ETV Bharat / state

JEE মেইনস পরীক্ষায় রাজ্যে প্রথম স্থানেই DPS রুবি পার্কের শ্রীমন্তি - DPS রুবি পার্কে

জানুয়ারির JEE মেইনস পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করে সেপ্টেম্বরের পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন তিনি । তারপরেও গতকালের প্রকাশিত ফলাফলে পশ্চিমবঙ্গে প্রথম স্থানেই থাকলেন শ্রীমন্তি ।

JEE Mains 2020
শ্রীমন্তি দে
author img

By

Published : Sep 12, 2020, 10:54 PM IST

কলকাতা, 12 অক্টোবর : গতকাল প্রকাশিত হয়েছে JEE মেইনস পরীক্ষা 2020-র ফলাফল । জানুয়ারি মাস ও সেপ্টেম্বর মাসে হওয়া দু'টি পরীক্ষার ভিত্তিতে প্রকাশিত হয়েছে ফলাফল । জানুয়ারি মাসে প্রথম JEE মেইনস পরীক্ষায় 99.99 শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেন দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের ছাত্রী শ্রীমন্তি দে । সেপ্টেম্বর মাসের পরীক্ষার পরেও নিজের জায়গা ধরে রাখলেন শ্রীমন্তি । গতকালের প্রকাশিত ফলাফলেও পশ্চিমবঙ্গে প্রথম হয়েছেন তিনি ।

চলতি বছর 7-9 জানুয়ারি হয়েছিল JEE মেইনস-এর প্রথম পরীক্ষা । শ্রীমন্তি দে সেই পরীক্ষায় অংশগ্রহণ করে 99.99 শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থানে ছিলেন । পরে WBJEE 2020-তে তৃতীয় স্থান অধিকার করেন শ্রীমন্তি দে । CBSE-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাতেও বিজ্ঞান বিভাগে স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন শ্রীমন্তি । বোর্ড পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল 98.20 শতাংশ। জানুয়ারির JEE মেইনস পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করে সেপ্টেম্বরের পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন তিনি । তারপরেও গতকালের প্রকাশিত ফলাফলে পশ্চিমবঙ্গে প্রথম স্থানে রয়েছেন শ্রীমন্তি । অর্থাৎ, সেপ্টেম্বরের পরীক্ষায় তাঁকে ছাড়িয়ে যেতে পারেননি কোনও পরীক্ষার্থী । শ্রীমন্তির অল ইন্ডিয়া ব়্যাংক (AIR) 131।

JEE মেইনস 2020-র ফলাফল
JEE মেইনস 2020-র ফলাফল ৷

আরও পড়ুন : JEE মেন পরীক্ষার ফলপ্রকাশ , 100 পারসেন্টাইল স্কোর 24 জনের

একের পর এক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে স্কুলের গর্ব শ্রীমন্তি দে । দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের তরফে একটি বিবৃতিতে বলা হয়, "কথার চেয়ে কাজ বেশি কথা বলে । যা আবারও সত্যি বলে প্রমাণ করে দিল DPS রুবি পার্কের শ্রীমন্তি দে।"

JEE মেইনস পরীক্ষার দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করেননি শ্রীমন্তি দে । কারণ, তাঁর প্রধান লক্ষ্য JEE অ্যাডভান্সড । তিনি বলেন, "আমি JEE মেইনস-এর সেকেন্ড রাউন্ড দিইনি কারণ আমি JEE অ্যাডভান্সের উপর মন দিতে চেয়েছিলাম, যা আমার প্রধান লক্ষ্য ।" ভবিষ্যতে IIT-তে কম্পিউটার সায়েন্স পড়তে চান শ্রীমন্তি ।

কলকাতা, 12 অক্টোবর : গতকাল প্রকাশিত হয়েছে JEE মেইনস পরীক্ষা 2020-র ফলাফল । জানুয়ারি মাস ও সেপ্টেম্বর মাসে হওয়া দু'টি পরীক্ষার ভিত্তিতে প্রকাশিত হয়েছে ফলাফল । জানুয়ারি মাসে প্রথম JEE মেইনস পরীক্ষায় 99.99 শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেন দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের ছাত্রী শ্রীমন্তি দে । সেপ্টেম্বর মাসের পরীক্ষার পরেও নিজের জায়গা ধরে রাখলেন শ্রীমন্তি । গতকালের প্রকাশিত ফলাফলেও পশ্চিমবঙ্গে প্রথম হয়েছেন তিনি ।

চলতি বছর 7-9 জানুয়ারি হয়েছিল JEE মেইনস-এর প্রথম পরীক্ষা । শ্রীমন্তি দে সেই পরীক্ষায় অংশগ্রহণ করে 99.99 শতাংশ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থানে ছিলেন । পরে WBJEE 2020-তে তৃতীয় স্থান অধিকার করেন শ্রীমন্তি দে । CBSE-র দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাতেও বিজ্ঞান বিভাগে স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন শ্রীমন্তি । বোর্ড পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল 98.20 শতাংশ। জানুয়ারির JEE মেইনস পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করে সেপ্টেম্বরের পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন তিনি । তারপরেও গতকালের প্রকাশিত ফলাফলে পশ্চিমবঙ্গে প্রথম স্থানে রয়েছেন শ্রীমন্তি । অর্থাৎ, সেপ্টেম্বরের পরীক্ষায় তাঁকে ছাড়িয়ে যেতে পারেননি কোনও পরীক্ষার্থী । শ্রীমন্তির অল ইন্ডিয়া ব়্যাংক (AIR) 131।

JEE মেইনস 2020-র ফলাফল
JEE মেইনস 2020-র ফলাফল ৷

আরও পড়ুন : JEE মেন পরীক্ষার ফলপ্রকাশ , 100 পারসেন্টাইল স্কোর 24 জনের

একের পর এক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে স্কুলের গর্ব শ্রীমন্তি দে । দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের তরফে একটি বিবৃতিতে বলা হয়, "কথার চেয়ে কাজ বেশি কথা বলে । যা আবারও সত্যি বলে প্রমাণ করে দিল DPS রুবি পার্কের শ্রীমন্তি দে।"

JEE মেইনস পরীক্ষার দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করেননি শ্রীমন্তি দে । কারণ, তাঁর প্রধান লক্ষ্য JEE অ্যাডভান্সড । তিনি বলেন, "আমি JEE মেইনস-এর সেকেন্ড রাউন্ড দিইনি কারণ আমি JEE অ্যাডভান্সের উপর মন দিতে চেয়েছিলাম, যা আমার প্রধান লক্ষ্য ।" ভবিষ্যতে IIT-তে কম্পিউটার সায়েন্স পড়তে চান শ্রীমন্তি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.