ETV Bharat / state

ভোটের দিনক্ষণ নিয়ে রাজ্যের সুপারিশ জানতে চিঠি কমিশনের

রাজ্যের 111টি পৌরসভার নির্বাচনের দিন ঠিক করতে রাজ্যের সুপারিশ জানতে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন ।

ছবি
ছবি
author img

By

Published : Feb 29, 2020, 2:50 PM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি : নির্বাচন সংক্রান্ত প্রাথমিক কাজকর্ম শেষ । পৌরভোট করতে তৈরি কমিশন । বোলপুর বাদে রাজ্যের 111টি পৌরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে সমস্যা নেই । তাই ভোটের দিনক্ষণ নিয়ে এবার রাজ্য সরকার সুপারিশ করলেই জারি হয়ে যাবে নোটিফিকেশন । আজ সেই সূত্রে কমিশনের তরফে চিঠি দেওয়া হল রাজ্য সরকারকে ।

প্রথমে ঠিক হয়েছিল, আগামী সপ্তাহের শুরুতেই চিঠি পৌঁছাবে নবান্নে । জানতে চাওয়া হবে কবে হবে নির্বাচন ? কমিশনের এক শীর্ষ কর্তা জানিয়েছিলেন একথা । কিন্তু তার আগেই নবান্নে পৌঁছেছে চিঠি । নিয়ম বলছে, রাজ্যের পৌর এবং নগরোন্নয়ন দপ্তরের সুপারিশে ভোটের দিন ঠিক করে রাজ্য নির্বাচন কমিশন । বেশ কয়েকমাস আগে পাঁচটি চিঠি দেওয়া হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের তরফে । তবে সেগুলি 2018 সালে মেয়াদ শেষ হওয়া 17টি পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচনের জন্য ।

এবার সামগ্রিকভাবে 111টি পৌরসভার জন্যই চিঠি দেওয়া হল বলে কমিশন সূত্রে খবর । কমিশনের তরফে ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোদমে । 92টি পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেছে । আগেই 17টি পৌরসভা এবং পৌরনিগমের সেই কাজ সম্পন্ন হয়েছে । নিয়ম অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের দিন থেকে থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোনও অসুবিধা নেই । অর্থাৎ 27 মার্চের পরে যে কোনও দিন ভোট নেওয়া যেতে পারে । সেই সূত্রেই শোনা যাচ্ছে এপ্রিল মাসে কলকাতা ও হাওড়া কর্পোরেশনের নির্বাচন দিয়ে শুরু হতে পারে পৌরভোট ।

27 মার্চ শেষ হচ্ছে উচ্চ-মাধ্যমিক । তারপর আর প্রচারে কোনও বাধা নেই । সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের 10 সপ্তাহের মধ্যে ভোট করা যায় না ঠিকই, তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে কোনও অসুবিধা নেই । সেই সূত্রে মার্চ মাসে ঘোষণা করা হতে পারে কলকাতা পৌরনির্বাচনের দিনক্ষণ । মার্চের শেষ সপ্তাহের মধ্যেই হয়ে যেতে পারে মনোনয়ন প্রক্রিয়া ।

কলকাতা, 29 ফেব্রুয়ারি : নির্বাচন সংক্রান্ত প্রাথমিক কাজকর্ম শেষ । পৌরভোট করতে তৈরি কমিশন । বোলপুর বাদে রাজ্যের 111টি পৌরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে সমস্যা নেই । তাই ভোটের দিনক্ষণ নিয়ে এবার রাজ্য সরকার সুপারিশ করলেই জারি হয়ে যাবে নোটিফিকেশন । আজ সেই সূত্রে কমিশনের তরফে চিঠি দেওয়া হল রাজ্য সরকারকে ।

প্রথমে ঠিক হয়েছিল, আগামী সপ্তাহের শুরুতেই চিঠি পৌঁছাবে নবান্নে । জানতে চাওয়া হবে কবে হবে নির্বাচন ? কমিশনের এক শীর্ষ কর্তা জানিয়েছিলেন একথা । কিন্তু তার আগেই নবান্নে পৌঁছেছে চিঠি । নিয়ম বলছে, রাজ্যের পৌর এবং নগরোন্নয়ন দপ্তরের সুপারিশে ভোটের দিন ঠিক করে রাজ্য নির্বাচন কমিশন । বেশ কয়েকমাস আগে পাঁচটি চিঠি দেওয়া হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের তরফে । তবে সেগুলি 2018 সালে মেয়াদ শেষ হওয়া 17টি পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচনের জন্য ।

এবার সামগ্রিকভাবে 111টি পৌরসভার জন্যই চিঠি দেওয়া হল বলে কমিশন সূত্রে খবর । কমিশনের তরফে ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোদমে । 92টি পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেছে । আগেই 17টি পৌরসভা এবং পৌরনিগমের সেই কাজ সম্পন্ন হয়েছে । নিয়ম অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের দিন থেকে থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোনও অসুবিধা নেই । অর্থাৎ 27 মার্চের পরে যে কোনও দিন ভোট নেওয়া যেতে পারে । সেই সূত্রেই শোনা যাচ্ছে এপ্রিল মাসে কলকাতা ও হাওড়া কর্পোরেশনের নির্বাচন দিয়ে শুরু হতে পারে পৌরভোট ।

27 মার্চ শেষ হচ্ছে উচ্চ-মাধ্যমিক । তারপর আর প্রচারে কোনও বাধা নেই । সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের 10 সপ্তাহের মধ্যে ভোট করা যায় না ঠিকই, তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে কোনও অসুবিধা নেই । সেই সূত্রে মার্চ মাসে ঘোষণা করা হতে পারে কলকাতা পৌরনির্বাচনের দিনক্ষণ । মার্চের শেষ সপ্তাহের মধ্যেই হয়ে যেতে পারে মনোনয়ন প্রক্রিয়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.