ETV Bharat / state

রাজ্যে আসছেন স্পেশাল পুলিশ অবজ়ার্ভার, দেখবেন কেন্দ্রীয় বাহিনীর কাজ - ec

রাজ্যে ইতিমধ্যে এসেছে ১০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুটমার্চও। কিন্তু, আসার পর থেকেই বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে একাধিক রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে তাদের কাজ খতিয়ে দেখতে আসছে স্পেশাল পুলিশ অবজ়ার্ভার।

ছবি-কেন্দ্রীয় নির্বাচন কমিশন
author img

By

Published : Mar 27, 2019, 3:02 AM IST

কলকাতা, ২৭ মার্চ : রাজ্যে আসছেন স্পেশাল পুলিশ অবজ়ার্ভার কে কে শর্মা। তিনি BSF-এর প্রাক্তন DG। তিনিই রাজ্যে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর কাজকর্ম দেখবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই।

রাজ্যে ইতিমধ্যেই এসে গেছে ১০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে রুট মার্চ। তারপরেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে। রাজ্যের শাসক দলের পাশাপাশি বিরোধীদের তরফেও অভিযোগ করা হয়েছে। বিরোধীদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার হচ্ছে না। শাসক দলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে।

গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে CPI(M) নেতা রবীন দেব অভিযোগ করেন, মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ় আফতাবের বদলে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি দেখছে রাজ্য পুলিশ। সেই অভিযোগ জমা পড়েছে দিল্লিতে কমিশনের অফিসেও।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ ছিল, অতি সক্রিয়তা দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সেই অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর ইতিমধ্যে উত্তর কলকাতার জেলা ইলেকশন অফিসারের কাছে রিপোর্ট তলব করেছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সবদিক বিচার করে রাজ্যের জন্য বিশেষ পুলিশ অবজ়ার্ভার পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিও তিনি দেখবেন।

কলকাতা, ২৭ মার্চ : রাজ্যে আসছেন স্পেশাল পুলিশ অবজ়ার্ভার কে কে শর্মা। তিনি BSF-এর প্রাক্তন DG। তিনিই রাজ্যে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর কাজকর্ম দেখবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই।

রাজ্যে ইতিমধ্যেই এসে গেছে ১০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে রুট মার্চ। তারপরেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভিন্ন অভিযোগ উঠছে। রাজ্যের শাসক দলের পাশাপাশি বিরোধীদের তরফেও অভিযোগ করা হয়েছে। বিরোধীদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার হচ্ছে না। শাসক দলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে।

গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে CPI(M) নেতা রবীন দেব অভিযোগ করেন, মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ় আফতাবের বদলে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি দেখছে রাজ্য পুলিশ। সেই অভিযোগ জমা পড়েছে দিল্লিতে কমিশনের অফিসেও।

অন্যদিকে তৃণমূলের অভিযোগ ছিল, অতি সক্রিয়তা দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সেই অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর ইতিমধ্যে উত্তর কলকাতার জেলা ইলেকশন অফিসারের কাছে রিপোর্ট তলব করেছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সবদিক বিচার করে রাজ্যের জন্য বিশেষ পুলিশ অবজ়ার্ভার পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিও তিনি দেখবেন।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
IDF (ISRAEL DEFENCE FORCES) HANDOUT - AP CLIENTS ONLY
Various locations - 26 March 2019
++MUTE++
++NIGHT SHOTS++
1. Various of Israeli soldiers being briefed
2. Aerial of vehicles with flashing lights on road
3. Various of tanks loaded on the back of trucks
4. Various of missiles
5. Jet cockpit opening
++DAY SHOTS++
++BLURRING FROM SOURCE++
6. Various of tanks being moved on trucks
7. Soldiers taking bags out of bus
8. Aerials of soldiers, buses
9. Soldiers being briefed
10. Various of tanks and military vehicles
STORYLINE:
The Israeli army said Tuesday it is ordering additional troops to the southern frontier with Gaza, even as a tense calm prevailed after an overnight exchange of fire with Hamas militants.
The military said that after consulting with security officials, Israeli Prime Minister Benjamin Netanyahu had decided to send an additional infantry brigade and artillery battalion to bolster forces around the Palestinian enclave.
Heavy cross-border fighting erupted Monday after a rocket launched from Gaza struck a house in central Israel, wounding seven people.
Israel responded overnight with airstrikes and Gaza militants fired a barrage of rockets.
Hamas said Egyptian mediation succeeded in brokering a cease-fire as violence tapered off early Tuesday, but Israel has not confirmed the deal.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.