ETV Bharat / state

বিশেষ অতিথির তালিকায় নাম, তবু এলেন না শোভন

গত কয়েক দিনের গতিপ্রকৃতি থেকে জল্পনার শুরু ৷ গতকাল দলীয় বৈঠকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন শোভন চট্টোপাধ্যায় ৷ এমনটাই আশা করেছিলেন দলীয় কর্মীরা ৷ পুলিশের কাছে থাকা বিশেষ অতিথির তালিকাতেও নাম ছিল তাঁর ৷ কিন্তু তারপরও বৈঠকে হাজির হলেন না শোভন ৷

author img

By

Published : Nov 8, 2019, 4:05 AM IST

শোভন চট্টোপাধ্যায়

কলকাতা, 8 নভেম্বর : বিভিন্ন রাজনৈতিক মহলে জল্পনা চলছিল কিছুদিন ধরেই ৷ গতকালের তৃণমূলের বৈঠকে যোগ দিয়ে হাতে পতাকা তুলে নেবেন বলেই আশা করেছিলেন দলীয় কর্মীরা ৷ শোনা যাচ্ছে, সেই মতো ব্যবস্থাও করা হয়েছিল ৷ এমনকি, পুলিশের কাছে থাকা বিশেষ অতিথির তালিকায় না কি নামও ছিল তাঁর ৷ তৃণমূল ভবনের সামনে ছিল কৌতুহলী দলীয় নেতাদের ভিড় ৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হতাশ হতে হল সকলকে ৷ কেন গতকাল যোগ দেওয়া থেকে বিরত থাকলেন শোভন চট্টোপাধ্যায় ? উঠছে প্রশ্নও ৷

গতকাল দুপুরে দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গে তৃণমূল ভবনে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত কয়েকদিনের গতিপ্রকৃতি দেখে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, গুরুত্বপূর্ণ এই বৈঠকে শোভন চট্টোপাধ্যায় যোগ দিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন ৷ কিন্তু জল্পনাকে জিইয়ে রেখেই এলেন না তিনি ৷

গতকালের এই দলীয় বৈঠক কার্যত রুদ্ধদ্বার ছিল ৷ মোবাইল জমা রেখে জনপ্রতিনিধিদের নামের তালিকা দেখে, তবেই বৈঠকে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল প্রত্যেককে ৷ সূত্রের খবর, পুলিশের কাছে থাকা বিশেষ অতিথিদের তালিকায় নাম ছিল শোভন চট্টোপাধ্যায়েরও ৷ কিন্তু তারপরও কেন তিনি এলেন না তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা ৷

প্রসঙ্গত, 29 অক্টোবর নাটকীয়ভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কালীঘাটে 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিতে যান শোভন ৷ ফলস্বরূপ, রাজ্য সরকারের কাছ থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ফিরে পেয়েছেন তিনি ৷ ভাইফোঁটা থেকেই নতুন পথ চলার জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে ৷ ভাইফোঁটার দিন যেমন তিনি মমতার বাড়িতে হাজির হয়েছিলেন, তেমনই গতকালের বৈঠকেও তিনি থাকবেন বলে আশায় ছিলেন তৃণমূল নেতা-কর্মীরা ৷ তবে, বৈঠকে উপস্থিত না থাকলেও শোভন চট্টোপাধ্যায়ের ঘরে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

কলকাতা, 8 নভেম্বর : বিভিন্ন রাজনৈতিক মহলে জল্পনা চলছিল কিছুদিন ধরেই ৷ গতকালের তৃণমূলের বৈঠকে যোগ দিয়ে হাতে পতাকা তুলে নেবেন বলেই আশা করেছিলেন দলীয় কর্মীরা ৷ শোনা যাচ্ছে, সেই মতো ব্যবস্থাও করা হয়েছিল ৷ এমনকি, পুলিশের কাছে থাকা বিশেষ অতিথির তালিকায় না কি নামও ছিল তাঁর ৷ তৃণমূল ভবনের সামনে ছিল কৌতুহলী দলীয় নেতাদের ভিড় ৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হতাশ হতে হল সকলকে ৷ কেন গতকাল যোগ দেওয়া থেকে বিরত থাকলেন শোভন চট্টোপাধ্যায় ? উঠছে প্রশ্নও ৷

