ETV Bharat / state

আজ থেকেই স্বাস্থ্যকর্মীরা স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাতায়াত করতে পারবেন - স্বাস্থ্যকর্মীদের যাতায়াত

রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে ৷ এদিকে সংক্রমণ শৃঙ্খল আটকাতে বন্ধ রাখা হয়েছে রাজ্যের লোকাল ট্রেন ৷ কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনের কথা মাথায় রেখে তাদের জন্য স্টাফ স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ৷

স্টাফ স্পেশ্যাল ট্রেন
স্টাফ স্পেশ্যাল ট্রেন
author img

By

Published : May 11, 2021, 2:43 PM IST

কলকাতা, 11 মে : ট্রেন বন্ধ থাকলেও আজ থেকে স্বাস্থ্যকর্মীরা যাতায়াত করতে পারবেন স্টাফ স্পেশ্যাল ট্রেনগুলিতে । স্বাস্থ্যকর্মীদের স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাতায়াত করার অনুরোধ জানিয়ে রেলকে চিঠি দেয় রাজ্য সরকার । এবার সেই অনুরোধকে মান্যতা দিয়ে শুরু হয়ে গেল এই ব্যবস্থা ।
বিষয়টি নিয়ে হাওড়া ও শিয়ালদহর ডিআরএমদের চিঠি পাঠানো হয় । লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হওয়ায় যাতায়াতে সমস্যায় পড়ছেন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা । তবে যে ভাবে করোনা বাড়ছে, তাতে প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি একান্ত প্রয়োজন । তাই স্টাফ স্পেশ্যালগুলিতে তাঁরা উঠলে তাঁদের যাতে নামিয়ে দেওয়া না হয়, সেই বিষয়টিতে নজর দিতে অনুরোধ জানানো হয় ।

আরো পড়ুন: মন্ত্রী হিসেবে কাজ শুরুর আগে কপিলমুনির মন্দিরে পুজো বঙ্কিমচন্দ্রের


সূত্রের খবর, স্টাফ স্পেশ্যাল যাতায়াতের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যথাযথ পরিচয়পত্র থাকতে হবে । তা না থাকলে ট্রেনে উঠতে দেওয়া হবে না । স্টাফ স্পেশ্যালের দু'টি করে কোচ স্বাস্থ্যকর্মীদের জন্যে বরাদ্দ করা হয়েছে ।

কলকাতা, 11 মে : ট্রেন বন্ধ থাকলেও আজ থেকে স্বাস্থ্যকর্মীরা যাতায়াত করতে পারবেন স্টাফ স্পেশ্যাল ট্রেনগুলিতে । স্বাস্থ্যকর্মীদের স্টাফ স্পেশ্যাল ট্রেনে যাতায়াত করার অনুরোধ জানিয়ে রেলকে চিঠি দেয় রাজ্য সরকার । এবার সেই অনুরোধকে মান্যতা দিয়ে শুরু হয়ে গেল এই ব্যবস্থা ।
বিষয়টি নিয়ে হাওড়া ও শিয়ালদহর ডিআরএমদের চিঠি পাঠানো হয় । লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হওয়ায় যাতায়াতে সমস্যায় পড়ছেন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা । তবে যে ভাবে করোনা বাড়ছে, তাতে প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি একান্ত প্রয়োজন । তাই স্টাফ স্পেশ্যালগুলিতে তাঁরা উঠলে তাঁদের যাতে নামিয়ে দেওয়া না হয়, সেই বিষয়টিতে নজর দিতে অনুরোধ জানানো হয় ।

আরো পড়ুন: মন্ত্রী হিসেবে কাজ শুরুর আগে কপিলমুনির মন্দিরে পুজো বঙ্কিমচন্দ্রের


সূত্রের খবর, স্টাফ স্পেশ্যাল যাতায়াতের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যথাযথ পরিচয়পত্র থাকতে হবে । তা না থাকলে ট্রেনে উঠতে দেওয়া হবে না । স্টাফ স্পেশ্যালের দু'টি করে কোচ স্বাস্থ্যকর্মীদের জন্যে বরাদ্দ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.