ETV Bharat / state

কলকাতা মেডিকেলের হস্টেলে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত দাবি - জেন্ডার স্যানিটাইজ়েশন কমিটি অ্যাগেনস্ট সেক্সুয়াল হ্যারার্সমেন্ট

পড়ুয়াদের সংগঠনের তরফে বৃহস্পতিবার বলা হয়েছে, মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেলে এক ছাত্রীকে হাসপাতালেরই এক চিকিৎসক যৌন নির্যাতন করেছে ৷ এই অভিযোগের ভিত্তিতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে একাধিক দাবি পেশ করেছে ওই সংগঠন ।

হস্টেলে ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগ
হস্টেলে ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগ
author img

By

Published : Aug 13, 2020, 9:10 PM IST

কলকাতা, 13 অগাস্ট : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেলে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্ত কমিটি গঠনের দাবি জানাল মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (MCKRDA) ৷ অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়াদের সংগঠন মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (MCDSA) তরফেও । যদিও এই বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি ।

পড়ুয়াদের ওই সংগঠনের তরফে বৃহস্পতিবার বলা হয়েছে, মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেলে এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছে এক চিকিৎসক । এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটি দাবি পেশ করেছে সংগঠন । এই দাবিগুলির মধ্যে রয়েছে, অবিলম্বে কলেজ স্তরে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে গোটা বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে হবে । তদন্ত কমিটিতে কোনও গোপন শক্তির প্রভাব খাটানো কোনওভাবেই সহ্য করা হবে না । অভিযুক্ত বা তার ঘনিষ্ঠদের কোনওমতেই এই কমিটির অংশ হতে দেওয়া যাবে না ।

এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অবিলম্বে জেন্ডার স্যানিটাইজ়েশন কমিটি অ্যাগেইনস্ট সেক্সুয়াল হ্যারাজ়মেন্ট বা GSCASH চালু করার দাবি করেছে ওই সংস্থা । পড়ুয়াদের তরফে জানানো হয়েছে, GSCASH ও ইন্টার্নাল কমপ্লেইন্টস কমিটি বা ICC জাতীয় বডি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ।

পড়ুয়াদের বক্তব্য, যৌন নির্যাতনের অভিযোগের এই ঘটনা শুধু কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ঐতিহ্যকেই নষ্ট করছে না, এই কলেজের পড়ুয়াদের সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকট করে তুলেছে । যৌন নির্যাতনের অভিযোগের এই ঘটনায় নিরপেক্ষ এবং বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজ়েশনের (AIDSO) মেডিকেল ইউনিট ।

এদিকে যৌন নির্যাতনের এই অভিযোগের বিষয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে এই অভিযোগের বিষয়ে তাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

কলকাতা, 13 অগাস্ট : কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেলে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্ত কমিটি গঠনের দাবি জানাল মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (MCKRDA) ৷ অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়াদের সংগঠন মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (MCDSA) তরফেও । যদিও এই বিষয়ে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি ।

পড়ুয়াদের ওই সংগঠনের তরফে বৃহস্পতিবার বলা হয়েছে, মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেলে এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছে এক চিকিৎসক । এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটি দাবি পেশ করেছে সংগঠন । এই দাবিগুলির মধ্যে রয়েছে, অবিলম্বে কলেজ স্তরে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে গোটা বিষয়টি দ্রুত খতিয়ে দেখতে হবে । তদন্ত কমিটিতে কোনও গোপন শক্তির প্রভাব খাটানো কোনওভাবেই সহ্য করা হবে না । অভিযুক্ত বা তার ঘনিষ্ঠদের কোনওমতেই এই কমিটির অংশ হতে দেওয়া যাবে না ।

এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অবিলম্বে জেন্ডার স্যানিটাইজ়েশন কমিটি অ্যাগেইনস্ট সেক্সুয়াল হ্যারাজ়মেন্ট বা GSCASH চালু করার দাবি করেছে ওই সংস্থা । পড়ুয়াদের তরফে জানানো হয়েছে, GSCASH ও ইন্টার্নাল কমপ্লেইন্টস কমিটি বা ICC জাতীয় বডি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ।

পড়ুয়াদের বক্তব্য, যৌন নির্যাতনের অভিযোগের এই ঘটনা শুধু কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ঐতিহ্যকেই নষ্ট করছে না, এই কলেজের পড়ুয়াদের সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকট করে তুলেছে । যৌন নির্যাতনের অভিযোগের এই ঘটনায় নিরপেক্ষ এবং বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজ়েশনের (AIDSO) মেডিকেল ইউনিট ।

এদিকে যৌন নির্যাতনের এই অভিযোগের বিষয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসের বক্তব্য জানতে চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে এই অভিযোগের বিষয়ে তাঁর কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.