কলকাতা, 8 জুলাই : আগামীকাল থেকে রাজ্যের তিনটি জেলায় জারি হচ্ছে লকডাউন নির্দেশিকা । এলাকাগুলিতে চলবে কড়া নজরদারি । কিন্তু কতদিন লকডাউন চলবে সে বিষয়ে কিছু জানা যায়নি । আজ মুখ্যমন্ত্রী জানালেন আপাতত সাত দিন চলবে লকডাউন । পরে পরিস্থিতি বুঝে লকডাউন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।
হঠাৎই গতকাল কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বাড়ানোর ঘোষণা করা হয় । সেই বিষয়ে মুখ্যমন্ত্রী আজ জানান, "বেশি সংখ্যায় আক্রান্ত পাওয়া যাচ্ছে, তাই কনটেইনমেন্ট জ়োন । কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি জায়গায় ছোটো ছোটো করে কনটেইনমেন্ট জ়োন করা হয়েছে । কোরোনা সংক্রমণ রুখতে আরও সতর্ক থাকতে হবে ।"
লকডাউনে কড়া হবে পুলিশ, বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আপাতত সাত দিনের জন্য কড়া নজর রাখা হবে কনটেইনমেন্ট জ়োনগুলিতে । মাস্ক না পরে বেরোলে বাড়ি পাঠাবে পুলিশ । আর সাত দিন পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে ।"
আবাসনে কোরোনা সংক্রমণ বাড়ছে । এবিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বস্তির বাসিন্দারা অনেক বেশি সচেতন । তবে, আবাসনে কোরোনা সংক্রমণ বাড়ছে । তার একটা স্টাডিভিত্তিক তালিকা তৈরি করতে হবে ।"
নতুন করে কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন শুরু হচ্ছে আগামিকাল বিকেল থেকে । কোথায় কোথায় লকডাউন চলবে, তার তালিকাও দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে । কিন্তু দক্ষিণ 24 পরগনার কনটেইনমেন্ট জ়োনের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । বলেন, "পুরো জেলাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, জেলার তালিকা পুর্নবিবেচনা করতে হবে । রাজপুর-সোনারপুরে বেশি এলাকা কনটেইমেন্ট জ়োনে ঢোকানো হয়েছে । তালিকাটি পুর্নবিবেচনা করে আবার কাল তালিকা দিন ।"
কোরোনা পরিস্থিতি নিয়ে আজ চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী । বৈঠকে চিকিৎসকদের জানান, হাসপাতালে সংক্রমণ হয়ে অনেকের মৃত্যু হয়েছে । সরকারি-বেসরকারি হাসপাতাল উভয় কর্তৃপক্ষকেই তা দেখতে হবে । চিকিৎসকদের রেস্ট রুমে পোর্টেবল এসি দেওয়ার ব্যবস্থা করতে হবে । কোরোনা নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে, সে বিষয়ে দেখতে হবে ।