কলকাতা, 16 মে: আগামী রবিবার অর্থাৎ 28 মে রাজ্যে সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা হতে চলেছে। পরীক্ষার্থী এবং পরীক্ষার সঙ্গে যুক্ত যাঁরা তাঁদের কথা ভেবে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ৷ তাঁদের সুবিধার জন্য ওইদিন ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 7টা থেকেই ৷ মঙ্গলবার এই ঘোষণা করেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই মেট্রোর ব্লু লাইনে সকাল 7টা থেকে পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত রবিবার ব্লু লাইনে সারাদিনে 130টি মেট্রো পরিষেবা দেওয়া হয়ে থাকে। তবে ওইদিন পরীক্ষার কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে পরিষেবা। আগামী 28 মে সারাদিনে ব্লু লাইনে চলবে 146টি মেট্রো। অর্থাৎ, আপ এবং ডাউনে চলবে 73টি করে মেট্রো।
রবিবার অর্থাৎ 28 মে ব্লু লাইনে দিনে প্রথম পরিষেবা:
কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পর্যন্ত সকাল 9টার পরিবর্তে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায়।
দমদম থেকে কবি সুভাষ মেট্রো পর্যন্ত জন্য দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 7টায়।
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 7টায়।
আরও পড়ুন: বীরভূম টু জার্মানি, স্পেশাল অলিম্পিক্স খেলতে বিদেশে পাড়ি দুই কন্যার
রবিবার অর্থাৎ 28 মে দিনের শেষ পরিষেবা:
কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অর্থাৎ অন্যান্য রবিবারের মতো ওই দিনও শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 27 মিনিটে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে অর্থাৎ ওই দিনও শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে।
দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে।
কবি সুভাষ থেকে দমদম মেট্রো স্টেশন পর্যন্ত দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ অর্থাৎ অন্যান্য রবিবারের মতো শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে।