কলকাতা, 8 মে: আজ ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স ৷ পঞ্জাবের বিরুদ্ধেই টুর্নামেন্টের শুরু করেছিল কেকেআর ৷ ওই ম্যাচ ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে হেরেছিল নাইটরা ৷ ঘরের মাঠে তাই এবার পে-ব্যাক টাইম ৷ এই ম্যাচের সাক্ষী থাকতে ইডেনে দর্শক যে উপচে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না ৷ তাই ঘরের মাঠে পঞ্চম ম্যাচের দিনেও বাড়তি পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ রাত 12টা 15 মিনিটে এসপ্লানেড স্টেশন থেকে আপ ও ডাউন লাইন থেকে এই বাড়তি মেট্রো ছাড়বে বলে জানা গিয়েছে ৷
ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের রাতের ম্যাচ রয়েছে ৷ যে ম্যাচ শেষ হতে প্রায় 11টা বাজবে ৷ ফলে ইডেন ফেরত দর্শকদের যাতে ফিরতে সমস্যা না হয় তাই আজও বাড়তি মেট্রো পরিষেবা দেওয়া হবে ৷ এসপ্লানেড মেট্রো স্টেশন থেকে রাত 12টা 15 মিনিটে আপ ও ডাউনে একটি করে মেট্রো চলানো হবে ৷ আপের মেট্রোটি দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত যাবে ৷ দু’টি রেকই সব স্টেশনে দাঁড়াবে এবং রাত 12টা 48 মিনিটে গন্তব্যে পৌঁছাবে ৷
স্টেডিয়াম থেকে দর্শকরা স্টেশনে আসার আগেই মেট্রোর গেট খুলে দেওয়া হবে ৷ টিকিট কাউন্টার থেকে টোকেন সংগ্রহ করার পাশাপাশি স্মার্ট কার্ডও রিচার্জ করা যাবে ৷ তবে, একটি কাউন্টারই খোলা হবে টোকেন ও স্মার্ট কার্ড রিচার্জের জন্য ৷ উল্লেখ্য, আগামী 11 ও 20 মে ইডেনে রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাতের ম্যাচ রয়েছে ৷ ফলে ওই দিনগুলিতেও রাতে মেট্রো পরিষেবা দেওয়া হবে মাঠ ফেরত দর্শকদের জন্য ৷
আরও পড়ুন: এখনও ফিরে আসা সম্ভব, বলছেন নাইটদের সহকারী কোচ
উল্লেখ্য, আজকের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ৷ বিশেষত, কেকেআর-এর জন্য ৷ টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততেই হবে নীতীশ রানাদের ৷ অন্যদিকে, পঞ্জাব গত ম্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে হেরেছে ৷ তাদের ক্ষেত্রে সমীকরণ অনেকটা এরকম- সব ম্যাচ জিতলে সরাসরি প্লে-অফ যেতে পারবে ৷ কিন্তু, আজকে হারলে শিখর ধাওয়ানদের সামনেও প্রতি ম্যাচ ডু অর ডাই হয়ে যাবে ৷ এমনকী নেট রানরেটের দিকেও তাকিয়ে থাকতে হবে শেষ চারে জায়গা করতে হলে ৷