কলকাতা, ১৪ মার্চ : আজ সকালেই স্পেশাল ও অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে বদলি চালুর বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (SSC)। নির্বাচনী আচরণবিধির মধ্যে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের মুখে পড়ে সকালে দেওয়া বিজ্ঞপ্তি বিকেলেই প্রত্যাহার করে নেয় স্কুল সার্ভিস কমিশন। এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, তিনি বদলি শুরুর জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমোদন চেয়ে চিঠি পাঠাবেন।
গতবছর অক্টোবরের শুরুতে স্কুলশিক্ষা দপ্তরের দু’লাইনের একটি বিজ্ঞপ্তি দিয়ে সব ধরনের স্কুল শিক্ষকের বদলির নির্দেশ বন্ধ করেছিল। পরবর্তী বিজ্ঞপ্তির আগে প্রাইমারি ও সেকেন্ডারি লেভেলের শিক্ষকদের বদলির আবেদনও গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে। তার কিছুদিন আগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের দাড়িভিটে ঘটে যাওয়া ঘটনার জেরেই শিক্ষক বদলি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয় বলে মনে করা হয়েছিল। তারপর থেকে পাঁচ মাস কেটে গেছে। কিন্তু, চালু হয়নি বদলি প্রক্রিয়া। এমন কী, বন্ধ করে দেওয়া হয় মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়াও। আজ সকালে ১২ ও ১৩ মার্চের তারিখ দেওয়া একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। যেখানে বলা হয়, এটা জানানো হচ্ছে যে, বদলি, উদাহরণ স্বরূপ, স্পেশাল গ্রাউন্ডে জেনারেল বদলি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে বদলি যা বন্ধ রাখা হয়েছিল, তা শুরু হচ্ছে।
এই বিজ্ঞপ্তিটি প্রকাশের পর থেকেই বিতর্ক সৃষ্টি হয়। কারণ, গত রবিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। তার পর থেকেই চালু হয়ে গেছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। অভিযোগ ওঠে, কমিশন নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। বিতর্কের মুখে পড়ে সকালে দেওয়া বিজ্ঞপ্তি বিকেলেই প্রত্যাহার করে নেয় স্কুল সার্ভিস কমিশন। প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসাবধানতাবশত বদলি শুরুর বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেটি প্রত্যাহার করা হল।