কলকাতা, 6 অক্টোবর : রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের অপরাধ ও ধর্ষণের যে তথ্য দিয়েছেন তা অসঙ্গতিপূর্ণ ও বিভ্রান্তিকর বলে জানাল স্বরাষ্ট্র দপ্তর। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল, "রাজ্যপালের তথ্য কোনও সরকারি পরিসংখ্যান বা রিপোর্টের ভিত্তিতে দেওয়া হয়নি । এটি সঠিক নয়। বিভ্রান্তিকর।"
হাথরসের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিবাদে সরব, সেই সময় রাজ্যের অপরাধ ও ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরে আজ টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অগাস্টে রাজ্যে 223টি ধর্ষণ এবং 639টি অপহরণের তালিকা তুলে ধরেন তিনি । টুইটারে রাজ্যপাল উল্লেখ করেন, "রাজ্যে মহিলাদের উপর অপরাধের রিপোর্ট উদ্বেগজনক । সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ার আগে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশকে পদক্ষেপ করতে হবে ।"
-
Rajbhavan dissemination of WB "statistics" on rape and kidnapping is not based on any official report, data, or information. Allegations are baseless, ill- founded, and misguiding: totally incongruous with authentic facts and figures.
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Rajbhavan dissemination of WB "statistics" on rape and kidnapping is not based on any official report, data, or information. Allegations are baseless, ill- founded, and misguiding: totally incongruous with authentic facts and figures.
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 6, 2020Rajbhavan dissemination of WB "statistics" on rape and kidnapping is not based on any official report, data, or information. Allegations are baseless, ill- founded, and misguiding: totally incongruous with authentic facts and figures.
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) October 6, 2020
রাজ্যের প্রতিটি জেলাভিত্তিক একটি তালিকাও টুইটারে তুলে ধরেন তিনি । তবে রাজ্যপালের এই তথ্যকে অসঙ্গতিপূর্ণ ও বিভ্রান্তিকর বলেই জানিয়েছে রাজ্য সরকার ।
-
Rapes-223 and Kidnappings-639 @MamataOfficial in August 2020 as per official reports indicate worrisome state of crime against women- a cause of concern.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Time to douse fire under feet and put law and order in place @WBPolice @KolkataPolice before attending flames elsewhere. pic.twitter.com/302U2kkUTf
">Rapes-223 and Kidnappings-639 @MamataOfficial in August 2020 as per official reports indicate worrisome state of crime against women- a cause of concern.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 6, 2020
Time to douse fire under feet and put law and order in place @WBPolice @KolkataPolice before attending flames elsewhere. pic.twitter.com/302U2kkUTfRapes-223 and Kidnappings-639 @MamataOfficial in August 2020 as per official reports indicate worrisome state of crime against women- a cause of concern.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 6, 2020
Time to douse fire under feet and put law and order in place @WBPolice @KolkataPolice before attending flames elsewhere. pic.twitter.com/302U2kkUTf
স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে জানানো হয়, "ভিত্তিহীন তথ্য দেওয়া হয়েছে । অপহরণ ও ধর্ষণ নিয়ে রাজ্যপালের তথ্য কোনও সরকারি পরিসংখ্যান বা রিপোর্টের ভিত্তিতে দেওয়া হয়নি । এটি সঠিক নয় ।"