গতকাল দুপুরে দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গে তৃণমূল ভবনে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত কয়েকদিনের গতিপ্রকৃতি দেখে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, গুরুত্বপূর্ণ এই বৈঠকে শোভন চট্টোপাধ্যায় যোগ দিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন ৷ কিন্তু জল্পনাকে জিইয়ে রেখেই এলেন না তিনি ৷

গতকালের এই দলীয় বৈঠক কার্যত রুদ্ধদ্বার ছিল ৷ মোবাইল জমা রেখে জনপ্রতিনিধিদের নামের তালিকা দেখে, তবেই বৈঠকে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল প্রত্যেককে ৷ সূত্রের খবর, পুলিশের কাছে থাকা বিশেষ অতিথিদের তালিকায় নাম ছিল শোভন চট্টোপাধ্যায়েরও ৷ কিন্তু তারপরও কেন তিনি এলেন না তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা ৷

প্রসঙ্গত, 29 অক্টোবর নাটকীয়ভাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কালীঘাটে 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাইফোঁটা নিতে যান শোভন ৷ ফলস্বরূপ, রাজ্য সরকারের কাছ থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ফিরে পেয়েছেন তিনি ৷ ভাইফোঁটা থেকেই নতুন পথ চলার জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে ৷ ভাইফোঁটার দিন যেমন তিনি মমতার বাড়িতে হাজির হয়েছিলেন, তেমনই গতকালের বৈঠকেও তিনি থাকবেন বলে আশায় ছিলেন তৃণমূল নেতা-কর্মীরা ৷ তবে, বৈঠকে উপস্থিত না থাকলেও শোভন চট্টোপাধ্যায়ের ঘরে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

Intro:কলকাতা, ৭ নভেম্বর: তৃণমূলের বৈঠকে যোগ দিয়ে হাতে পতাকা তুলে নেওয়ার কথা ছিল । সেইমতো হয়েছিল ব্যবস্থাও । এমনকি পুলিশের ভিআইপি তালিকায় নামও ছিল তাঁর। কিন্তু জল্পনা জিইয়ে রেখে এলেন না শোভন চ্যাটার্জি । তাঁর আসার খবরে তৃণমূল ভবনের সামনে ছিল কৌতূহলী দলীয় নেতা- কর্মীদের ভিড়। বেলা যত গড়াল হতাশ হলেন সকলে। কেনও আজ যোগ দেওয়া থেকে বিরত থাকলেন তিনি ? উঠল প্রশ্ন।



Body:আজ দুপুরে দলের বিধায়ক এবং সাংসদের সঙ্গে তৃণমূল ভবনে বৈঠক করেন মমতা ব্যানার্জি । গুরুত্বপূর্ণ এই বৈঠকে শোভন চ্যাটার্জি যোগ দিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু এলেন না তিনি। আজকের বৈঠক কার্যত বেশ রুদ্ধদ্বার ছিল। মোবাইল জমা রেখে জনপ্রতিনিধিদের নামের তালিকা দেখে বৈঠকে প্রত্যেককে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। সূত্রের খবর, পুলিশের কাছে থাকা ভিআইপি জনপ্রতিনিধিদের তালিকায় নাম ছিল শোভন চ্যাটার্জিরও । কিন্তু কোন অজ্ঞাত কারণে তিনি এলেন না তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধন্ধ । প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর নাটকীয় ভাবে বৈশাখী ব্যানার্জিকে সঙ্গে নিয়ে কালীঘাটে 'দিদি' মমতা ব্যানার্জির কাছ থেকে ভাইফোটা নিয়েছেন শোভন চ্যাটার্জি। এর ফল স্বরূপ রাজ্য সরকারের কাছ থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ফিরে পেয়েছেন তিনি। সেই থেকেই ঘটনা পরম্পরা উসকে দিয়েছে তাঁর ঘরে ফেরার জল্পনা। আজ অপেক্ষায় ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। ভাইফোটা নিতে যেমন মমতার ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে হাজির হয়েছিলেন তিনি, আজ দলীয় বৈঠকেও সেই একই রকমভাবে হাজির থাকবেন বলে চর্চা চলেছিল। তবে রাজনৈতিক কারবারিরা মনে করছেন শোভন চ্যাটার্জির ফেরা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। সামনে কবে যোগ দেন এখন সেটাই দেখার ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.