ETV Bharat / state

Sukanta Letter to President: দণ্ডি বিতর্কে হস্তক্ষেপের দাবি, রাষ্ট্রপতিকে চিঠি সুকান্তর - সুকান্ত মজুমদার

দণ্ডি বিতর্কে বিস্তারিত তথ্য-সহ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠালেন সুকান্ত মজুমদার ৷ ঘটনায় দেশের সাংবিধানিক প্রধানের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তিনি ৷ একই দাবিতে চিঠি পাঠিয়েছেন জাতীয় তফসিলি উপজাতি কমিশনের চেয়ারপার্সনকেও ৷

Sukanta Majumdar sends letter to President Droupadi Murmu demanding intervene in Dandavat Parikrama Controversy
সুকান্তর চিঠি
author img

By

Published : Apr 10, 2023, 5:52 PM IST

কলকাতা, 10 এপ্রিল: দক্ষিণ দিনাজপুরের দণ্ডি বিতর্কে হস্তক্ষেপের দাবি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠালেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ সোমবার নিজেই টুইটারে সেকথা জানিয়েছেন তিনি ৷ একইসঙ্গে, জাতীয় তফসিলি উপজাতি কমিশনের চেয়ারপার্সন হর্ষ চৌহানকেও চিঠি পাঠিয়েছেন সুকান্ত ৷ তাঁর অভিযোগ, গত বৃহস্পতিবারের ঘটনায় মানবাধিকার লঙ্ঘন করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতানেত্রীরা ৷ পাশাপাশি, এই ঘটনায় আদিবাসী মহিলাদের অসম্মান করারও অভিযোগ তুলেছেন তিনি ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবারের ওই ঘটনার প্রতিবাদে সোমবার দক্ষিণ দিনাজপুরে জেলা বিজেপির তরফে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷ তাতেও যোগ দেন সুকান্ত ৷

  • তৃণমূলের দ্বারা আদিবাসী মা বোনেদের অপমান করার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির অবস্থান বিক্ষোভ ও ধর্ণাতে উপস্থিত আছেন রাজ্য সভাপতি @DrSukantaBJP এবং কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রী @DilipGhoshBJP https://t.co/h8Y4qcXloH

    — BJP Bengal (@BJP4Bengal) April 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে গত 6 এপ্রিলের ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন সুকান্ত মজুমদার ৷ তিনি লিখেছেন, ওই দিন তাঁর সংসদীয় এলাকার (বালুরঘাট) অন্তর্গত তপন বিধানসভা অঞ্চলে একটি দলবদলের ঘটনা ঘটে ৷ আদিবাসী সমাজের অন্তত 200 জন তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্য়াগ করে বিজেপিতে যোগদান করেন ৷ কিন্তু, তার কিছুক্ষণের মধ্যেই 'নাটকীয়ভাবে' দলবদল করা এই মানুষদের মধ্যে কয়েকজন তৃণমূলে ফিরে যান ৷ সেই সময় তাঁদের দিয়ে দণ্ডি কাটানো হয় ৷ বিজেপিতে যোগদানের 'প্রায়চিত্ত' করাতেই তাঁদের দিয়ে এই কাজ করানো হয় !

সুকান্তর মতে, শাসকদলের এই আচরণ মানবতাবিরোধী ৷ এর জন্য সংশ্লিষ্ট সকলের কঠোর শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তিনি ৷ সেই প্রেক্ষিতেই রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন সুকান্ত ৷ চিঠির তারিখ বলছে, সোমবারই এই চিঠি দেশের সাংবিধানিক প্রধানকে পাঠিয়েছেন তিনি ৷ একই দাবিতে চিঠি পাঠিয়েছেন হর্ষ চৌহানকেও ৷ সুকান্ত মনে করেন, পশ্চিমবঙ্গে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর কীভাবে জোর-জুলুম করা হচ্ছে, এই ঘটনাই তার প্রমাণ ! এদিন দু'টি চিঠিই টুইটারে পোস্ট করেছেন তিনি ৷

  • Wrote to Hon’ble Chairperson of National Commission for Scheduled Tribes @ncsthq Shri Harsh Chauhan ji about the atrocities on Tribals in West Bengal. pic.twitter.com/pxEPvcQ7UJ

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দণ্ডি কাটা বিতর্কের জেরে পদ খোয়ালেন দক্ষিণ দিনাজপুরের মহিলা তৃণমূল সভানেত্রী, আনা হল আদিবাসী মুখ

প্রসঙ্গত, ভারতের বর্তমান রাষ্ট্রপতি নিজেও আদিবাসী সমাজের প্রতিনিধি ৷ তিনি ভারতের প্রথম আদিবাসী মহিলা, যিনি দেশের প্রথম নাগরিকের পদে আসীন হয়েছেন ৷ সম্প্রতি, তাঁকেও তাঁর চেহারা ও গায়ের রঙের জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল ! পশ্চিমবঙ্গ কারা দফতরের প্রতিমন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন ৷ তা নিয়ে সেই সময় বিস্তর সমালোচনা হয় ৷ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় রাজনৈতিক মহল ৷ তপনের ঘটনার পর আবারও একবার আদিবাসী সম্প্রদায়ের মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুতে শাসক তৃণমূলকে কোণঠাসা করতে শুরু করে দিয়েছে বিরোধীরা ৷ সুকান্তর জোড়া চিঠি সেই বিরোধিতায় নতুন সংযোজন ৷

