ETV Bharat / state

Sukanta Majumdar: নিজেকে সুরক্ষিত রাখতেই উধাও সিসিটিভি ? ভোটে কারচুপি নিয়ে সুকান্তের নিশানায় বালুরঘাটের বিডিও - Panchayat Election Results 2023

ভোটে কারচুপিতে শাসকদলকে মদত দেওয়ার অভিযোগ তুলে বালুরঘাটের বিডিও-র বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar
author img

By

Published : Jul 16, 2023, 12:30 PM IST

কলকাতা, 16 জুলাই: পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে বিরোধীরা ৷ প্রশাসনের মদতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ থেকে শুরু করে গণনায় কারচুপি করেছে শাসকদল ৷ এই অভিযোগে সরব বিরোধীরা ৷ এ বার বালুরঘাট কলেজের সিসিটিভি ক্যামেরা উধাও হয়ে যাওয়ার ঘটনা নিয়ে সেই দাবিই আরও জোরালোভাবে তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এ বিষয়ে তিনি আদালতেরও দৃষ্টি আকষর্ণ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ৷

পুলিশকে লেখা বালুরঘাটের বিডিও-র একটি চিঠি রবিবার সকালে টুইটারে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার ৷ সেই চিঠিতে বালুরঘাট থানাকে বিডিও জানিয়েছেন, বালুরঘাট কলেজের কেবি-05 ঘরের সিসিটিভি-টি পাওয়া যাচ্ছে না ৷ এ ব্যাপারে তিনি জেনারেল ডায়েরি করার আবেদন জানিয়েছেন ওই চিঠিতে ৷ এই চিঠি তুলে ধরেই সুকান্তের প্রশ্ন, আইনের নজর থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই কি বিডিও এই সিসিটিভি উধাও করে দিলেন ? বিষয়টি তিনি উচ্চ আদালতের নজরে আনবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ৷

তিনি এ দিন টুইটে লেখেন, "পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে ভোটের আগের রাত থেকে ব্যালট বাক্স খুলে ছাপ্পা, ভোটের দিন সন্ত্রাস করে ছাপ্পা, বৈধ ব্যালট লুঠ করে ফেলে দেওয়া, গণনাকেন্দ্রে বিডিও-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূলী দুষ্কৃতীদের সাহায্যে কারচুপি করে তৃণমূলকে জেতানোর ঘটনা তো ছিলই । বালুরঘাট ব্লকের বিডিও সাহেব তাতে আরও নতুন তথ্য যোগ করে বলেন, গণনাকেন্দ্র থেকে মেমারি কার্ড -সহ আস্ত সিসিটিভি ক্যামেরা উধাও-এর অভিযোগ । বিডিও সাহেবের গলায় অনৈতিক কাজগুলি কাঁটার মতো বিঁধে গিয়েছে, না পারছেন গিলতে না পারছেন বার করতে ।"

  • পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে ভোটের আগের রাত থেকে ব্যালট বাক্স খুলে ছাপ্পা, ভোটের দিন সন্ত্রাস করে ছাপ্পা, বৈধ ব্যালট লুঠ করে ফেলে দেওয়া, গণনাকেন্দ্রে বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূলী দুষ্কৃতীদের সাহায্যে কারচুপি করে তৃণমূলকে জেতানোর ঘটনা তো ছিলোই। pic.twitter.com/Nobwqvr6x7

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সিপিআইএম জিতলেও জয়ী করা হয় তৃণমূলকে ! গণনায় কারচুপির ভাইরাল অডিয়ো নিয়ে বিতর্ক

সরাসরি বালুরঘাটের বিডিও-র দিকে আঙুল তুলে তিনি আরও লেখেন, "আইনের নজর থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই সিসিটিভি উধাও করে দেওয়া হল না তো ? পশ্চিমবঙ্গের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা মহামান্য উচ্চ আদালতের নজরে আনব এবং এর বিরূদ্ধে বৃহত্তর আন্দোলনে নামব ।"

কলকাতা, 16 জুলাই: পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে বিরোধীরা ৷ প্রশাসনের মদতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ থেকে শুরু করে গণনায় কারচুপি করেছে শাসকদল ৷ এই অভিযোগে সরব বিরোধীরা ৷ এ বার বালুরঘাট কলেজের সিসিটিভি ক্যামেরা উধাও হয়ে যাওয়ার ঘটনা নিয়ে সেই দাবিই আরও জোরালোভাবে তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এ বিষয়ে তিনি আদালতেরও দৃষ্টি আকষর্ণ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ৷

পুলিশকে লেখা বালুরঘাটের বিডিও-র একটি চিঠি রবিবার সকালে টুইটারে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার ৷ সেই চিঠিতে বালুরঘাট থানাকে বিডিও জানিয়েছেন, বালুরঘাট কলেজের কেবি-05 ঘরের সিসিটিভি-টি পাওয়া যাচ্ছে না ৷ এ ব্যাপারে তিনি জেনারেল ডায়েরি করার আবেদন জানিয়েছেন ওই চিঠিতে ৷ এই চিঠি তুলে ধরেই সুকান্তের প্রশ্ন, আইনের নজর থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই কি বিডিও এই সিসিটিভি উধাও করে দিলেন ? বিষয়টি তিনি উচ্চ আদালতের নজরে আনবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ৷

তিনি এ দিন টুইটে লেখেন, "পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে ভোটের আগের রাত থেকে ব্যালট বাক্স খুলে ছাপ্পা, ভোটের দিন সন্ত্রাস করে ছাপ্পা, বৈধ ব্যালট লুঠ করে ফেলে দেওয়া, গণনাকেন্দ্রে বিডিও-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূলী দুষ্কৃতীদের সাহায্যে কারচুপি করে তৃণমূলকে জেতানোর ঘটনা তো ছিলই । বালুরঘাট ব্লকের বিডিও সাহেব তাতে আরও নতুন তথ্য যোগ করে বলেন, গণনাকেন্দ্র থেকে মেমারি কার্ড -সহ আস্ত সিসিটিভি ক্যামেরা উধাও-এর অভিযোগ । বিডিও সাহেবের গলায় অনৈতিক কাজগুলি কাঁটার মতো বিঁধে গিয়েছে, না পারছেন গিলতে না পারছেন বার করতে ।"

  • পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে ভোটের আগের রাত থেকে ব্যালট বাক্স খুলে ছাপ্পা, ভোটের দিন সন্ত্রাস করে ছাপ্পা, বৈধ ব্যালট লুঠ করে ফেলে দেওয়া, গণনাকেন্দ্রে বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূলী দুষ্কৃতীদের সাহায্যে কারচুপি করে তৃণমূলকে জেতানোর ঘটনা তো ছিলোই। pic.twitter.com/Nobwqvr6x7

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সিপিআইএম জিতলেও জয়ী করা হয় তৃণমূলকে ! গণনায় কারচুপির ভাইরাল অডিয়ো নিয়ে বিতর্ক

সরাসরি বালুরঘাটের বিডিও-র দিকে আঙুল তুলে তিনি আরও লেখেন, "আইনের নজর থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই সিসিটিভি উধাও করে দেওয়া হল না তো ? পশ্চিমবঙ্গের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা মহামান্য উচ্চ আদালতের নজরে আনব এবং এর বিরূদ্ধে বৃহত্তর আন্দোলনে নামব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.