ETV Bharat / state

Special Metro Service: সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো পরিষেবা, বাড়ানো হচ্ছে সংখ্যা

সিভিল সার্ভিস (প্রিলিমিনারি)পরীক্ষার্থীদের জন্য সকাল 7 টা থেকে চালু হবে মেট্রো পরিষেবা ৷ জানানো হয়েছে মেট্রোরেল সূত্রে ৷

ETV Bharat
সিভিল সার্ভিস
author img

By

Published : May 26, 2023, 7:05 PM IST

কলকাতা, 26 মে: সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা মেট্রোরেল কর্তৃপক্ষের ৷ 28 মে অর্থাৎ রবিবার সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা ৷ পরীক্ষার্থী, অভিভাবক এবং কর্মীদের সুবিধার্থে সেদিন নর্থ সাউথ অর্থাৎ ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 7টা থেকে । শুক্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে ৷ পাশাপাশি আরও জানানো হয়েছে যে সপ্তাহান্তে যে ট্র্যাকের কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে সেই পাওয়ার ব্লকও নেওয়া হবে না । মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে ৷

28 মে সিভিল সার্ভিস পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই ব্লু লাইনে সকাল 7টা থেকে পরিষেবা চালু হবে । সাধারণত, রবিবার এই লাইনে সারাদিনে 130টি মেট্রো চলে ৷ তবে এদিন পরীক্ষার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা । সারাদিনে চলবে 146টি মেট্রো চলবে । এই মোট সংখ্যার মধ্যে 73টি আপ ও 73টি ডাউন মেট্রো চলবে । পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত কোনও পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে না ।

আরও পড়ুন: 1 মে থেকে পার্পেল লাইনে দ্বিগুণ হচ্ছে মেট্রো পরিষেবা, চলবে 24টি মেট্রো

রবিবার নর্থ সাউথ লাইনের রাতের অর্থাৎ দিনের শেষ মেট্রো চলাচলের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি ৷ জানা গিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো সকাল 9টা-র পরিবর্তে এদিন সকাল 7টায় ছড়বে ৷ দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোও সকাল 9টা-র পরিবর্তে সকাল 7টা থেকে চলবে ৷ এদিন দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.27 মিনিটে ৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.28 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ এদিনও দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে ।

কলকাতা, 26 মে: সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা মেট্রোরেল কর্তৃপক্ষের ৷ 28 মে অর্থাৎ রবিবার সিভিল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা ৷ পরীক্ষার্থী, অভিভাবক এবং কর্মীদের সুবিধার্থে সেদিন নর্থ সাউথ অর্থাৎ ব্লু লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 7টা থেকে । শুক্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে ৷ পাশাপাশি আরও জানানো হয়েছে যে সপ্তাহান্তে যে ট্র্যাকের কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে সেই পাওয়ার ব্লকও নেওয়া হবে না । মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে ৷

28 মে সিভিল সার্ভিস পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই ব্লু লাইনে সকাল 7টা থেকে পরিষেবা চালু হবে । সাধারণত, রবিবার এই লাইনে সারাদিনে 130টি মেট্রো চলে ৷ তবে এদিন পরীক্ষার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা । সারাদিনে চলবে 146টি মেট্রো চলবে । এই মোট সংখ্যার মধ্যে 73টি আপ ও 73টি ডাউন মেট্রো চলবে । পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত কোনও পাওয়ার ব্লক নেওয়া হচ্ছে না ।

আরও পড়ুন: 1 মে থেকে পার্পেল লাইনে দ্বিগুণ হচ্ছে মেট্রো পরিষেবা, চলবে 24টি মেট্রো

রবিবার নর্থ সাউথ লাইনের রাতের অর্থাৎ দিনের শেষ মেট্রো চলাচলের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি ৷ জানা গিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো সকাল 9টা-র পরিবর্তে এদিন সকাল 7টায় ছড়বে ৷ দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোও সকাল 9টা-র পরিবর্তে সকাল 7টা থেকে চলবে ৷ এদিন দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.27 মিনিটে ৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.28 মিনিটে । দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে ৷ এদিনও দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9.40 মিনিটে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.