ETV Bharat / state

ছলছল চোখে তাকিয়ে মেয়ে, দেখেও দেখলেন না শোভন - baisakhi banerjee

রাজনৈতিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেল । গেলেন না বাড়িতেও ।

ফাইল ফোটো
author img

By

Published : May 19, 2019, 5:51 PM IST

Updated : May 19, 2019, 7:15 PM IST

কলকাতা, 19 মে : কেটে গেছে এক বছরেরও বেশি সময় । বাড়ি ছেড়ে চলে গেছেন বাবা । তাই আজ খবরটা শুনে শিশু মন কোনও বাধা মানতে চায়নি । ছুট্টে চলে গেছিল বাবার কাছে । কিন্তু, মেয়ে সুহানির দিকে ফিরেও দেখলেন না কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় । মেয়েকে পাশ কাটিয়ে চলে গেলেন বাবা । ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে থাকল 15 বছরের সুহানি চট্টোপাধ্যায় ।

তখন ঘড়িতে সাড়ে তিনটে ছুঁইছুঁই । বেহালার পর্ণশ্রী শিশু ভারতী স্কুলের সামনে গাড়িটা আসতেই শুরু হয়েছিল গুঞ্জন । গাড়ি থেকে নেমে সোজা বুথের ভিতর ঢুকে যান প্রাক্তন মেয়র । খবর ততক্ষণে চাউর হয়ে গেছে । এলাকার বাসিন্দাদের মধ্যে চলছে ফিসফিসানি । বাইট পাওয়ার জন্য 'লড়াই' শুরু সংবাদমাধ্যমের ।

যে বাড়িটা বছর খানেক আগেও ছিল শোভনের নির্দিষ্ট ঠিকানা । শোভন আসার খবরটা পৌঁছতে দেরি হয়নি পর্ণশ্রীর সেই বাড়িটাতেও । খবর পেয়েই বুথের সামনে চলে আসে সুহানি । বুথ থেকে বের হতেই বাবার কাছে চলে এসেছিল মেয়েটা । কিন্তু, মেয়েকে যেন 'চিনতেই' পারলেন না বাবা । কেবল মিনিট খানেকের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন । তারপরই গাড়িতে উঠে চলে গেলেন ।

image
ভোট দিচ্ছেন শোভন

পাড়া-প্রতিবেশীদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হল বাবা চলে গেলেন । একটি বার ফিরেও তাকালেন না । বাবার এই আচরণে সুহানির শিশু মনের বাঁধ ভেঙে যায় । হাউহাউ করে কাঁদতে শুরু করে সে ।

সম্পর্কটা কিন্তু বছর কয়েক আগেও এমন ছিল না । ব্যক্তি শোভনের অনেকটাই জুড়ে ছিল সুহানি । স্ত্রী রত্নার সঙ্গে দূরত্ব যত বেড়েছে, ততই যেন মেয়েকে সরিয়ে দিয়েছেন তিনি । বিতর্ক যত বেড়েছে, ততই শুধু 'বন্ধু' বৈশাখিময় হয়ে উঠেছে শোভনের জীবন । বিতর্কের জেরে মেয়র পদ থেকে সরে দাঁড়িয়েছেন । দলের সঙ্গে দূরত্ব বেড়েছে । একদা ছায়সঙ্গী শোভনের দিক থেকে মুখ ফিরিয়েছেন মমতাও ।

দেখুন ভিডিয়ো

আজ ভোট দিতে আসা শোভনকেও যেন অনেকটা অন্য রকম মনে হল । সুচতুর ভাবে ভোটের ফল নিয়ে সব উত্তর এড়িয়ে গেলেন । শোভনের সামনে প্রশ্ন ছিল, কেমন ভোট হচ্ছে ? কেবল, 'বেলা হয়ে গেছে' বলে পাশ কাটিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের এককালের সৈনিক ।

আর এত কাছে এসে বাড়ি যাবেন না ? এই প্রশ্নের উত্তরেও সেই একই কথা শোভনের মুখে । ফের বললেন, সেই পারিবারিক অশান্তির কথাই ।

শোভনের ভোট দেওয়া নিয়ে জল্পনা কম হয়নি । ভোট দিতে গেলে তাঁর উপর হামলা চালানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন । স্ত্রী রত্না তাঁর উপর হামলার পরিকল্পনা করছেন বলে দাবি করেছিলেন । যদিও, আজ তেমন কোনও ঘটনা ঘটেনি । শান্তিতেই ভোট দিতে পেরেছেন কলকাতার প্রাক্তন মহানাগরিক ।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : ভোট দিতে গেলে গোলমাল পাকাতে পারেন রত্না, CEO-কে চিঠি শোভনের


তিনি ভোট দিলেন । হয়তো পারিবারিক অশান্তির একটা সমাধান হবে । শোভনের রাজনৈতিক পথ চলাও বজায় থাকবে । কিন্তু, আজ যে ভাবে মেয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে না তো ? পারিবারিক অশান্তির জন্য যে ভাবে মেয়ের চোখের জল পড়ল তার উত্তর কি কোনও দিতে পারবেন বাবা শোভন ?

