কলকাতা, 26 মে: ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার্থীদের জন্য আজ কয়েকটি বাড়তি ট্রেন দেওয়ার সিদ্ধান্ত নিল পূর্ব রেল কতৃপক্ষ। চালানো হবে অতিরিক্ত মেট্রো ।
পরীক্ষার্থীদের সুবিধার্থে আজ বিশেষ পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রথম ট্রেনটি কবি সুভাষ ও দমদম মেট্রো স্টেশন থেকে সকাল 9টা 50 মিনিটের পরিবর্তে সকাল 8টার সময় ছাড়বে। নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটি ছাড়বে সকাল 8টা 22 মিনিটে।
মেট্রোয় আজ 4টি আপ ও 4টি ডাউন ট্রেন বাড়ানো হয়েছে। অন্য রবিবার 110টি চললেও আজ 118টি ট্রেন চলাচল করবে।
এদিকে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত 30টি আপ ও 30টি ডাউন ট্রেন সহ মোট 60টি ট্রেন চলাচল করবে।
এবার রাজ্য জয়েন্টে মোট পরীক্ষার্থী 1 লাখ 13 হাজার 912। পরীক্ষা শুরু হবে সকাল 11 টায়।