছিল রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের দ্বিতীয়দিন ৷ যদিও শুরুর দিন থেকেই রক্ত ঝরেছে রাজ্যের বিভিন্ন এলাকায় ৷ তা অব্যাহত থাকল দ্বিতীয়দিনেও ৷ জানা গিয়েছে, এদিন মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ডোমকলে অশান্তিতে জড়ায় বাম-তৃণমূল ৷ আর সেই উত্তেজক পরিস্থিতির মধ্য থেকেই সাহারাণপুরের তৃণমূল অঞ্চল সভাপতি বশির মোল্লার কোমর থেকে পিস্তল উদ্ধার করে পুলিশ ৷ এক পুলিশ কর্মীকে তৃণমূল নেতার কোমর থেকে সেই আগ্নেয়াস্ত্র বের করে নিয়ে যেতেও দেখা যায় সোশাল মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় ৷ বিষয়টি নিয়ে টুইটে তীব্র আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণের নিশানা করে টুইটে লিখেছেন, "মনোনয়ন পর্বেই এমন ভয়াবহ ঘটনা ঘটলে, নির্বাচনের দিনে কী ঘটতে চলেছে ! ব্যর্থ মুখ্যমন্ত্রী ৷ মুর্শিদাবাদে পকেটে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল নেতা। এরপরও আপনি আর আপনার আজ্ঞাবহ নির্বাচন কমিশনার বলবেন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই ?"

মনোনয়নের প্রথমদিনই শিরোনামে উঠে আসে মুর্শিদাবাদ ৷ খড়গ্রামে বাড়ির সামনেই খুন হন কংগ্রেস নেতা ফুলচাঁদ শেখ ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ সেই রেশ কাটেনি এখনও ৷ তার মাঝেই এবার প্রকাশ্য রাস্তা থেকে তৃণমূল নেতার কোমর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস ৷ যার জেরে স্বাভাবিকভাবেই রাজ্য সরকার এবং শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা ৷ একই সঙ্গে, বিরোধীদের অভিযোগ, রাজ্যে আইন-শৃঙ্খলা যে তলানিতে ঠেকেছে তা আগে থেকেই বলছে তারা ৷ কিন্তু সেই কথায় কর্ণপাত না-করে রাজ্য পুলিশের উপরই ভরসা করে পঞ্চায়েত ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ আর তার মাঝেই মিলছে একের পর এক বোমা, গুলি, পিস্তল এবং খুনের ঘটনার খবর ৷

Last Updated : Jun 10, 2023, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.