বেহালার পর্ণশ্রীর আজকের ঘটনা যেন সেই প্রশ্নই তুলে দিল ।

কলকাতা, 19 মে : কেটে গেছে এক বছরেরও বেশি সময় । বাড়ি ছেড়ে চলে গেছেন বাবা । তাই আজ খবরটা শুনে শিশু মন কোনও বাধা মানতে চায়নি । ছুট্টে চলে গেছিল বাবার কাছে । কিন্তু, মেয়ে সুহানির দিকে ফিরেও দেখলেন না কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় । মেয়েকে পাশ কাটিয়ে চলে গেলেন বাবা । ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে থাকল 15 বছরের সুহানি চট্টোপাধ্যায় ।

তখন ঘড়িতে সাড়ে তিনটে ছুঁইছুঁই । বেহালার পর্ণশ্রী শিশু ভারতী স্কুলের সামনে গাড়িটা আসতেই শুরু হয়েছিল গুঞ্জন । গাড়ি থেকে নেমে সোজা বুথের ভিতর ঢুকে যান প্রাক্তন মেয়র । খবর ততক্ষণে চাউর হয়ে গেছে । এলাকার বাসিন্দাদের মধ্যে চলছে ফিসফিসানি । বাইট পাওয়ার জন্য 'লড়াই' শুরু সংবাদমাধ্যমের ।

যে বাড়িটা বছর খানেক আগেও ছিল শোভনের নির্দিষ্ট ঠিকানা । শোভন আসার খবরটা পৌঁছতে দেরি হয়নি পর্ণশ্রীর সেই বাড়িটাতেও । খবর পেয়েই বুথের সামনে চলে আসে সুহানি । বুথ থেকে বের হতেই বাবার কাছে চলে এসেছিল মেয়েটা । কিন্তু, মেয়েকে যেন 'চিনতেই' পারলেন না বাবা । কেবল মিনিট খানেকের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন । তারপরই গাড়িতে উঠে চলে গেলেন ।

image
ভোট দিচ্ছেন শোভন

পাড়া-প্রতিবেশীদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হল বাবা চলে গেলেন । একটি বার ফিরেও তাকালেন না । বাবার এই আচরণে সুহানির শিশু মনের বাঁধ ভেঙে যায় । হাউহাউ করে কাঁদতে শুরু করে সে ।

সম্পর্কটা কিন্তু বছর কয়েক আগেও এমন ছিল না । ব্যক্তি শোভনের অনেকটাই জুড়ে ছিল সুহানি । স্ত্রী রত্নার সঙ্গে দূরত্ব যত বেড়েছে, ততই যেন মেয়েকে সরিয়ে দিয়েছেন তিনি । বিতর্ক যত বেড়েছে, ততই শুধু 'বন্ধু' বৈশাখিময় হয়ে উঠেছে শোভনের জীবন । বিতর্কের জেরে মেয়র পদ থেকে সরে দাঁড়িয়েছেন । দলের সঙ্গে দূরত্ব বেড়েছে । একদা ছায়সঙ্গী শোভনের দিক থেকে মুখ ফিরিয়েছেন মমতাও ।

দেখুন ভিডিয়ো

আজ ভোট দিতে আসা শোভনকেও যেন অনেকটা অন্য রকম মনে হল । সুচতুর ভাবে ভোটের ফল নিয়ে সব উত্তর এড়িয়ে গেলেন । শোভনের সামনে প্রশ্ন ছিল, কেমন ভোট হচ্ছে ? কেবল, 'বেলা হয়ে গেছে' বলে পাশ কাটিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের এককালের সৈনিক ।

আর এত কাছে এসে বাড়ি যাবেন না ? এই প্রশ্নের উত্তরেও সেই একই কথা শোভনের মুখে । ফের বললেন, সেই পারিবারিক অশান্তির কথাই ।

শোভনের ভোট দেওয়া নিয়ে জল্পনা কম হয়নি । ভোট দিতে গেলে তাঁর উপর হামলা চালানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন । স্ত্রী রত্না তাঁর উপর হামলার পরিকল্পনা করছেন বলে দাবি করেছিলেন । যদিও, আজ তেমন কোনও ঘটনা ঘটেনি । শান্তিতেই ভোট দিতে পেরেছেন কলকাতার প্রাক্তন মহানাগরিক ।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : ভোট দিতে গেলে গোলমাল পাকাতে পারেন রত্না, CEO-কে চিঠি শোভনের


তিনি ভোট দিলেন । হয়তো পারিবারিক অশান্তির একটা সমাধান হবে । শোভনের রাজনৈতিক পথ চলাও বজায় থাকবে । কিন্তু, আজ যে ভাবে মেয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে না তো ? পারিবারিক অশান্তির জন্য যে ভাবে মেয়ের চোখের জল পড়ল তার উত্তর কি কোনও দিতে পারবেন বাবা শোভন ?

বেহালার পর্ণশ্রীর আজকের ঘটনা যেন সেই প্রশ্নই তুলে দিল ।

Last Updated : May 19, 2019, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.