ETV Bharat / state

চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক মঞ্চে রবীন্দ্র সংগীত বিকৃত করে গাওয়া নিয়ে মমতাকে তোপ সুজনের - কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Sujan slams Mamata: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র সংগীতের কথা বদলে গাওয়া নিয়ে এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন সুজন চক্রবর্তী ৷

Sujan Chakraborty slams Mamata Banerjee
মমতাকে তোপ সুজনের
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 6:16 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: বিধানসভা চত্বরে জাতীয় সংগীত গাওয়ার সময় বিজেপি বিধায়করা চিৎকার করায়, থানায় জাতীয় সংগীত অবমাননা করার অভিযোগ দায়ের করেছিল তৃণমূল । এ বার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি' গানটির কথা বদলে দিয়ে গাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনায় সরব সিপিএম । এটা খুবই গর্হিত অন্যায় বলে দাবি করলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী ।

রবীন্দ্র সংগীত বিকৃত করে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঞ্চে গাওয়ার অভিযোগ উঠল । চলচ্চিত্র উৎসবে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি বাংলার জল' গানটি গাইতে বলেন মুখ্যমন্ত্রী, তখন প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকেই উঠে দাঁড়াতে বলা হয় । অনেকেরই দাবি, গানটির একাধিক জায়গায় শব্দ বদল করা হয়েছে । সামাজিক মাধ্যমে অনেকেই এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন । এই ইস্যুতেই এ বার সিপিএম কেন্দ্রীয় কমিটি নেতা সুজন চক্রর্তী সমালোচনায় সরব হলেন ।

তিনি এ দিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গর্হিত অন্যায় করেছেন । আগে বলা হয়েছিল, তাতে সতর্ক না হয়ে, জেনে বুঝে এই অন্যায়টা তিনি করলেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে । যেখানে রবীন্দ্রনাথের গানের শব্দ বদল হয়ে গেল । কখনও হয় না । রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে যিনি কথাঞ্জলি করতে পারেন, তিনি রবীন্দ্রনাথের কবিতা, গানের শব্দ চুরি করে নিজের মতো শব্দও বসাতে পারেন । এটা রবীন্দ্রনাথের প্রতি অমর্যাদা । এটা সভ্যতা সংস্কৃতির প্রতি অমর্যাদা । যাঁরা গান গেয়েছেন তাদেরও এই বিষয় দেখা উচিত ছিল । তাঁদের প্রতিবাদ করা উচিত যে, তাঁদের দিয়ে এই খারাপ কাজের অংশীদার করিয়ে দেওয়া হল । বিশ্বভারতীর উপাচার্য যেমন রবীন্দ্রনাথের ভাবাবেগের সর্বনাশ করেছেন, গানের শব্দ বদল করে রাজ্যের মুখ্যমন্ত্রী একই কাজ করলেন ।

উল্লেখ্য, সম্প্রতি বিধানসভায় জাতীয় সংগীত করেন তৃণমূল বিধায়করা । সেই সময় হইচই করছিলেন বিজেপি বিধায়করা । আর তাই বিজেপির বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল বিধায়করা । আন্তর্জাতিক মঞ্চে সেই রবীন্দ্রনাথের গান বিকৃত করা নিয়ে কেন কোনও পদক্ষেপ করা হবে না, সেই প্রশ্ন তুলেছে বিজেপির একাংশও ।

আরও পড়ুন:

  1. 'বাংলার মাটি বাংলার জল' জাতীয় সংগীতের সমান সম্মান পাক, আবেদন মমতার
  2. 'মুখ্যমন্ত্রী জাতীয়তা বিরোধী', রাজ্য সংগীত প্রসঙ্গে মমতাকে কড়া আক্রমণ শুভেন্দুর
  3. গ্রেফতারির মতো কোনও কঠোর পদক্ষেপে 'না', জাতীয় সংগীত অবমাননার মামলায় হাইকোর্টে স্বস্তি বিজেপি বিধায়কদের

কলকাতা, 8 ডিসেম্বর: বিধানসভা চত্বরে জাতীয় সংগীত গাওয়ার সময় বিজেপি বিধায়করা চিৎকার করায়, থানায় জাতীয় সংগীত অবমাননা করার অভিযোগ দায়ের করেছিল তৃণমূল । এ বার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি' গানটির কথা বদলে দিয়ে গাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনায় সরব সিপিএম । এটা খুবই গর্হিত অন্যায় বলে দাবি করলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী ।

রবীন্দ্র সংগীত বিকৃত করে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মঞ্চে গাওয়ার অভিযোগ উঠল । চলচ্চিত্র উৎসবে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি বাংলার জল' গানটি গাইতে বলেন মুখ্যমন্ত্রী, তখন প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকেই উঠে দাঁড়াতে বলা হয় । অনেকেরই দাবি, গানটির একাধিক জায়গায় শব্দ বদল করা হয়েছে । সামাজিক মাধ্যমে অনেকেই এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন । এই ইস্যুতেই এ বার সিপিএম কেন্দ্রীয় কমিটি নেতা সুজন চক্রর্তী সমালোচনায় সরব হলেন ।

তিনি এ দিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গর্হিত অন্যায় করেছেন । আগে বলা হয়েছিল, তাতে সতর্ক না হয়ে, জেনে বুঝে এই অন্যায়টা তিনি করলেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে । যেখানে রবীন্দ্রনাথের গানের শব্দ বদল হয়ে গেল । কখনও হয় না । রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে যিনি কথাঞ্জলি করতে পারেন, তিনি রবীন্দ্রনাথের কবিতা, গানের শব্দ চুরি করে নিজের মতো শব্দও বসাতে পারেন । এটা রবীন্দ্রনাথের প্রতি অমর্যাদা । এটা সভ্যতা সংস্কৃতির প্রতি অমর্যাদা । যাঁরা গান গেয়েছেন তাদেরও এই বিষয় দেখা উচিত ছিল । তাঁদের প্রতিবাদ করা উচিত যে, তাঁদের দিয়ে এই খারাপ কাজের অংশীদার করিয়ে দেওয়া হল । বিশ্বভারতীর উপাচার্য যেমন রবীন্দ্রনাথের ভাবাবেগের সর্বনাশ করেছেন, গানের শব্দ বদল করে রাজ্যের মুখ্যমন্ত্রী একই কাজ করলেন ।

উল্লেখ্য, সম্প্রতি বিধানসভায় জাতীয় সংগীত করেন তৃণমূল বিধায়করা । সেই সময় হইচই করছিলেন বিজেপি বিধায়করা । আর তাই বিজেপির বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল বিধায়করা । আন্তর্জাতিক মঞ্চে সেই রবীন্দ্রনাথের গান বিকৃত করা নিয়ে কেন কোনও পদক্ষেপ করা হবে না, সেই প্রশ্ন তুলেছে বিজেপির একাংশও ।

আরও পড়ুন:

  1. 'বাংলার মাটি বাংলার জল' জাতীয় সংগীতের সমান সম্মান পাক, আবেদন মমতার
  2. 'মুখ্যমন্ত্রী জাতীয়তা বিরোধী', রাজ্য সংগীত প্রসঙ্গে মমতাকে কড়া আক্রমণ শুভেন্দুর
  3. গ্রেফতারির মতো কোনও কঠোর পদক্ষেপে 'না', জাতীয় সংগীত অবমাননার মামলায় হাইকোর্টে স্বস্তি বিজেপি বিধায়কদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.