ETV Bharat / state

গীতাঞ্জলি স্টেশনে আত্মহত্যার চেষ্টা , ব্যাহত মেট্রো চলাচল - ব্যহত মেট্রো পরিষেবা

গীতাঞ্জলি মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের । তার জেরে বিঘ্নিত হল মেট্রো চলাচল । গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ।

মেট্রো
author img

By

Published : Oct 14, 2019, 11:49 AM IST

Updated : Oct 14, 2019, 11:59 AM IST

কলকাতা, 14 অক্টোবর : অফিস টাইমে গীতাঞ্জলি স্টেশনে আত্মহত্যার চেষ্টা । তার জেরে আবারও বিঘ্নিত হল মেট্রো চলাচল । গুরুতর আহত অবস্থায় আত্মহত্যার চেষ্টাকারী বৃদ্ধকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে । তাঁর নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ।

দীর্ঘ পুজোর ছুটির পর আজই সপ্তাহের প্রথম কাজের দিন । আজ থেকেই খুলেছে সরকারি অফিস ৷ পুজোর ছুটির পর প্রথম স্বাভাবিক কাজের দিনে অফিসে যাওয়ার ব্যস্ততা তুঙ্গে । সপ্তাহের প্রথম দিনেই সকাল সাড়ে নয়টা নাগাদ গীতাঞ্জলি মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন ওই বৃদ্ধ ।

তার জেরে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা । তবে টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত মেট্রো চলছিল । সকাল দশটার সময় পর মেট্রো চলাচল শুরু হলেও, পরিষেবা স্বাভাবিক হয়নি বলে অভিযোগ যাত্রীদের।

Intro:কলকাতা, 14 অক্টোবর: অফিস টাইমে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। তার জেরে আবারো বিঘ্নিত হল মেট্রো চলাচল। গুরুতর আহত অবস্থায় আত্মহত্যার চেষ্টাকারী বৃদ্ধকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তার নাম-পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।Body:দীর্ঘ ছুটির পর আজই সপ্তাহের প্রথম কাজের দিন। খুলেছে সরকারি অফিস কাছারিও। পুজোর ছুটির পর ফিরে এসেছে স্বাভাবিক কাজের দিন। আত্মার প্রথম দিনেই সকাল সাড়ে নয়টা নাগাদ গিতাঞ্জলি মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন ওই বৃদ্ধ। তার জেরে ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকল টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা। তবে টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত মেট্রো চলছিল। কিন্তু অভিযোগ, ওই পরিষেবাও স্বাভাবিক ছিল না।
Conclusion:সকাল দশটার কিছু সময় পর, মেট্রো চলাচল শুরু হলেও, পরিষেবা স্বাভাবিক হয়নি বলে অভিযোগ।
Last Updated : Oct 14, 2019, 11:59 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.