কলকাতা, 27 মে : আজই BJP- তে যোগ দিতে পারেন মুকুলপুত্র শুভ্রাংশু । মুকুল রায়ের সঙ্গে একই বিমানে আজ দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি ।
BJP সূত্রে খবর, আজ সকালেই BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে ফোনে কথা বলেন শুভ্রাংশু । BJP-র সাংগঠনিক পদে বসানো নিয়ে তাঁদের মধ্যে কথা প্রায় চূড়ান্ত বলে জানা গেছে । সূত্রের খবর, শুভ্রাংশুকে যুব মোর্চার রাজ্য সভাপতি করা হতে পারে ।
আজ দিল্লি যাওয়ার আগে দিলীপ ঘোষের সঙ্গেও ফোনে কথা বলেন শুভ্রাংশু । আজ রাতেই দিল্লিতে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করবেন তিনি।