কলকাতা, 8 জানুয়ারি: আগামী 12 জানুয়ারি কলকাতায় ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে (India-Sri Lanka Match at Kolkata on 12 January) ৷ ওইদিন ম্যাচ দেখে ফেরা দর্শকদের জন্য থাকবে বিশেষ মেট্রো পরিষেবা (Special Metro Service) ৷ অর্থাৎ, দমদম ও কবি সুভাষ থেকে 9টা 40 মিনিটের শেষ মেট্রোর পরেও বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে একথা জানানো হয়েছে ৷
12 জানুয়ারি ইডেন গার্ডেন্সে দিনরাতের একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা ৷ যে ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে ক্রিকেট প্রেমীদের মধ্যে ৷ আর ওই দিন ম্যাচ শেষে ইডেন ফেরত দর্শকদের জন্য বিশেষ মেট্রো পরিষেবার কথা ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ জানানো হয়েছে, 12 জানুয়ারি বৃহস্পতিবার 9টা 40 মিনিটের শেষ মেট্রোর পরেও পরিষেবা দেওয়া হবে ইডেন ফেরত দর্শকদের জন্য ৷ মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ওই দিন রাত সাড়ে 11টার সময় আপ ও ডাউনে একটি করে মেট্রো চালানো হবে ৷
এই দু’টি ট্রেন সবক’টি স্টেশনে থামবে বলে জানানো হয়েছে ৷ কবি সুভাষ থেকে ছাড়া আপ লাইনের মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ৷ এসপ্লানেড স্টেশনে একটি টিকিট কাউন্টার খোলা থাকবে ৷ সেখান থেকেই টোকেন কাটা এবং স্মার্ট কার্ড রিচার্জ ও কেনা যাবে ৷ উল্লেখ্য, 10 জানুয়ারি থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত ৷ যার প্রথম ম্যাচ হবে গুয়াহাটিতে ৷ রোহিত শর্মার নেতৃত্বে একাধিক সিনিয়র ক্রিকেটার এই সিরিজে ভারতীয় দলে ফিরছেন ৷
আরও পড়ুন: সূর্যর মারকাটারি শতরানে আলোকিত ভারত, নির্ণায়ক ম্যাচে শ্রীলঙ্কাকে 229 রানের লক্ষ্যমাত্রা
সেই সব ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক রোহিত নিজেও রয়েছেন ৷ বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ডান হাতের বুড়ো আঙুলের হাড় সরে গিয়েছিল রোহিতের ৷ এর পর বাংলাদেশে টেস্ট সিরিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজে খেলতে পারেননি তিনি ৷ একদিনের সিরিজে কামব্যাক করছেন রোহিত ৷ পাশাপাশি, বিরাট কোহলি প্রায় তিন সপ্তাহের বিরতির পর ফের জাতীয় দলের জার্সিতে ফিরছেন ৷ পীঠের চোট সারিয়ে জসপ্রীত বুমরা ভারতীয় দলে ফিরছেন একদিনের সিরিজে ৷ মহম্মদ শামিও তাঁর কাঁধের চোটের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে মাঠে নামবেন ৷