গীতাঞ্জলি স্টেশনে আত্মহত্যার চেষ্টা , ব্যাহত মেট্রো চলাচল - ব্যহত মেট্রো পরিষেবা
গীতাঞ্জলি মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের । তার জেরে বিঘ্নিত হল মেট্রো চলাচল । গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ।
কলকাতা, 14 অক্টোবর : অফিস টাইমে গীতাঞ্জলি স্টেশনে আত্মহত্যার চেষ্টা । তার জেরে আবারও বিঘ্নিত হল মেট্রো চলাচল । গুরুতর আহত অবস্থায় আত্মহত্যার চেষ্টাকারী বৃদ্ধকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে । তাঁর নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ।
দীর্ঘ পুজোর ছুটির পর আজই সপ্তাহের প্রথম কাজের দিন । আজ থেকেই খুলেছে সরকারি অফিস ৷ পুজোর ছুটির পর প্রথম স্বাভাবিক কাজের দিনে অফিসে যাওয়ার ব্যস্ততা তুঙ্গে । সপ্তাহের প্রথম দিনেই সকাল সাড়ে নয়টা নাগাদ গীতাঞ্জলি মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন ওই বৃদ্ধ ।
তার জেরে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা । তবে টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত মেট্রো চলছিল । সকাল দশটার সময় পর মেট্রো চলাচল শুরু হলেও, পরিষেবা স্বাভাবিক হয়নি বলে অভিযোগ যাত্রীদের।
Conclusion:সকাল দশটার কিছু সময় পর, মেট্রো চলাচল শুরু হলেও, পরিষেবা স্বাভাবিক হয়নি বলে অভিযোগ।