কলকাতা, 10 এপ্রিল: দক্ষিণ দিনাজপুরের দণ্ডি বিতর্কে হস্তক্ষেপের দাবি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠালেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ সোমবার নিজেই টুইটারে সেকথা জানিয়েছেন তিনি ৷ একইসঙ্গে, জাতীয় তফসিলি উপজাতি কমিশনের চেয়ারপার্সন হর্ষ চৌহানকেও চিঠি পাঠিয়েছেন সুকান্ত ৷ তাঁর অভিযোগ, গত বৃহস্পতিবারের ঘটনায় মানবাধিকার লঙ্ঘন করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতানেত্রীরা ৷ পাশাপাশি, এই ঘটনায় আদিবাসী মহিলাদের অসম্মান করারও অভিযোগ তুলেছেন তিনি ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবারের ওই ঘটনার প্রতিবাদে সোমবার দক্ষিণ দিনাজপুরে জেলা বিজেপির তরফে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷ তাতেও যোগ দেন সুকান্ত ৷

  • তৃণমূলের দ্বারা আদিবাসী মা বোনেদের অপমান করার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির অবস্থান বিক্ষোভ ও ধর্ণাতে উপস্থিত আছেন রাজ্য সভাপতি @DrSukantaBJP এবং কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রী @DilipGhoshBJP https://t.co/h8Y4qcXloH

    — BJP Bengal (@BJP4Bengal) April 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে গত 6 এপ্রিলের ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন সুকান্ত মজুমদার ৷ তিনি লিখেছেন, ওই দিন তাঁর সংসদীয় এলাকার (বালুরঘাট) অন্তর্গত তপন বিধানসভা অঞ্চলে একটি দলবদলের ঘটনা ঘটে ৷ আদিবাসী সমাজের অন্তত 200 জন তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্য়াগ করে বিজেপিতে যোগদান করেন ৷ কিন্তু, তার কিছুক্ষণের মধ্যেই 'নাটকীয়ভাবে' দলবদল করা এই মানুষদের মধ্যে কয়েকজন তৃণমূলে ফিরে যান ৷ সেই সময় তাঁদের দিয়ে দণ্ডি কাটানো হয় ৷ বিজেপিতে যোগদানের 'প্রায়চিত্ত' করাতেই তাঁদের দিয়ে এই কাজ করানো হয় !

সুকান্তর মতে, শাসকদলের এই আচরণ মানবতাবিরোধী ৷ এর জন্য সংশ্লিষ্ট সকলের কঠোর শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তিনি ৷ সেই প্রেক্ষিতেই রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন সুকান্ত ৷ চিঠির তারিখ বলছে, সোমবারই এই চিঠি দেশের সাংবিধানিক প্রধানকে পাঠিয়েছেন তিনি ৷ একই দাবিতে চিঠি পাঠিয়েছেন হর্ষ চৌহানকেও ৷ সুকান্ত মনে করেন, পশ্চিমবঙ্গে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর কীভাবে জোর-জুলুম করা হচ্ছে, এই ঘটনাই তার প্রমাণ ! এদিন দু'টি চিঠিই টুইটারে পোস্ট করেছেন তিনি ৷

  • Wrote to Hon’ble Chairperson of National Commission for Scheduled Tribes @ncsthq Shri Harsh Chauhan ji about the atrocities on Tribals in West Bengal. pic.twitter.com/pxEPvcQ7UJ

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দণ্ডি কাটা বিতর্কের জেরে পদ খোয়ালেন দক্ষিণ দিনাজপুরের মহিলা তৃণমূল সভানেত্রী, আনা হল আদিবাসী মুখ

প্রসঙ্গত, ভারতের বর্তমান রাষ্ট্রপতি নিজেও আদিবাসী সমাজের প্রতিনিধি ৷ তিনি ভারতের প্রথম আদিবাসী মহিলা, যিনি দেশের প্রথম নাগরিকের পদে আসীন হয়েছেন ৷ সম্প্রতি, তাঁকেও তাঁর চেহারা ও গায়ের রঙের জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল ! পশ্চিমবঙ্গ কারা দফতরের প্রতিমন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন ৷ তা নিয়ে সেই সময় বিস্তর সমালোচনা হয় ৷ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় রাজনৈতিক মহল ৷ তপনের ঘটনার পর আবারও একবার আদিবাসী সম্প্রদায়ের মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুতে শাসক তৃণমূলকে কোণঠাসা করতে শুরু করে দিয়েছে বিরোধীরা ৷ সুকান্তর জোড়া চিঠি সেই বিরোধিতায় নতুন সংযোজন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.