কলকাতা, 8 ডিসেম্বর: বিধানসভা চত্বরে জাতীয় সংগীত গাওয়ার সময় বিজেপি বিধায়করা চিৎকার করায়, থানায় জাতীয় সংগীত অবমাননা করার অভিযোগ দায়ের করেছিল তৃণমূল । এ বার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি' গানটির কথা বদলে দিয়ে গাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনায় সরব সিপিএম । এটা খুবই গর্হিত অন্যায় বলে দাবি করলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী ।
রবীন্দ্র সংগীত বিকৃত করে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঞ্চে গাওয়ার অভিযোগ উঠল । চলচ্চিত্র উৎসবে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি বাংলার জল' গানটি গাইতে বলেন মুখ্যমন্ত্রী, তখন প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকেই উঠে দাঁড়াতে বলা হয় । অনেকেরই দাবি, গানটির একাধিক জায়গায় শব্দ বদল করা হয়েছে । সামাজিক মাধ্যমে অনেকেই এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন । এই ইস্যুতেই এ বার সিপিএম কেন্দ্রীয় কমিটি নেতা সুজন চক্রর্তী সমালোচনায় সরব হলেন ।
তিনি এ দিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গর্হিত অন্যায় করেছেন । আগে বলা হয়েছিল, তাতে সতর্ক না হয়ে, জেনে বুঝে এই অন্যায়টা তিনি করলেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে । যেখানে রবীন্দ্রনাথের গানের শব্দ বদল হয়ে গেল । কখনও হয় না । রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে যিনি কথাঞ্জলি করতে পারেন, তিনি রবীন্দ্রনাথের কবিতা, গানের শব্দ চুরি করে নিজের মতো শব্দও বসাতে পারেন । এটা রবীন্দ্রনাথের প্রতি অমর্যাদা । এটা সভ্যতা সংস্কৃতির প্রতি অমর্যাদা । যাঁরা গান গেয়েছেন তাদেরও এই বিষয় দেখা উচিত ছিল । তাঁদের প্রতিবাদ করা উচিত যে, তাঁদের দিয়ে এই খারাপ কাজের অংশীদার করিয়ে দেওয়া হল । বিশ্বভারতীর উপাচার্য যেমন রবীন্দ্রনাথের ভাবাবেগের সর্বনাশ করেছেন, গানের শব্দ বদল করে রাজ্যের মুখ্যমন্ত্রী একই কাজ করলেন ।
উল্লেখ্য, সম্প্রতি বিধানসভায় জাতীয় সংগীত করেন তৃণমূল বিধায়করা । সেই সময় হইচই করছিলেন বিজেপি বিধায়করা । আর তাই বিজেপির বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল বিধায়করা । আন্তর্জাতিক মঞ্চে সেই রবীন্দ্রনাথের গান বিকৃত করা নিয়ে কেন কোনও পদক্ষেপ করা হবে না, সেই প্রশ্ন তুলেছে বিজেপির একাংশও ।
আরও পড়ুন: