ETV Bharat / state

বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে, কোনও ক্ষমা নেই : মমতা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে । এত বড় লজ্জা কখনও কলকাতায় ঘটেনি । দিল্লির গুন্ডা নেতারা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ? কোনও ক্ষমা নেই ।" বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা
author img

By

Published : May 14, 2019, 9:28 PM IST

Updated : May 15, 2019, 12:33 AM IST

কলকাতা, 14 মে : "অমিত শাহর মিছিল শেষে কিছু ফেট্টি বাঁধা BJP-র গুন্ডা বিদ্যাসাগর কলেজে আগুন লাগিয়েছে । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে । এত বড় লজ্জা কখনও কলকাতায় ঘটেনি । এমনকী নকশাল আমলেও ঘটেনি । আমরা কিন্তু ছেড়ে দেব না । BJP তোমাদের ইঞ্চি ইঞ্চিতে জবাব দেব । কথাটা মাথায় রেখে দিও । দিল্লির গুন্ডা নেতারা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ? কোনও ক্ষমা নেই ।" বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "BJP-র এই কাজে আমরা লজ্জিত । আমরা ক্ষমা চাইছি । আমরা নিজেদের ধিক্কার জানাচ্ছি যে আমরা এখানে জন্মেছি । কেন পুলিশ ওদের মিছিল করতে দিল ? বাইরের গুন্ডা নিয়ে এসে আগুন লাগায়, দাঙ্গা লাগায়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে । তাদের কোনও ক্ষমা আছে ? কোনও ক্ষমা নেই ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

শিক্ষামন্ত্রীকে অবিলম্বে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজে যাওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । পার্থবাবুর উদ্দেশ্যে বলেন, "বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের কাছে অফিসিয়াল কমপ্লেন করার অবেদন করবেন । আমার বাংলার হেরিটেজের গায়ে কেউ হাত দিলে আমার থেকে ভয়ংকর কেউ হবে না । আমার নেতাদের গায়ে হাত দিলে আমি ছাড়ব না ।"

তিনি বলেন, "একটা মিছিলে কত কোটি টাকা খরচ হয়েছে আমি জানতে চাই । কমিশনে অভিযোগ জানাব । ঝড় হলে তোমরা আসো না আর ভোট এলেই গুন্ডামি করতে আসো । কলকাতার মানুষদের বলছি, পাড়ায় যত গেস্ট হাউজ় আছে নজর রাখুন । বাইরে থেকে গুন্ডা আনা হচ্ছে । "

কলকাতা, 14 মে : "অমিত শাহর মিছিল শেষে কিছু ফেট্টি বাঁধা BJP-র গুন্ডা বিদ্যাসাগর কলেজে আগুন লাগিয়েছে । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে । এত বড় লজ্জা কখনও কলকাতায় ঘটেনি । এমনকী নকশাল আমলেও ঘটেনি । আমরা কিন্তু ছেড়ে দেব না । BJP তোমাদের ইঞ্চি ইঞ্চিতে জবাব দেব । কথাটা মাথায় রেখে দিও । দিল্লির গুন্ডা নেতারা জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ? কোনও ক্ষমা নেই ।" বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "BJP-র এই কাজে আমরা লজ্জিত । আমরা ক্ষমা চাইছি । আমরা নিজেদের ধিক্কার জানাচ্ছি যে আমরা এখানে জন্মেছি । কেন পুলিশ ওদের মিছিল করতে দিল ? বাইরের গুন্ডা নিয়ে এসে আগুন লাগায়, দাঙ্গা লাগায়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে । তাদের কোনও ক্ষমা আছে ? কোনও ক্ষমা নেই ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

শিক্ষামন্ত্রীকে অবিলম্বে কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর কলেজে যাওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । পার্থবাবুর উদ্দেশ্যে বলেন, "বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের কাছে অফিসিয়াল কমপ্লেন করার অবেদন করবেন । আমার বাংলার হেরিটেজের গায়ে কেউ হাত দিলে আমার থেকে ভয়ংকর কেউ হবে না । আমার নেতাদের গায়ে হাত দিলে আমি ছাড়ব না ।"

তিনি বলেন, "একটা মিছিলে কত কোটি টাকা খরচ হয়েছে আমি জানতে চাই । কমিশনে অভিযোগ জানাব । ঝড় হলে তোমরা আসো না আর ভোট এলেই গুন্ডামি করতে আসো । কলকাতার মানুষদের বলছি, পাড়ায় যত গেস্ট হাউজ় আছে নজর রাখুন । বাইরে থেকে গুন্ডা আনা হচ্ছে । "


Kolkata, May 14 (ANI): Clashes turned violent as chaos erupted during Bharatiya Janata Party (BJP) president Amit Shah's roadshow in Kolkata. According to BJP workers, college students affiliated with the TMC and CP I(M) threw stones and bricks at them during Shah's roadshow.
Last Updated : May 15, 2019, 12:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.