কলকাতা, 27 মে : চিকেন পক্সে আক্রান্ত হয়ে একাধিক শিশু ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে । চিকেন পক্সের এই বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন কলকাতা পৌরনিগম । আগামী 2 জুন হবে বিশেষ সচেতনতা প্রচার (Special awareness on chicken pox in Kolkata Municipal Corporation)।
সম্প্রতি বেলেঘাটা আইডি হাসপাতালে বেশ কিছু শিশু হাম ও চিকেন পক্সে আক্রান্ত হয়ে ভর্তি হয় । সেই বিষয়ে হাসপাতালের তরফে কলকাতা পৌরনিগমকে জানানো হলে খোঁজ খবর নিতে শুরু করে পৌর স্বাস্থ্যবিভাগ । খোঁজ নিয়ে পৌরনিগম জানতে পারে এই সমস্ত শিশু গার্ডেনরিচ এলাকার ৷ খোঁজ করতে গিয়ে স্বাস্থ্য বিভাগ দেখে প্রতি বুধবার শিশুদের যে প্রতিষেধক দেওয়া হয় সেই প্রতিষেধক নিতে অনীহা বেড়েছে ওই এলাকায় ।
এই বিষয়ে কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ বলেন, "শুধু হাম নয়, ওই এলাকায় পোলিয়ো টিকা নেওয়ার ক্ষেত্রেও অনীহা লক্ষ্য করা যাচ্ছে । ওই এলাকা মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে । আগামী 2 জুন ওই এলাকায় ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বিশেষে সচেতনতা প্রচার চালানো হবে ৷ এর আগে পোলিয়ো টিকাকরণ বাড়াতে সচেতনতা প্রচার করে ইতিবাচক ফল মিলেছে । তাই এবারও সচেতনতা প্রচার করা হবে । এই প্রচারে ধর্মীয় গুরুদের যুক্ত করার আহ্বান জানানো হবে । স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা গিয়ে মানুষজনকে বোঝাবেন প্রতিষেধক বা টিকাকরণে প্রয়োজনীয়তা সম্পর্কে । কোনও ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করা যায় প্রতিষেধক নিয়ে সেটাই বোঝানো হবে ।"
আরও পড়ুন : KMC crossed 1cr Vaccination : টিকাকরণে কোটির মাইল ফলক পার কলকাতা পৌরনিগমের