ETV Bharat / state

"আমি নয় আমরা"-য় জোর দিতেন কিবু স্যার , কোচের প্রশংসায় দুই তরুণ প্রতিভা

author img

By

Published : May 10, 2020, 1:02 PM IST

আরও ভালো খেলতে চান শুভ ঘোষ এবং শেখ সাহিল । নিজেদের সাফল্যের পিছনে স্প্যানিশ হেডস্যারকে কৃতিত্ব দিচ্ছেন তাঁরা ।

football
ফুটবল

কলকাতা, 10 মে : প্রতিষ্ঠিত নামের ভিড়ে ওঁরা দু'জন নতুন মুখ । এই অবস্থায় সাজঘরের একদিকে অবহেলায় পড়ে থাকা সাধারণত ভবিতব্য হয়ে থাকে । কিন্তু স্প্যানিশ ভদ্রলোকের কাছে দল সবার আগে । বড় নামের ভিড়ের চেয়ে মাঠের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ । তাই শুভ ঘোষ এবং শেখ সাহিলরা বড় নামের আড়ালে কুঁকড়ে যাননি । বরং কোচ কিবু ভিকুনার উৎসাহে নিজেদের মেলে ধরেছেন । মাঝ মাঠে ফ্রান গঞ্জালেসের পাশে দাঁড়িয়ে নির্ভরতা দিয়েছিলেন শেখ সাহিল ।

"ফ্রান গঞ্জালেস আমাদের মাঝ মাঠের নিউক্লিয়াস ছিলেন । মিডফিল্ড জেনেরাল বলা হত । কিবু স্যার পাশে দাঁড়িয়ে পজিশনের উন্নতি করার কথা বারবার বলতেন", জানিয়েছেন বছর কুড়ির প্রতিভাবান মিডফিল্ডার শুভ ঘোষ । একই সঙ্গে বলেন, "কোচ আমাদের বলতেন কোনও পরিস্থিতিতে যেন খেলার ধরন বদলে না যায় । ডিফেন্স এবং আক্রমণের মধ্যে সমন্বয় রক্ষার দায়িত্ব ছিল । ফ্রান রক্ষণের পাশাপাশি আক্রমণে অংশ নিতেন । সেই সময় আমি সমন্বয় রক্ষার চেষ্টা করতাম । আবার আমি আক্রমণে অংশ নিলে ফ্রান রক্ষণ সামলাতেন ।" পরিবর্ত হিসেবে মাঠে নেমে গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলের জয়ে অংশ নিয়েছেন শুভ ঘোষ । আই লিগে তিনটি গোল রয়েছে বাঙালি স্ট্রাইকারের । নিজের সাফল্যের পিছনে স্প্যানিশ হেডস্যারকে কৃতিত্ব দিতে চান ।

একই সঙ্গে রঞ্জন চৌধুরির সাহায্যের কথা শুভর মুখে । কোচের প্রশংসা করতে গিয়ে বাঙালি স্ট্রাইকার বলেছেন, "প্রতিটি ছোটো-খাটো বিষয়ে কিবু স্যার এবং রঞ্জন স্যার নজর দিতেন । প্রতিদিন অনুশীলনের শেষে আমাকে শট নিতে বলতেন । শিলটনদা, শংকরদা গোল রক্ষায় দাঁড়াতেন । বয়সভিত্তিক খেলায় আমি নিয়মিত পেনাল্টি শট মারতাম । তাই পেনাল্টি মারার সময় বা গোলমুখে শট নেওয়ার সময় আত্মবিশ্বাসের অভাবে ভুগিনি ।" প্রথম দিকে শেখ সাহিল ডিফেন্সে খেললেও কিবু ভিকুনা তাঁকে মাঝ মাঠে খেলার নির্দেশ দেন । ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল না তা প্রমাণিত । ফুটবলের খুঁটিনাটি বোঝানোই নয়, 48 বছরের স্প্যানিশ হেডস্যার ভালো টিমমেট হওয়ার উপর জোর দিতেন । "আমি নয় আমরা"-য় জোর দিতে বলতেন কিবু স্যার । মরশুম শেষে তাই বিদায়ী কোচের প্রশংসায় দুই তরুণ প্রতিভা ।

