ETV Bharat / state

উপাচার্যকে আক্রমণ ঠিক নয়, ছাত্রছাত্রীদের শৃঙ্খলাপরায়ণ হতে হবে : রাজ্যপাল

যাদবপুরের ছাত্রছাত্রীদের শৃঙ্খলাপরায়ণ হওয়ার কথা বললেন রাজ্যপাল

রাজ্যপাল
author img

By

Published : Feb 25, 2019, 4:35 PM IST

বারাসত, ২৫ ফেব্রুয়ারি : "ঐক্য আর একটি প্রতিষ্ঠানের শৃঙ্খলা এক নয়। ছাত্রছাত্রীদের শৃঙ্খলাপরায়ণ হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আক্রমণ করা উচিত নয়।" বারাসতে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যাদবপুর প্রসঙ্গে একথা বললেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের দাবিতে ১৯ ফেব্রুয়ারি থেকে অবস্থান-বিক্ষোভ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এই ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রদীপকুমার ঘোষকে কার্যত ঘেরাও করে রেখেছে তারা। আজ এই বিষয়ে ছাত্রদের ঐক্য ও শৃঙ্খলা সম্পর্কে সচেতন করেন রাজ্যপাল।

আজ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়। সেখানে হাজির ছিলেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, রয়্যাল সোসাইটির ফেলো গোবর্ধন মেহেতা, উপাচার্য বাসব চৌধুরি, রেজিস্ট্রার তপন দত্তসহ অন্যরা। সমাবর্তন অনুষ্ঠানে ৫৯৫ জনকে বিভিন্ন বিষয়ে শংসাপত্র দেওয়া হয়। তার মধ্যে ৪০ জনকে Ph.D ও ১০ জনকে M.Phil শংসাপত্র দেওয়া হয়েছে।

বারাসত, ২৫ ফেব্রুয়ারি : "ঐক্য আর একটি প্রতিষ্ঠানের শৃঙ্খলা এক নয়। ছাত্রছাত্রীদের শৃঙ্খলাপরায়ণ হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আক্রমণ করা উচিত নয়।" বারাসতে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যাদবপুর প্রসঙ্গে একথা বললেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের দাবিতে ১৯ ফেব্রুয়ারি থেকে অবস্থান-বিক্ষোভ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এই ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রদীপকুমার ঘোষকে কার্যত ঘেরাও করে রেখেছে তারা। আজ এই বিষয়ে ছাত্রদের ঐক্য ও শৃঙ্খলা সম্পর্কে সচেতন করেন রাজ্যপাল।

আজ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়। সেখানে হাজির ছিলেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, রয়্যাল সোসাইটির ফেলো গোবর্ধন মেহেতা, উপাচার্য বাসব চৌধুরি, রেজিস্ট্রার তপন দত্তসহ অন্যরা। সমাবর্তন অনুষ্ঠানে ৫৯৫ জনকে বিভিন্ন বিষয়ে শংসাপত্র দেওয়া হয়। তার মধ্যে ৪০ জনকে Ph.D ও ১০ জনকে M.Phil শংসাপত্র দেওয়া হয়েছে।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.