ETV Bharat / state

State Govt seeks report from Aliah VC : আলিয়া কাণ্ড নিয়ে উপাচার্যের কাছে রিপোর্ট তলব রাজ্যের

আলিয়া কাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলির কাছ থেকে রিপোর্ট চাইল রাজ্য সরকার (State Government seeks report from VC on Aliah University issue) । গতকাল বিকেলে সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন দফতরের সচিব এই চিঠি পাঠিয়েছেন উপাচার্যের কাছে ।

Nabanna
Nabanna
author img

By

Published : Apr 5, 2022, 4:33 PM IST

কলকাতা, 5 এপ্রিল : আলিয়া কাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলির কাছ থেকে রিপোর্ট চাইল রাজ্য সরকার (State Government seeks report from VC on Aliah University issue) । শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয় অশান্তির ঘটনা ঘটলেও ঘটনার তিনদিন পর সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন দফতরের তরফ থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে ।

প্রসঙ্গত, সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন দফতরের দায়িত্ব এই মুহূর্তে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে । নবান্ন সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন দফতরের সচিব এই চিঠি পাঠিয়েছেন উপাচার্যের কাছে । ওই চিঠিতে ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, সে সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে নবান্নের তরফে ।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, ইতিমধ্যে শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয় কী হয়েছিল তার বিস্তারিত তথ্য জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সংখ্যালঘু দফতরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখছেন উপাচার্য । একইসঙ্গে আচার্য হিসাবে রাজ্যপাল জগদীপ ধনকরকেও বিস্তারিত জানাবেন তিনি । আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (Aliah University issue) নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। তার পরিপ্রেক্ষিতে এবার তাঁকেও বিস্তারিত রিপোর্ট দেবেন উপাচার্য মহম্মদ আলি ।

প্রসঙ্গত, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-Chancellor) মহম্মদ আলির ঘরে ঢুকে তাঁকে ঘেরাও করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চড় মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল ও তার দলের বিরুদ্ধে । সম্প্রতি সেরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যদিও, সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । ইতিমধ্যে আলিয়া কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে ৷ সোমবার বারাসত আদালত পেশ করা হয় গিয়াসউদ্দিন মণ্ডলকে (TMCP Leader In Court) ।

আরও পড়ুন : TMCP Leader In Court : "রাজনৈতিকভাবে আমার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে", আদালতে বিস্ফোরক গিয়াসউদ্দিন

কলকাতা, 5 এপ্রিল : আলিয়া কাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলির কাছ থেকে রিপোর্ট চাইল রাজ্য সরকার (State Government seeks report from VC on Aliah University issue) । শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয় অশান্তির ঘটনা ঘটলেও ঘটনার তিনদিন পর সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন দফতরের তরফ থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে ।

প্রসঙ্গত, সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন দফতরের দায়িত্ব এই মুহূর্তে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে । নবান্ন সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন দফতরের সচিব এই চিঠি পাঠিয়েছেন উপাচার্যের কাছে । ওই চিঠিতে ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, সে সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে নবান্নের তরফে ।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, ইতিমধ্যে শুক্রবার আলিয়া বিশ্ববিদ্যালয় কী হয়েছিল তার বিস্তারিত তথ্য জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সংখ্যালঘু দফতরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখছেন উপাচার্য । একইসঙ্গে আচার্য হিসাবে রাজ্যপাল জগদীপ ধনকরকেও বিস্তারিত জানাবেন তিনি । আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (Aliah University issue) নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। তার পরিপ্রেক্ষিতে এবার তাঁকেও বিস্তারিত রিপোর্ট দেবেন উপাচার্য মহম্মদ আলি ।

প্রসঙ্গত, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-Chancellor) মহম্মদ আলির ঘরে ঢুকে তাঁকে ঘেরাও করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চড় মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল ও তার দলের বিরুদ্ধে । সম্প্রতি সেরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যদিও, সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । ইতিমধ্যে আলিয়া কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে ৷ সোমবার বারাসত আদালত পেশ করা হয় গিয়াসউদ্দিন মণ্ডলকে (TMCP Leader In Court) ।

আরও পড়ুন : TMCP Leader In Court : "রাজনৈতিকভাবে আমার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে", আদালতে বিস্ফোরক গিয়াসউদ্দিন

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.