ETV Bharat / state

School Reopening : অভিভাবকরা চাইলেই স্কুলমুখী হবে পড়ুয়ারা, জানালেন শিক্ষামন্ত্রী

16 নভেম্বর থেকে স্কুল খুললেও পড়ুয়াদের স্কুলে আসার ক্ষেত্রে একাধিক নির্দেশিকা জানিয়েছে রাজ্যের শিক্ষা দফতর ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে কী বললেন ?

School Re-opening
School Re-opening
author img

By

Published : Nov 11, 2021, 9:52 PM IST

Updated : Nov 11, 2021, 9:59 PM IST

কলকাতা, 11 নভেম্বর : পড়ুয়াদের স্কুলে আসতে বাধ্য করা যাবে না । অভিভাবকরা স্বেচ্ছায় বাচ্চাদের বিদ্যালয় পাঠালে তবেই আসবে তারা । স্কুলে এসে ক্লাস করতে রাজ্য সরকার জোর করতে পারবে না । বৃহস্পতিবার এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

প্রায় 19 মাস পর আবার খুলছে রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুল । তবে ক্লাস হবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত । আদালতও জানিয়ে দিয়েছে যে, 16 নভেম্বর স্কুল খোলায় কোনও সমস্যা নেই । রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও এখনও পুরোপুরিভাবে কাটেনি ভয় ।

বড়দের টিকাকরণ প্রক্রিয়া ধীরে ধীরে সম্পূর্ণ হলেও এ রাজ্যে বাচ্চাদের এখনও টিকাকরণ শুরু হয়নি । তাই কোনও রকম ঝুঁকি নিতে চায় না রাজ্য সরকার ।


ঠিক একইভাবে এর আগে বেসরকারি স্কুলগুলি অভিভাবকদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি সম্মতিপত্রে সই করিয়ে তবেই পড়ুয়াদের স্কুলে আসার অনুমতি দিয়েছে ৷ যে অভিভাবকরা সম্মতিপত্রে সই করেননি তাদের বাচ্চারা স্কুলে আসবে না ৷ তবে স্কুলে না আসায় তারা যে পড়াশোনা থেকে বঞ্চিত হবে এমনটা নয় ৷ তাদের জন্য অনলাইনে পঠন-পাঠন ব্যবস্থা চালু রাখবে স্কুল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : School Reopening Case : স্কুল খোলার বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টে

কলকাতা, 11 নভেম্বর : পড়ুয়াদের স্কুলে আসতে বাধ্য করা যাবে না । অভিভাবকরা স্বেচ্ছায় বাচ্চাদের বিদ্যালয় পাঠালে তবেই আসবে তারা । স্কুলে এসে ক্লাস করতে রাজ্য সরকার জোর করতে পারবে না । বৃহস্পতিবার এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

প্রায় 19 মাস পর আবার খুলছে রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুল । তবে ক্লাস হবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত । আদালতও জানিয়ে দিয়েছে যে, 16 নভেম্বর স্কুল খোলায় কোনও সমস্যা নেই । রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও এখনও পুরোপুরিভাবে কাটেনি ভয় ।

বড়দের টিকাকরণ প্রক্রিয়া ধীরে ধীরে সম্পূর্ণ হলেও এ রাজ্যে বাচ্চাদের এখনও টিকাকরণ শুরু হয়নি । তাই কোনও রকম ঝুঁকি নিতে চায় না রাজ্য সরকার ।


ঠিক একইভাবে এর আগে বেসরকারি স্কুলগুলি অভিভাবকদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি সম্মতিপত্রে সই করিয়ে তবেই পড়ুয়াদের স্কুলে আসার অনুমতি দিয়েছে ৷ যে অভিভাবকরা সম্মতিপত্রে সই করেননি তাদের বাচ্চারা স্কুলে আসবে না ৷ তবে স্কুলে না আসায় তারা যে পড়াশোনা থেকে বঞ্চিত হবে এমনটা নয় ৷ তাদের জন্য অনলাইনে পঠন-পাঠন ব্যবস্থা চালু রাখবে স্কুল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : School Reopening Case : স্কুল খোলার বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টে

Last Updated : Nov 11, 2021, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.