ETV Bharat / state

বিধানসভার বিক্ষোভে হেনস্থা ! একরাশ কর্মসূচির ডাক এসইউসিআইয়ের - প্রতিবাদ দিবস

SUCI Protest: বিধানসভার বিক্ষোভে তাদের হেনস্থা করার অভিযোগে মঙ্গলবার প্রতিবাদ দিবস পালন করবে এসইউসিআই ৷ এ ছাড়াও একরাশ কর্মসূচির ডাক দিয়েছে তারা ৷

SUCI Protest
একরাশ কর্মসূচির ডাক এসইউসিআইয়ের
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 8:01 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: রাজ্যজুড়ে চূড়ান্ত দুর্নীতি, মূল্যবৃদ্ধি, সারের কালোবাজারি, স্মার্ট মিটারের নামে বিদ্যুতের অস্বাভাবিক চার্জ বৃদ্ধি, জাতীয় শিক্ষানীতি চালু করা, নারী নির্যাতনের অভিযোগে এবং অবিলম্বে শূন্যপদে স্বচ্ছ নিয়োগ, বকেয়া ডিএ মেটানো-সহ একাধিক দাবিতে সোমবার বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাল এসইউসিআই । বিক্ষোভে পুলিশের সঙ্গে তারা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে । তার জেরে আহত হন দলের একাধিক কর্মী ও সমর্থক । এরই প্রতিবাদে এ বার পথে নামছে এসইউসিআই । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছে তারা ৷

তবে, শুধুই প্রতিবাদ দিবস পালন নয়, এ ছাড়াও সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছে এসইউসিআই । আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসাবে পালনের ডাক দিয়েছে তারা । তাছাড়াও সামনের বছর চার জানুয়ারি জেলায় জেলায় পালিত হবে মহকুমা দফতরে বিক্ষোভ কর্মসূচি । তারপরে 6 মার্চ কলকাতায় গণআইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে এসইউসিআই ।

কর্মসূচি প্রসঙ্গে এসইউসিআইয়ের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে আমরা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি জমা দেব । তার জন্য ডিসেম্বর থেকেই আমরা স্বাক্ষর সংগ্রহ করা শুরু করেছি । বর্তমানে জনস্বার্থের জন্য কাজ হচ্ছে না । আমরা মনে করি এর একমাত্র উপায় গণআন্দোলন । সেই গণআন্দোলন যথার্থ বামপন্থী গণআন্দোলন । সেই বামপন্থী গণআন্দোলনের পতাকাকে বহন করে আমাদের দল আগামী 6 মার্চ আইন আন্দোলনের ডাক দিয়েছে ।"

আরও পড়ুন:

  1. সমাবেশের মাঝেই ব্রিগেডে এসইউসিআই কর্মীদের চোখে ঘুম, কেউ ব্যস্ত মোবাইলে
  2. ব্রিগেড সমাবেশ থেকে সিপিএমের সমালোচনায় মুখর এসইউসিআই, পালটা কটাক্ষ সেলিমের
  3. বিজেপির হার চেয়েও 'ইন্ডিয়া'র ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসইউসিআইয়ের

কলকাতা, 4 ডিসেম্বর: রাজ্যজুড়ে চূড়ান্ত দুর্নীতি, মূল্যবৃদ্ধি, সারের কালোবাজারি, স্মার্ট মিটারের নামে বিদ্যুতের অস্বাভাবিক চার্জ বৃদ্ধি, জাতীয় শিক্ষানীতি চালু করা, নারী নির্যাতনের অভিযোগে এবং অবিলম্বে শূন্যপদে স্বচ্ছ নিয়োগ, বকেয়া ডিএ মেটানো-সহ একাধিক দাবিতে সোমবার বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাল এসইউসিআই । বিক্ষোভে পুলিশের সঙ্গে তারা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে । তার জেরে আহত হন দলের একাধিক কর্মী ও সমর্থক । এরই প্রতিবাদে এ বার পথে নামছে এসইউসিআই । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যব্যাপী প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছে তারা ৷

তবে, শুধুই প্রতিবাদ দিবস পালন নয়, এ ছাড়াও সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছে এসইউসিআই । আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসাবে পালনের ডাক দিয়েছে তারা । তাছাড়াও সামনের বছর চার জানুয়ারি জেলায় জেলায় পালিত হবে মহকুমা দফতরে বিক্ষোভ কর্মসূচি । তারপরে 6 মার্চ কলকাতায় গণআইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে এসইউসিআই ।

কর্মসূচি প্রসঙ্গে এসইউসিআইয়ের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে আমরা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি জমা দেব । তার জন্য ডিসেম্বর থেকেই আমরা স্বাক্ষর সংগ্রহ করা শুরু করেছি । বর্তমানে জনস্বার্থের জন্য কাজ হচ্ছে না । আমরা মনে করি এর একমাত্র উপায় গণআন্দোলন । সেই গণআন্দোলন যথার্থ বামপন্থী গণআন্দোলন । সেই বামপন্থী গণআন্দোলনের পতাকাকে বহন করে আমাদের দল আগামী 6 মার্চ আইন আন্দোলনের ডাক দিয়েছে ।"

আরও পড়ুন:

  1. সমাবেশের মাঝেই ব্রিগেডে এসইউসিআই কর্মীদের চোখে ঘুম, কেউ ব্যস্ত মোবাইলে
  2. ব্রিগেড সমাবেশ থেকে সিপিএমের সমালোচনায় মুখর এসইউসিআই, পালটা কটাক্ষ সেলিমের
  3. বিজেপির হার চেয়েও 'ইন্ডিয়া'র ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসইউসিআইয়ের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.