কলকাতা, 10 মে : প্রতিষ্ঠিত নামের ভিড়ে ওঁরা দু'জন নতুন মুখ । এই অবস্থায় সাজঘরের একদিকে অবহেলায় পড়ে থাকা সাধারণত ভবিতব্য হয়ে থাকে । কিন্তু স্প্যানিশ ভদ্রলোকের কাছে দল সবার আগে । বড় নামের ভিড়ের চেয়ে মাঠের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ । তাই শুভ ঘোষ এবং শেখ সাহিলরা বড় নামের আড়ালে কুঁকড়ে যাননি । বরং কোচ কিবু ভিকুনার উৎসাহে নিজেদের মেলে ধরেছেন । মাঝ মাঠে ফ্রান গঞ্জালেসের পাশে দাঁড়িয়ে নির্ভরতা দিয়েছিলেন শেখ সাহিল ।

"ফ্রান গঞ্জালেস আমাদের মাঝ মাঠের নিউক্লিয়াস ছিলেন । মিডফিল্ড জেনেরাল বলা হত । কিবু স্যার পাশে দাঁড়িয়ে পজিশনের উন্নতি করার কথা বারবার বলতেন", জানিয়েছেন বছর কুড়ির প্রতিভাবান মিডফিল্ডার শুভ ঘোষ । একই সঙ্গে বলেন, "কোচ আমাদের বলতেন কোনও পরিস্থিতিতে যেন খেলার ধরন বদলে না যায় । ডিফেন্স এবং আক্রমণের মধ্যে সমন্বয় রক্ষার দায়িত্ব ছিল । ফ্রান রক্ষণের পাশাপাশি আক্রমণে অংশ নিতেন । সেই সময় আমি সমন্বয় রক্ষার চেষ্টা করতাম । আবার আমি আক্রমণে অংশ নিলে ফ্রান রক্ষণ সামলাতেন ।" পরিবর্ত হিসেবে মাঠে নেমে গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলের জয়ে অংশ নিয়েছেন শুভ ঘোষ । আই লিগে তিনটি গোল রয়েছে বাঙালি স্ট্রাইকারের । নিজের সাফল্যের পিছনে স্প্যানিশ হেডস্যারকে কৃতিত্ব দিতে চান ।

একই সঙ্গে রঞ্জন চৌধুরির সাহায্যের কথা শুভর মুখে । কোচের প্রশংসা করতে গিয়ে বাঙালি স্ট্রাইকার বলেছেন, "প্রতিটি ছোটো-খাটো বিষয়ে কিবু স্যার এবং রঞ্জন স্যার নজর দিতেন । প্রতিদিন অনুশীলনের শেষে আমাকে শট নিতে বলতেন । শিলটনদা, শংকরদা গোল রক্ষায় দাঁড়াতেন । বয়সভিত্তিক খেলায় আমি নিয়মিত পেনাল্টি শট মারতাম । তাই পেনাল্টি মারার সময় বা গোলমুখে শট নেওয়ার সময় আত্মবিশ্বাসের অভাবে ভুগিনি ।" প্রথম দিকে শেখ সাহিল ডিফেন্সে খেললেও কিবু ভিকুনা তাঁকে মাঝ মাঠে খেলার নির্দেশ দেন । ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল না তা প্রমাণিত । ফুটবলের খুঁটিনাটি বোঝানোই নয়, 48 বছরের স্প্যানিশ হেডস্যার ভালো টিমমেট হওয়ার উপর জোর দিতেন । "আমি নয় আমরা"-য় জোর দিতে বলতেন কিবু স্যার । মরশুম শেষে তাই বিদায়ী কোচের প্রশংসায় দুই তরুণ প্রতিভা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.