ETV Bharat / state

Medical College Kolkata: ফেব্রুয়ারির মধ্য়েই নির্বাচনের প্রতিশ্রুতি, ঘেরাও উঠল কলকাতা মেডিক্যালে - ঘেরাও

তিনদিনের অচলাবস্থা কাটল কলকাতা মেডিক্যাল কলেজে (Medical College Kolkata) ৷ ছাত্র সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি পেতেই ঘেরাও তুলে নিলেন পড়ুয়ারা ৷

Student Agitation in Medical College Kolkata withdrawn after three days
Medical College Kolkata: ফেব্রুয়ারির মধ্য়েই নির্বাচনের প্রতিশ্রুতি, ঘেরাও উঠল কলকাতা মেডিক্য়ালে
author img

By

Published : Oct 20, 2022, 8:56 PM IST

Updated : Oct 20, 2022, 9:07 PM IST

কলকাতা, 20 অক্টোবর: ছাত্র সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি মিলতেই ঘেরাও আন্দোলন (Student Agitation) প্রত্যাহার করে নিলেন কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College Kolkata) পড়ুয়ারা ৷ তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল, কলেজে ছাত্র সংসদের নির্বাচন করার অনুমতি দিতে হবে ৷ সেই দাবিতেই গত তিন ধরে চলছিল পড়ুয়াদের ঘেরাও কর্মসূচি ৷ গত মঙ্গলবারের পর বুধবারও রাতভর ঘেরাও ছিলেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার-সহ অন্যরা ৷ অবশেষে বৃহস্পতিবার সেই জট কাটল ৷ আন্দোলন শেষ হতেই কাজে ফিরে গেলেন ছাত্রছাত্রীরা ৷

কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, নতুন ছাত্র সংসদ গঠনের জন্য নির্বাচন করানোর দাবিতে বেশ কিছুদিন ধরেই কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছিল পড়ুয়াদের ৷ কিন্তু, তাতে সমস্য়া মেটেনি ৷ সেই কারণেই ঘেরাও আন্দোলনে সামিল হন পড়ুয়ারা ৷ এই প্রেক্ষাপটে বুধবার থেকে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় বৈঠক হয় ৷ বুধবার বর্তমান ছাত্র সংসদের সদস্যরাও সেই বৈঠকে যোগ দেন ৷ ছাত্র বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদেরও ৷ পড়ুয়ারা সংসদ সদস্যদেরও ঘেরাও করে রাখেন ৷

আরও পড়ুন: সলমানের উপর হামলা, আমতা থানা ঘেরাও করবে এসএফআই-ডিওয়াইএফআই

এরপর বৃহস্পতিবার ছাত্র সংসদের বৈঠকে যোগ দিতে আসেন ছাত্র সংসদের অন্যতম সদস্য শান্তনু সেন ৷ সেই সময় তাঁকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান ওঠে ৷ এর জেরে প্রায় আধঘণ্টা বৈঠকে থেকেই বেরিয়ে যেতে বাধ্য হন শান্তনু ৷ অন্যদিকে, টানা ঘেরাওয়ের ফলে অসুস্থ হয়ে পড়েন কাউন্সিলের আর এক সদস্য ৷ শেষমেশ বৈঠকে শেষে সিদ্ধান্ত হয়, আগামী বছরের ফেব্রুয়ারির মাসের মধ্যেই নির্বাচন করানো হবে ৷ এরপরই আন্দোলন প্রত্যাহার করে নেন পড়ুয়ারা ৷

উল্লেখ্য, 2016 সালে কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের ভোটে জয়ী হয় তৃণমূল ছাত্র পরিষদ ৷ তারপর থেকে আর এখানে ভোট হয়নি ৷ অভিযোগ, একাধিকবার ভোট করানোর দাবি জানালেও মিলেছে শুধুই আশ্বাস ৷ এর আগে, মঙ্গলবার ফের ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার দাবিতে সরব হন মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷ ওই দিনই দুপুর 12 টাকা রাতভর হাসপাতালের সুপার, ডেপুটি সুপার-সহ পাঁচজন চিকিৎসক অধ্যাপককে ঘেরাও করে চলে বিক্ষোভ ৷

