কলকাতা ও দক্ষিণ দিনাজপুর, 8 এপ্রিল: রামনবমীর দিনে অশান্তির ঘটনার রেশ এখনও পুরোপুরি কাটেনি ৷ হনুমানজয়ন্তীর দিন রাজ্যজুড়ে রাজ্য পুলিশের বিশাল বাহিনী ছিল ৷ পাশাপাশি তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল কলকাতা, হাওড়া, হুগলিতে ৷ সেদিন অশান্তির ঘটনা ঘটেনি ৷ থমথমে রাজনৈতিক পরিস্থিতির মাঝে ভিডিয়ো পোস্ট করে নতুন বিতর্ক উসকে দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনেন সুকান্ত। তাঁর দাবি, তৃণমূল আদিবাসীদের সম্মান করতে জানে না ৷ তাঁর এই দাবির সমর্থনে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন সুকান্ত ৷ যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
-
TMC has time and again insulted tribal people. This takes it even higher. This is highly condemnable. We firmly stand with our karyakartas and will do everything to protect them.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">TMC has time and again insulted tribal people. This takes it even higher. This is highly condemnable. We firmly stand with our karyakartas and will do everything to protect them.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 7, 2023TMC has time and again insulted tribal people. This takes it even higher. This is highly condemnable. We firmly stand with our karyakartas and will do everything to protect them.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 7, 2023
ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনজন মহিলা রাস্তায় দণ্ডি কাটছেন ৷ পাশ দিয়ে বাইক, গাড়ি চলে যাচ্ছে ৷ এই ভিডিয়ো পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেন, তফশিলি উপজাতির চারজনকে জোরজবরদস্তি বিজেপি থেকে তৃণমূলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর তাঁদের মাটিতে দণ্ডি কাটার শাস্তি দেওয়া হয়েছে ৷ সুকান্ত লেখেন, "মারটিনা কিসকু, শিউলি মারদি, ঠাকরান সোরেন এবং মালতী মুর্মু- এঁরা তপনের গোফানগরে থাকেন ৷ গতকাল (বৃহস্পতিবার) তাঁরা বিজেপিতে যোগ দেন ৷ তাঁরা তফশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত ৷" এরপর তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে লেখেন, "আজ তৃণমূলের গুন্ডারা তাঁদের তৃণমূলে ফিরতে বাধ্য করেছে এবং দণ্ডবৎ পরিক্রমা করার শাস্তি দিয়েছে ৷"
এরপর আদিবাসী সম্প্রদায়কে অপমান করার প্রসঙ্গটি তুলে আরেকটি টুইট করেন বিজেপির লোকসভা সাংসদ ৷ সুকান্ত লেখেন, "তৃণমূল ফের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অপমান করেছে ৷ এবার তা আগের থেকে আরও বেশি ৷ এটা অত্যন্ত নিন্দনীয় ৷ আমরা আমাদের কার্যকর্তাদের সঙ্গে আছি ৷ তাঁদের রক্ষা করতে আমাদের যা করা দরকার, সব করব ৷" এর আগে রামনবমীর দিন হাওড়ার শিবপুর, ডালখোলায় অশান্তির ঘটনা ঘটে ৷ বিজেপির বিরুদ্ধে শাসকদল অভিযোগ করে, তারা ইচ্ছাকৃত রুট পরিবর্তন করে মিছিল করেছে ৷ বিজেপিও তৃণমূলকে এই অশান্তির ঘটনার জন্য পালটা দায়ী করে ৷ সেই আবহাওয়া খানিকটা শান্ত হয়েছে ৷ এরই মধ্যে নতুন বিতর্ক উসকে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদি ডাকাতদের রাজা, কটাক্ষ অখিল গিরির