কলকাতা, 14 মে : "অমিত শাহর মিছিল শেষে কিছু ফেট্টি বাঁধা BJP-র গুন্ডা বিদ্যাসাগর কলেজে আগুন লাগিয়েছে । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে । এত বড় লজ্জা কখনও কলকাতায় ঘটেনি । এমনকী নকশাল আমলেও ঘটেনি । আমরা কিন্তু ছেড়ে দেব না । BJP তোমাদের ইঞ্চি ইঞ্চিতে জবাব দেব । কথাটা মাথায় রেখে দিও । দিল্লির গুন্ডা নেতারা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ? কোনও ক্ষমা নেই ।" বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "BJP-র এই কাজে আমরা লজ্জিত । আমরা ক্ষমা চাইছি । আমরা নিজেদের ধিক্কার জানাচ্ছি যে আমরা এখানে জন্মেছি । কেন পুলিশ ওদের মিছিল করতে দিল ? বাইরের গুন্ডা নিয়ে এসে আগুন লাগায়, দাঙ্গা লাগায়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে । তাদের কোনও ক্ষমা আছে ? কোনও ক্ষমা নেই ।"
শিক্ষামন্ত্রীকে অবিলম্বে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজে যাওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । পার্থবাবুর উদ্দেশ্যে বলেন, "বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের কাছে অফিসিয়াল কমপ্লেন করার অবেদন করবেন । আমার বাংলার হেরিটেজের গায়ে কেউ হাত দিলে আমার থেকে ভয়ংকর কেউ হবে না । আমার নেতাদের গায়ে হাত দিলে আমি ছাড়ব না ।"
তিনি বলেন, "একটা মিছিলে কত কোটি টাকা খরচ হয়েছে আমি জানতে চাই । কমিশনে অভিযোগ জানাব । ঝড় হলে তোমরা আসো না আর ভোট এলেই গুন্ডামি করতে আসো । কলকাতার মানুষদের বলছি, পাড়ায় যত গেস্ট হাউজ় আছে নজর রাখুন । বাইরে থেকে গুন্ডা আনা হচ্ছে । "