সমস্যা মেটাতে কলেজ কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয় ৷ এর ফলে প্রায় 25 ঘণ্টা পর বুধবার দুপুরে ঘেরাওমুক্ত হন আধিকারিকরা ৷ কিন্তু সেই বৈঠকে সমাধান সূত্র না মেলায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়াদের একাংশ ৷ আবারও ঘেরাও করা হয় সুপার, ডেপুটি-সুপার সহ কলেজ কাউন্সিলের সদস্যদের ৷ অবশেষে সেই ঘেরাও উঠল ৷

কলকাতা, 20 অক্টোবর: ছাত্র সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি মিলতেই ঘেরাও আন্দোলন (Student Agitation) প্রত্যাহার করে নিলেন কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College Kolkata) পড়ুয়ারা ৷ তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল, কলেজে ছাত্র সংসদের নির্বাচন করার অনুমতি দিতে হবে ৷ সেই দাবিতেই গত তিন ধরে চলছিল পড়ুয়াদের ঘেরাও কর্মসূচি ৷ গত মঙ্গলবারের পর বুধবারও রাতভর ঘেরাও ছিলেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার-সহ অন্যরা ৷ অবশেষে বৃহস্পতিবার সেই জট কাটল ৷ আন্দোলন শেষ হতেই কাজে ফিরে গেলেন ছাত্রছাত্রীরা ৷

কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, নতুন ছাত্র সংসদ গঠনের জন্য নির্বাচন করানোর দাবিতে বেশ কিছুদিন ধরেই কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছিল পড়ুয়াদের ৷ কিন্তু, তাতে সমস্য়া মেটেনি ৷ সেই কারণেই ঘেরাও আন্দোলনে সামিল হন পড়ুয়ারা ৷ এই প্রেক্ষাপটে বুধবার থেকে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় বৈঠক হয় ৷ বুধবার বর্তমান ছাত্র সংসদের সদস্যরাও সেই বৈঠকে যোগ দেন ৷ ছাত্র বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদেরও ৷ পড়ুয়ারা সংসদ সদস্যদেরও ঘেরাও করে রাখেন ৷

আরও পড়ুন: সলমানের উপর হামলা, আমতা থানা ঘেরাও করবে এসএফআই-ডিওয়াইএফআই

এরপর বৃহস্পতিবার ছাত্র সংসদের বৈঠকে যোগ দিতে আসেন ছাত্র সংসদের অন্যতম সদস্য শান্তনু সেন ৷ সেই সময় তাঁকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান ওঠে ৷ এর জেরে প্রায় আধঘণ্টা বৈঠকে থেকেই বেরিয়ে যেতে বাধ্য হন শান্তনু ৷ অন্যদিকে, টানা ঘেরাওয়ের ফলে অসুস্থ হয়ে পড়েন কাউন্সিলের আর এক সদস্য ৷ শেষমেশ বৈঠকে শেষে সিদ্ধান্ত হয়, আগামী বছরের ফেব্রুয়ারির মাসের মধ্যেই নির্বাচন করানো হবে ৷ এরপরই আন্দোলন প্রত্যাহার করে নেন পড়ুয়ারা ৷

উল্লেখ্য, 2016 সালে কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের ভোটে জয়ী হয় তৃণমূল ছাত্র পরিষদ ৷ তারপর থেকে আর এখানে ভোট হয়নি ৷ অভিযোগ, একাধিকবার ভোট করানোর দাবি জানালেও মিলেছে শুধুই আশ্বাস ৷ এর আগে, মঙ্গলবার ফের ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার দাবিতে সরব হন মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷ ওই দিনই দুপুর 12 টাকা রাতভর হাসপাতালের সুপার, ডেপুটি সুপার-সহ পাঁচজন চিকিৎসক অধ্যাপককে ঘেরাও করে চলে বিক্ষোভ ৷

সমস্যা মেটাতে কলেজ কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয় ৷ এর ফলে প্রায় 25 ঘণ্টা পর বুধবার দুপুরে ঘেরাওমুক্ত হন আধিকারিকরা ৷ কিন্তু সেই বৈঠকে সমাধান সূত্র না মেলায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়াদের একাংশ ৷ আবারও ঘেরাও করা হয় সুপার, ডেপুটি-সুপার সহ কলেজ কাউন্সিলের সদস্যদের ৷ অবশেষে সেই ঘেরাও উঠল ৷

Last Updated : Oct 20, 2022, 9:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.