ETV Bharat / state

Dengue: ডেঙ্গি আক্রান্ত বাগনান সাব ইন্সপেক্টর, ক্রমেই বাড়ছে আতঙ্ক - Dengue

সম্প্রতি কলকাতায় ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হরিদেবপুরের বাসিন্দা শর্মিলা চট্টোপাধ্যায়ের ৷ এরপরেই ডেঙ্গির কবলে বাগনান থানার সাব ইন্সপেক্টর (Sub Inspector of Bagnan Police Station) । সোমবার দুপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি ।

Sub Inspector of Bagnan Police Station suffering from Dengue
Dengue
author img

By

Published : Sep 6, 2022, 10:43 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি (Dengue) । ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের পাশাপাশি কলকাতা পৌরসভার পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে । কলকাতায় (Kolkata) ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের ।

প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যবস্থা । তবে এর পরেও ডেঙ্গির কবলে বাগনান থানার সাব ইন্সপেক্টর । সোমবার দুপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি (Sub Inspector of Bagnan Police Station suffering from Dengue) । চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন । তবে চিকিৎসকমহলের (Doctors) পক্ষ থেকে বারবার ডেঙ্গির থেকে সতর্কতা থাকার কথা বলছে । জল যাতে না জমে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে পৌরসভার তরফে ।

চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলেই ফেলে না রেখে তৎক্ষণাৎ তাঁকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ রোগীর পরিবার যাতে চিকিৎসকের পরামর্শ নেয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে । ডেঙ্গির জ্বর 3 থেকে 14 দিন পর্যন্ত স্থায়ী হয় । সাধারণত 7 দিনের মধ্যে জ্বরের সঙ্গে ডেঙ্গুর অন্যান্য উপসর্গগুলো জোড়ালো হতে শুরু করে । রক্ত পরীক্ষায় যদি ডেঙ্গি ধরা পড়ে তাহলে নিয়মিতভাবে প্লেটলেট কাউন্ট করাতে হবে বলে চিকিৎসকেরা জানান । প্লেটলেট কাউন্ট কমে গেলে রোগীর মৃত্যু অবধি ঘটতে পারে ।

আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতিতে হরিদেবপুরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, জানাল পৌরনিগম

হাওড়ায় (Howrah) গত বছর এ পর্যন্ত মাত্র 19 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন । এ বছর সেই সংখ্যাটা 620 । মৃত্যুও হয়েছে দুজনের । ডেঙ্গিতে যাতে পুলিশকর্মীরা আক্রান্ত না হয় তার জন্য সম্প্রতি লালবাজারে কলকাতা পুলিশের নগরপাল (Police Commissioner of Kolkata) একটি বৈঠক করে প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দিয়েছিলেন সতর্ক হওয়ায় ৷ থানার বাইরে কোনওরকমের আবর্জনা বা ময়লার স্তুপ যেন না থাকে । ডেঙ্গিতে পুলিশকর্মীর আক্রান্ত হওয়ার খবর আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বাগনান থানায় ।

কলকাতা, 6 সেপ্টেম্বর: রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি (Dengue) । ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের পাশাপাশি কলকাতা পৌরসভার পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে । কলকাতায় (Kolkata) ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের ।

প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যবস্থা । তবে এর পরেও ডেঙ্গির কবলে বাগনান থানার সাব ইন্সপেক্টর । সোমবার দুপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি (Sub Inspector of Bagnan Police Station suffering from Dengue) । চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন । তবে চিকিৎসকমহলের (Doctors) পক্ষ থেকে বারবার ডেঙ্গির থেকে সতর্কতা থাকার কথা বলছে । জল যাতে না জমে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে পৌরসভার তরফে ।

চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলেই ফেলে না রেখে তৎক্ষণাৎ তাঁকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ রোগীর পরিবার যাতে চিকিৎসকের পরামর্শ নেয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে । ডেঙ্গির জ্বর 3 থেকে 14 দিন পর্যন্ত স্থায়ী হয় । সাধারণত 7 দিনের মধ্যে জ্বরের সঙ্গে ডেঙ্গুর অন্যান্য উপসর্গগুলো জোড়ালো হতে শুরু করে । রক্ত পরীক্ষায় যদি ডেঙ্গি ধরা পড়ে তাহলে নিয়মিতভাবে প্লেটলেট কাউন্ট করাতে হবে বলে চিকিৎসকেরা জানান । প্লেটলেট কাউন্ট কমে গেলে রোগীর মৃত্যু অবধি ঘটতে পারে ।

আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতিতে হরিদেবপুরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, জানাল পৌরনিগম

হাওড়ায় (Howrah) গত বছর এ পর্যন্ত মাত্র 19 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন । এ বছর সেই সংখ্যাটা 620 । মৃত্যুও হয়েছে দুজনের । ডেঙ্গিতে যাতে পুলিশকর্মীরা আক্রান্ত না হয় তার জন্য সম্প্রতি লালবাজারে কলকাতা পুলিশের নগরপাল (Police Commissioner of Kolkata) একটি বৈঠক করে প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দিয়েছিলেন সতর্ক হওয়ায় ৷ থানার বাইরে কোনওরকমের আবর্জনা বা ময়লার স্তুপ যেন না থাকে । ডেঙ্গিতে পুলিশকর্মীর আক্রান্ত হওয়ার খবর আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বাগনান থানায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.