কলকাতা, 13 অক্টোবর : শিশু অপহরণের ঘটনায় অভিযুক্তকে জেরা করতে করতেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়লেন থানার সাব-ইনস্পেক্টরের। পুজোর দিনে পুলিশমহলে শোকের ছায়া। উল্টোডাঙা থানায় ঘটনা ৷ অভিযুক্তকে জেরা করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সাব-ইনস্পেক্টরের আফতাব আহম্মদ।
অভিযুক্তকে জোর করার সময় হৃদরোগে আক্রান্ত হন ওই পুলিশ অফিসার ৷ তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ৷ কিন্তু অষ্টমীর ভোরে মৃত্যু হয় ওই সাব-ইনস্পেক্টরের ৷ অভিযুক্তকে জেরার সময় আচমকাই আফতাব ঘামতে শুরু করেন। ব্যাপারটা খেয়াল করেন থানার ওসি। ঘামে গা ভিজে যায় ৷ অস্পষ্ঠ স্বরে আফতাব জানান, তিনি অসুস্থ বোধ করছেন। এর পর ওসি নিজেই গাড়ি করে মঙ্গলবার রাতে বাইপাসের ধারে এক হাসপাতালে নিয়ে যান। কিন্তু ভোর রাতেই আসে সেই দুসংবাদ। হাসপাতাল থেকে থানায় ফোন করে জানানো হয় এদিন ভোর রাতে আফতাবের হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে সকালেই সংশ্লিষ্ট থানায় আসেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা।
কিন্তু চিকিৎসকরা সাব-ইনস্পেক্টর আফতাবকে পরীক্ষা করে জানিয়েছিলেন, সমস্যা গুরুতর নয়। তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। কিন্তু রাতের দিকে আরও অসুস্থ হয়ে পড়েন আফতাব আহমেদ। একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। ভোর 4 টে 20 মিনিটে থেমে যায় স্পন্দন।
আরও পড়ুন : সাংবাদিক-পুত্রকে অপহরণ, 45 লাখ মুক্তিপণ দাবি
পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার উল্টোডাঙা থানা এলাকায় বছর তিনেকের একটি শিশু নিখোঁজ হয়। পরিবারের তরফে অপহরণের মামলা দায়ের করা হয়। সাব-ইনস্পেক্টর আফতাব মেহতাব ঘটনাটির তদন্ত করছিলেন। মঙ্গলবারই অভিযুক্তকে গ্রেফতার করেন তিনি। শিশুটি কোথার রয়েছে, কেন অপহরণ করেছে ? তা জানতেই উল্টোডাঙা থানায় অভিযুক্তকে জেরা করছিলেন ওই সাব-ইনস্পেক্টর ৷