কলকাতা, 4 নভেম্বর: চলতি অর্থবর্ষে রাজ্যকে 100 দিনের খাতে বরাদ্দ হিসাবে একটি টাকাও দেয়নি মোদি সরকার (Modi Government) । এই নিয়ে বারংবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এমনকি বুধবার রাজ্যে হওয়া শেষ মন্ত্রিসভার বৈঠকে 100 দিনের কাজের (MNREGS) জন্য অর্থের সংস্থান করতে অন্যান্য খরচ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী । যাতে এই বিপুলসংখ্যক মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেজন্য জোর দিয়েছেন তিনি ।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি মাস পর্যন্ত রাজ্যের 15টি দফতর 28 লক্ষ 44 হাজার জব কার্ড হোল্ডারকে (Job Card Holder) বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছে । এবং এর জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত খরচ করেছে 1147 কোটি টাকা । মোটের উপর মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন যে 100 দিনের কাজ বন্ধ রাখা যাবে না ৷ ওই প্রকল্পে না হলেও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে তাঁদের কাজের ব্যবস্থা করতে হবে ।
প্রসঙ্গত, ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি যে সমস্ত কাজে ঠিকা শ্রমিক প্রয়োজন হয়, সেই কাজগুলির একটা বড় অংশ 100 দিনের কাজের শ্রমিকদের দিয়ে করানো হোক । আর এতে সামান্য হলেও কর্মসংস্থানের সুযোগ মিলবে । এদিকে প্রশাসনিকভাবে 100 দিনের কাজ কেন্দ্র যেভাবে চাইছে, সেভাবেই করার জন্য নির্দেশ দিয়েছে নবান্ন । কোথাও স্বচ্ছতার অভাব থাকলে তা সংশোধন করে পাঠাতে নির্দেশ দিয়েছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন ।
নবান্ন সূত্রে খবর, এরপরেও নবান্নের আধিকারিকেরা মনে করছেন 100 দিনের কাজের টাকা পেতে এখনও বেশ কিছুটা সময় লাগবে । এই অবস্থায় গ্রামীণ মানুষদের মধ্যে ক্ষোভ বাড়ছে ৷ সেই ক্ষোভ প্রশমনের জন্য বিকল্প কর্মসংস্থানের উপর জোর দিচ্ছে রাজ্য । যাতে 100 দিনের কাজের টাকা না এলেও বিকল্প ভাবে তাদের হাতে কাজ এবং সামান্য কিছু হলেও অর্থ তুলে দেওয়া যেতে পারে ।
এখনও পর্যন্ত বিভিন্ন দফতরের যে হিসেব নবান্নের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে পঞ্চায়েত দফতর (Panchayat Department) চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত 23 লক্ষ জব কার্ড হোল্ডারের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে । এক্ষেত্রে তারা বেতন হিসাবে খরচ করেছে 832 কোটি টাকা ।
এক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর খরচ করেছে 84 কোটি টাকা । আর পূর্ত দফতর 60 কোটি টাকা । একইভাবে জেলা প্রশাসনগুলির মধ্যে দক্ষিণ 24 পরগনা 146 কোটি টাকা, মুর্শিদাবাদ 134 কোটি টাকা ও পূর্ব মেদিনীপুর 103 কোটি টাকা খরচ করেছে এই 100 দিনের কাজের কর্মীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে ।
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে 100 দিনের কাজে জব কার্ড হোল্ডারের সংখ্যা 1 কোটি 8 হাজার, তার মধ্যে প্রায় 28 লক্ষ মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা গিয়েছে এটাই রাজ্য প্রশাসনের জন্য একটা বড় স্বস্তির কারণ ।
আরও পড়ুন: হুগলিতে লকডাউনের পর একশো দিনের কাজ পেয়েছেন 6 লাখের বেশি মানুষ